কুষ্টিয়ায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি, নভেম্বরেই ১২ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ০৫:১৪ পিএম
মৌসুমের শেষে এসে কুষ্টিয়ায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এ বছরে যে ২৪ জনের মৃত্যু হয়েছে, তার অর্ধেকই মারা গেছেন চলতি নভেম্বর মাসে। আর দু’ একদিনের মধ্যেই জেলায় রোগীর সংখ্যা ৪ হাজার ছুঁয়ে ফেলবে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম বলেছেন, এই মুহূর্তে জেলায় ১৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৮০ জন রোগী। গত জুন মাসে প্রথম ডেঙ্গু রোগী পাওয়া যায় এই হাসপাতালে। ২৪ নভেম্বর পর্যন্ত জেলায় ৩ হাজার ৯২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হয় গত জুলাই মাসে। সে মাসে এবং পরবর্তী মাসে একজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়। পরে সেপ্টেম্বরে ৬ এবং অক্টোবরে ৪ জনের মৃত্যু হয়। কিন্তু এই নভেম্বর মাসে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।
ডা. মো. রফিকুল ইসলাম বলেন, যেসব রোগীর পরিস্থিতি খারাপ হওয়ার পর দেরীতে হাসপাতালে আসছে, ক্রিটিক্যাল পরিস্থিতিতে পড়ে মাথায় রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হচ্ছে। তিনি বলেন, প্রথমবারের চেয়ে দ্বিতীয় ও তৃতীয় দফায় ডেঙ্গু আক্রান্ত হলে মৃত্যুহার বেড়ে যায়। আর এখন এমন রোগী আসছে বেশি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, প্রথমে হাসপাতালের জরুরি বিভাগের পাশে ২০ বেডের একটি ইউনিট করা হয়েছিল ডেঙ্গু রোগীদের জন্য। এখন সেখানে জায়গা না হওয়ায় আরও দুটি কক্ষ যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে সচেতনতা বাড়াতে হবে, মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশারি ছাড়া দিনের বেলা না ঘুমানোর পরামর্শ দেন ডাক্তার তাপস এবং জ্বর আসলে ডাক্তারের কাছে আসতে বলেন।
এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মশা নিধনে কুষ্টিয়া পৌরসভা বা স্থানীয় প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন কুষ্টিয়ার মানুষ। পৌরসভার পাশের বাসিন্দা আব্দুল মতিন বলেন, দিনের বেলাতেও রাস্তায় দাঁড়ানো যায় না। মনে হচ্ছে এই পৌর এলাকায় যেন মশার চাষ হচ্ছে।
এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আমরা খুবই তৎপর ২১টি ওয়ার্ডে ২টি করে স্প্রে মেশিন দিয়ে প্রতিদিন বিষ প্রয়োগ করা হচ্ছে। কাজ করছে পাঁচটি ফগার মেশিন। তারপরও মশা নিধনে পৌর নাগরিকদের পরামর্শ চেয়েছেন তিনি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেছেন, সপ্তাহব্যাপী আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। এতে স্টুডেন্ট, রোভার স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের মানুষকে যুক্ত করেছি। পৌরসভাকে চিঠি দিয়েছি। মাসিক উন্নয়ন সভায় মৌখিকভাবেও বলা হয়েছে। কিছু পয়েন্টে পরিচ্ছন্নতার ওপর জোর দিতেও বলা হয়েছে, ড্রেনগুলোতে ব্লিচিং পাউডার ছিটাতে বলা হয়েছে।
তিনি বলেন, সবাই এগিয়ে না আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যার যার এলাকা আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদারীপুরের কালকিনিতে মটরসাইকেলের ধাক্কায় কিশোর নিহত
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার কমিটি গঠন
জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে : ড. বিধান রঞ্জন
মুকসুদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিএনপির দু গ্রুপের সভা হয়নি গোটা উপজেলার পরিবেশ শান্ত
সংস্কারের ৩১দফায় তারেক রহমান শিক্ষকদের অধিক গুরুত্ব দিয়েছেন - ডা. মাজহার
৪৩তম বিসিএসের ২৬৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম জয়ন্ত ও মধুমেলা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা
পাকিস্তানের সামরিক আদালতের বিচারকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
রেকর্ড ও পরিসংখ্যানের আয়নায় তামিম
আমরা বিগত ১৮ বছর আওয়ামী জাহেলিয়াতের যুগ পার করেছি- মাওলানা এ টি এম মা’ছুম
টঙ্গীতে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ
দোয়ারাবাজারে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ক্যাম্পাস সমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখতে হবে: প্রফেসর ড. মাছুমা
নানা আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো শহীদ নূর আলী কলেজ
ঈশ্বরগঞ্জে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা
ডনবাসের তিনটি এলাকা মুক্ত করেছে রাশিয়া
মার্চের মধ্যে সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে: পরিবহন উপদেষ্টা
খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠ কর্মশালা
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরে যুব সমাবেশ