তফসিল ঘোষণার পর গাজীপুরে তিন গাড়িতে ও রেললাইনে অগ্নিসংযোগ
১৬ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
তফসিল ঘোষণার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর টঙ্গী হোসেন মার্কেট এলাকায় মালবাহী একটি পিকআপভ্যানে, রাত পৌনে ১২টার দিকে একই মহাসড়কের শ্রীপুর জৈনাবাজার এলাকায় একটি মিনিবাসে এবং বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অপর একটি মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পিকআপভ্যানে থাকা কিছু মালামাল ও চালকের হাত সামান্য পুড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। অপর দুটি অগ্নিসংযোগের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জৈনাবাজার এলাকায় অগ্নিসংযোগের শিকার বাসের চালক মো. মাসুম জানান, কোন যাত্রী না থাকায় বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে তিনি সহকারীকে নিয়ে পাশের একটি হোটেলে খেতে যান। একপর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে দৌড়ে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন। তবে কে বা কারা কীভাবে আগুন দিয়েছে তা তিনি দেখতে পাননি বলে জানান। ঘটনার সময় টহলরত এসআই মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে তৎক্ষনাত ঘটনাস্থলে ছুটে যাই। কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে বের করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে তাকওয়া পরিবহনের মিনিবাসটি আগুনে অধিকাংশ পুড়ে গেলেও কেউ হতাহত হয়নি। এ ঘটনায়ও কেউ চিহ্নিত বা আটক হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে বুধবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মেট্রো সদর থানাধীন ভূরুলিয়া এলাকায় এবং টঙ্গী-ঢাকা রেললাইনের বউবাজার এলাকায় কাঠ-বাঁশের গুড়ি দিয়ে আগুন ধরিয়ে দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বৃহস্পতিবার সকাল ৭টায় টঙ্গীর বনমালা রেলক্রসিং এলাকায় রেললাইনে মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর দক্ষিণ শাখা।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ বলেন, রেললাইনের উপর দু’টি বাঁশ ফেলে সেটায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনা খুব ছোট। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে রেলপথ থেকে আগুন সরিয়ে ফেলা হয়। কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাত পৌনে ৮টার দিকে খবর আসে ভূরুলিয়া রেললাইনের পাশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তাৎক্ষণিকভাবে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। ছোট আগুন ছিল, সেটি নিয়ন্ত্রণ হয়ে গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার