যশোরাঞ্চলে টানা বৃষ্টিতে তলিয়েছে নি¤œাঞ্চল!
০৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
যশোরাঞ্চলে এবার শ্রাবণ-ভাদ্রে প্রত্যাশিত বৃষ্টি হয়নি। তবে আশ্বিনের শুরুতে কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন যশোরের সবজি চাষিরা। দেশের সবজি জোন হিসেবে পরিচিত যশোর সদরের চুড়ামনকাটি, হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া ও কাশিমপুর ইউনিয়নে ইতিমধ্যে শত শত বিঘা শীতকালীন সবজি রোপণ করেছেন কৃষকরা। একটানা বৃষ্টিতে শহরের নি¤œাঞ্চল পানিতে তলিয়ে যায়। আবহাওয়া অফিস বলছে, নি¤œচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বৃষ্টিতে আমন ধানের তেমন ক্ষতি না হলেও আগাম শীতকালীন সবজির ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি হবে বীজতলার মালিকদের।
যশোর আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার ৪৬০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে এক লাখ ৩৮ হাজার ৯৪৭ হেক্টর। আমন চাষ বৃষ্টি নির্ভর হলেও এবার সেচ দিয়ে চাষ শুরু করতে হয়েছে কৃষকের। সবজি রাজ্যখ্যাত যশোর জেলায় ৪ হাজার ৩২৩ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে চাষ করেছেন চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের চাষিরা। সবজিতে ভরে গেছে যশোরের ফসলের মাঠ। মাঠের পর মাঠ সবুজের সমারোহ নজর কাড়ছে সবার।
যশোরের সবজি চাষিরা বিভিন্ন মাঠে শীতকালীন সবজি রোপণ ও পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন ধরনের শীতকালীন সবজিরোপণ করেছেন মাঠের পর মাঠ। ইতিমধ্যে কিছু কিছু সবজি বাজারে উঠতে শুরু করেছে। কৃষকরা স্বপ্ন দেখছেন এবার শীতকালীন সবজি বিক্রি করে তারা ব্যাপক লাভবান হবেন। তাদের সেই স্বপ্ন পূরণে বাধ সাধতে শুরু করেছে টানা বৃষ্টি। জেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ কৃষকদের রোপণকৃত বাহারি সব সবজি ক্ষেতে ঠাসা। মৃদু বাতাসে দুলছে সব সবজির ক্ষেত। সবজির সাথে সাথে দুলছে কৃষকের স্বপ্নও। টানা বৃষ্টির কারণে ইতিমধ্যে সবজির ক্ষেতে জমতে শুরু করেছে পানি। চাষিরা ক্ষেত থেকে পানি সরাতে মাঠেই ব্যস্ত সময় পার করছেন। এই বৃষ্টি আর অব্যাহত থাকলে পটল, সিম, মূলা, পাতা কপি, বাঁধা কপি ও বেগুন চাষিদেরও ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। ক্ষেতে পানি জমে থাকলে সবজি গাছের গোড়ায় দেখা দেবে পচন। আগাম চারা রোপণে কয়েকদিনের বৃষ্টিতে চারা রোপণকারী কৃষকদের কয়েক লাখ টাকার ক্ষতি হবে।
চুড়ামনকাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকতা রফিকুল ইসলাম জানান, চলমান বৃষ্টিতে এখনো কৃষকদের তেমন ক্ষতির সম্ভবনা নেই। তবে যদি কোন কৃষক বীজতলা পলিথিন দিয়ে বৃষ্টির আগে ছাউনি দিয়ে না ঢাকে তাহলে তাদের ব্যাপক ক্ষতি হবে। তবে ভারি বৃষ্টি হলে ক্ষতি হবে বেশি।
স্থানীয় কৃষি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, হৈবতপুর ইউনিয়নে ২ হাজার ৪৩২ হেক্টর, চুড়ামনকাটি ইউনিয়নে ১ হাজার ২৬ হেক্টর ও কাশিমপুর ইউনিয়নে ৮৬৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। বর্তমানে শীতকালীন আগাম সবজি আবাদ চলছে পুরোদমে। নানা ধরণের সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যশোরের সবজি ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু হোসেন বলেন, বৃষ্টিপাতে আমনের কোন ক্ষতি না হলেও যারা আগাম শীতকালীন সবজির আবাদ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, চলতি মৌসুমে বৃষ্টিপাত অনেক কম হয়েছে। সময়মতো বৃষ্টি না হওয়ায় কৃষকের সেচ খরচ লেগেছে। তবে এখন বৃষ্টিপাত হচ্ছে। এতে করে আর সেচ দেয়া লাগছে না।
আবহাওয়া অফিস মতে, চলতি বছর (সেপ্টেম্বর মাস পর্যন্ত) যশোরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৬৬ মিলিমিটার। ২০২২ সালে বৃষ্টি হয়েছিল ৬৯৮ দশমিক ৫৭ মিলিমিটার, ২০২১ সালে এক হাজার ৬২ দশমিক ৫৭ মিলিমিটার। বৃষ্টিতে শহরের এমএম কলেজ রোড, খড়কি, বেজপাড়া টিবি ক্লিনিক মোড, আনসার ক্যাম্প মোড়, নীলগঞ্জ, বারান্দিপাড়া, ফায়ার সার্ভিসের পেছনের রাস্তা, বকচর হুশতলাসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়