নৌকায় ভোট চাইলেন শেখ হাসিনা -কক্সবাজারবাসীর

স্বপ্ন পূরণ রেল পথ ও গভীর সমুদ্রবন্দরের উদ্বোধন

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

১১ নভেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম

 



মহেশখালীর মাতারবাড়ি জনসভায় আবরো নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,আওয়ামী লীগকে ভোট দেয়ার কারণে দেশের উন্নয়ন হয়েছে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন। শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, প্রত্যেক মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেলক্ষে আমরা কাজ করে যাচ্ছি। যাতে কোনো মানুষ কষ্টে না থাকে, সেভাবেই কাজ করে যাচ্ছি। আমরা চাই আপনাদের জীবনমান উন্নত হোক, নিরাপদ হয় সেলক্ষেই কাজ করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, মাতারবাড়িতে তাপ বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর সুফল কক্সবাজারসহ গোটা দেশের মানুষ পাবে। এর কারণে মহেশখালীসহ কক্সবাজারের গুরুত্ব অনেক বেড়ে যাবে।

জনসভায় বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের জন্য আমরা কাজ করি। আর অন্য একটি দল আছে মানুষের সম্পদ লুটে খায়, খুন, হত্যা-বোমাবাজি, গ্রেনেড হামলা, চোরাবাজি করতে জানে তারা। মানুষ পুড়িয়ে মারাই বিএনপির কাজ। ওরা ধ্বংস করতে জানে, গড়তে জানে না। মানুষের কল্যাণে এরা কাজ করতে পারে না।
১৫ বছরের আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে তা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই দেশের পরিবর্তন হয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে আপনারা নৌকায় ভোট দিয়েছেন বলেই।

আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো জয়ী করতে; যেন আপনাদের সেবা করার সুযোগ পায়। যেগুলো কাজ এখনও শেষ হয়নি সেগুলো যেন শেষ করতে পারি।

এর আগে সকালে কক্সবাজারে নির্মিত দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন এবং কক্সবাজার-দোহাজারী রেল পথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কক্সবাজার-দোহাজারী রেল পথ উদ্বোধকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের ৪৮তম জেলায় আজ রেল যুক্ত হল। এতে দীর্ঘদিনের কক্সবাজারবাসীর স্বপ্ন পুরণ হল। তিনি বলেন, এখন জনগণ রেলে করে কক্সসবাজার থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে কক্সবাজার যাতায়াত করতে পারবে। কক্সবাজারের পর্যটনে এই রেল যোগাযোগের প্রভাব পড়বে। কক্সবাজার অঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

উদ্বোদনী অনুষ্ঠানে ১লা ডিসেম্বর থেকেই কক্সবাজার থেকে নিয়মিত রেল যোগাযোগ হবে বলে জানন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

গতকাল দুপুর ১টায় কক্সবাজার দোহাজরী রেল ষ্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি নিজে টিকেট কেটে রেলে উঠেন এবং রামু পর্যন্ত ১২ কিলোমিটার পথ ভ্রমণ করেন।

এসময় শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছে। বিরোধী দলকে আওয়ামী লীগ সরকারের এত উন্নয়ন যাদের চোখে পড়েনা তাদের চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দেন তিনি শেখ হাসিনা।

শনিবার (১১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্ধরে পৌঁছান তিনি। এরপর নবনির্মিত ১০০ কিলোমিটার রেললাইনে ট্রেন চলাচলের উদ্বোধনের উদ্দেশে কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য আগে থেকেই চট্টগ্রাম থেকে একটি রেল কক্সবাজার স্টেশনে এনে রাখা হয়েছিল। জাঁকজমভাবে
এটি সাজানো হয়েছিল।
উদ্বোধনের পরে তিনি টিকিট কেটে ওই রেলে চড়ে রামু পর্যন্ত ১২ কিলোমিটার ভ্রমণ করেন। বিকেলে রামু থেকে হেলিকপ্টারযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছান
প্রধানমন্ত্রী।

২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার ১২ কিলোমিটার। শুরুতেই এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি টাকা। ২০১৬ সালে প্রকল্প প্রস্তাব সংশোধন করে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকায়। তাতে অর্থায়ন করেছে এশিয়ান ব্যাংক ও বাংলাদেশ সরকার।

বেলা পৌনে ৪টার দিকে মাতারবাড়ি টাউনশিপ মাঠে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। এর আগে বেলা পৌনে ৪টার দিকে মাতারবাড়ি টাউনশিপ মাঠে ১৪টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন এবং ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও এই সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন করেন।

এদিন প্রধানমন্ত্রী আরো যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার মধ্যে আছে- কক্সবাজার বিমান বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁকখালী নদীর উপর সেতু ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, ২১২ একর ভূমি ভরাট, ৪ দশমিক ৭৮ কিলোমিটার স্লোপ প্রটেকশন বাঁধ নির্মাণ, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ডিজাইন ও স্থাপনাকরণ প্রকল্প এবং গোরকঘাটা-শাপলাপুর সড়ক প্রশস্তকরণ।

পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ প্রকল্পও উদ্বোধন করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের রামু উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ প্রকল্পটিও আছে উদ্বোধনের তালিকায়।

এছাড়া কৈয়ারবিল থেকে চৌকিদারপাড়া পর্যন্ত সিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বীর মুক্তিযোদ্ধা পৌর বাস টার্মিনাল সম্প্রসারণ ও উন্নয়ন কাজ এবং জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়, রত্না পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

টেকনাফ উপজেলার মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার, রামুর জোয়ারিনালা ইউনিয়নের মহসীনা বাজার ভায়া নন্দখালী সড়কে আর্চ ও আরসিসি গার্ডার ব্রিজ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানগুলোতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজারের সংসদ সদস্যরা সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
আরও
Airtel Wecome Banner

আরও পড়ুন

হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি

যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা

রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা

আবারও  ভানুয়াতুতে  দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প

আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প

হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি

হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি

রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'

রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'

‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’

‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’

যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত

যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস

ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০

ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?

বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি

ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি

উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন

উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প

সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প