৪৬তম বিসিএসে ৪ হাজার পদে নিয়োগ দেবে পিএসসি
২০ নভেম্বর ২০২৩, ১১:৩১ এএম | আপডেট: ২০ নভেম্বর ২০২৩, ১১:৩১ এএম
৪৬তম বিসিএসে ক্যাডার, নন ক্যাডার পদে ৪ হাজার নিয়োগ দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন মন্ত্রণালয়ে থেকে এ ৪ হাজার পদের চাহিদা পাঠানো হয়েছে। এসব পদে যাচাই-বাছাই করে চলতি মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পিএসসি জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ থেকে শূন্য পদের সংখ্যা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই তালিকা পিএসসিতে পাঠিয়ে দিয়েছে তারা। এখন পদগুলো যাচাই-বাছাই করে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ করছে পিএসসি।
পিএসসি একজন সদস্য জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডারে ৩ হাজারের কিছু বেশি ও নন-ক্যাডারে প্রায় ১ হাজার ১০০ পদের চাহিদা পাওয়া গেছে। ৪৬তম বিসিএসের জন্য এসব পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য পিএসসিতে সব দরকারি কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন নিয়ম অনুসারে পিএসসি ৪৬তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পিএসসি ক্যাডার ও নন ক্যাডার বিভাগ বলছে, শূন্য পদের যে তালিকা পাঠানো হয়েছে সব মিলিয়ে প্রায় চার হাজারের বেশি পদ। জনপ্রশাসন থেকে পাঠানো তালিকাই চূড়ান্ত নয়। আমরা সেই পদগুলো ঠিক আছে কি না, নিয়োগের বিধি মেনে করা হয়েছে কি না ও প্রতিটি পদের সংখ্যা ঠিক আছে কি না- এমন নানা বিষয় যাচাই-বাছাই করা হবে। পরে তা নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্য পদের তালিকা পাওয়ার তথ্য নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, এগুলো নিয়ে পিএসসি ক্যাডার ও নন ক্যাডার শাখা কাজ করছে। আশা করছি সব ঠিক থাকলে চলতি মাসেই শেষের দিকেই ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দিতে পারবো।
এদিকে প্রতিবছরের নভেম্বরে একটি করে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের যে ধারাবাহিকতা, এ বছরও সেটি বজায় রাখা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
পিএসসির একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা বলেন, বিসিএসের নিয়োগ বিধিমালায় আছে, যে মাসে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেই মাসের ১ তারিখ থেকে বয়স গণনা করা হবে। পিএসসির ইচ্ছা ছিল আগামী বছরের প্রথম দিনে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা। কিন্তু সেটি বিধিমালায় পড়ে না। তাই বিদ্যমান বিধিমালা অনুসারে এ বছরের নভেম্বরের ৩০ তারিখ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বয়স গণনা করা হবে ১ নভেম্বর থেকে।
গত ৪৩, ৪৪ ও ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি নভেম্বরে প্রকাশ করেছিল পিএসসি। সবচেয়ে কম সময়ে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে রেকর্ড করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। এরপর দ্রুত ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে পিএসসি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি
বিভাগ সংস্কারে আন্দোলনে ইবি শিক্ষার্থীরা
কালের কণ্ঠ বিতর্ক: যা বললেন শিবির সেক্রেটারি
জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল: তাহসান খান
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়
আখাউড়ায় আসার পর কাপলিং ভাঙ্গলো উপকুল এক্সপ্রেসের
‘কালের কণ্ঠের ভূমিকা নিয়ে অবগত ছিলাম না’, ফাতেমার দুঃখ প্রকাশ
পুতুলকে দৌড়ের উপর রেখে ভারতকে কী বার্তা দিতে বললেন পিনাকী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে