প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে ১৫টি প্রকল্পের উদ্বোধন, ৪টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন
১১ নভেম্বর ২০২৩, ০৬:১১ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৬:১২ পিএম
উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। সাগর, সমতল, বন্যরাজি ও পাহাড় বেষ্টিত অঞ্চল হিসেবে পরিচিত,ভ্রমণ পিপাসুদের তীর্থভুমি কক্সবাজার জেলায় বাস্তবায়ন হচ্ছে ছোট বড় প্রায় ৯৮টি উন্নয়ন প্রকল্প। এসব উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২৩টি প্রকল্প।এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বদলে যাচ্ছে কক্সবাজার।
উন্নয়নের জোয়ারে বদলে যাওয়া কক্সবাজারেই আজ শনিবার (১১ নভেম্বর) ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে দোহাজারি কক্সবাজার রেললাইন, দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন, মাতারবাড়ির আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেল, বাঁকখালী নদীর ওপর নির্মিত খুরুশকুল সেতু, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রীডে সংযুক্তকরণ, উখিয়ার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, উখিয়ার রত্না পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, রামুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চকরিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, কুতুবদিয়া ঠান্ডা চৌকিদার পাড়া আরসিসি গার্ডার ব্রিজ, মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুরের জনতাবাজার সড়ক, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ভূমি ভরাট, বাঁধ নির্মাণ প্রকল্প, ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালীর ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ভবনসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন করেছেন।
অন্যদিকে, তিনি ৪টি প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত প্রকল্পগুলো হচ্ছে- মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের ১ম টার্মিনাল, রামুর জোয়ারিয়ানালার নন্দাখালী সড়কে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, জেলা প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ প্রকল্প ও টেকনাফের মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার।
শনিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী আইকনিক রেল স্টেশন চত্তরে এক সুধী সমাবেশে যোগ দিয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং দোহাজারি কক্সবাজার রেললাইন ও রেল স্টেশন উদ্বোধন করেন। সুধী সমাবেশে তিনি বলেন, কক্সবাজারে নির্মিত দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশন। কক্সবাজার জেলায় রেল লাইন উদ্বোধনের মাধ্যমে দেশের ৪৮তম জেলায় আজ রেল যুক্ত হল। এতে দীর্ঘদিনের কক্সবাজারবাসীর স্বপ্ন পুরণ হল। তিনি বলেন, এখন জনগণ রেলে করে কক্সসবাজার থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবে। কক্সবাজারের পর্যটনে এই রেল যোগাযোগের প্রভাব পড়বে। কক্সবাজার অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। পর্যটন শিল্পের উন্নয়নের সাথে সাথে এতদঞ্চলে উৎপাদিত খাদ্যপন্য সহজেই দেশের বিভিন্ন দিকে পরিবহন যেমন করতে পারবে আবার কক্সবাজারের চাহিদা পুরণের জন্য দেশের অন্যান্য অঞ্চল থেকে খাদ্য ও ভোগ্যপণ্য সহজে পরিবহন করতে পারবে। রেল লাইন স্থাপনের মাধ্যমে কক্সবাজারের অর্থনৈতিক উন্নয়ন ত্ব্ররান্বিত হবে।
এর পরে দুপুর দেড়টার দিকে উদ্বোধনের পর কক্সবাজার আইকনিক রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটেন এবং পতাকা উড়িয়ে ও হুইসেল বাজিয়ে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি ট্রেনের টিকেট কেটে ট্রেনে অবস্থান করেন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে ট্রেনে চড়ে রামু ক্যান্টনমেন্ট পর্যন্ত যান। ক্যান্টনমেন্টে দুপুরের লাঞ্চ সম্পন্ন করেন।
পরে হেলিকপ্টার যোগে মহেশখালী মাতারবাড়িতে বেলা ৩ টার দিকে নির্ধারিত জনসভায় যোগদান করেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং ১ম টার্মিনালের ভিত্তিপ্রস্তরর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী মাতারবাড়ি টাউনশিপ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন এবং মাতারবাড়ি ১২ শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প