না.গঞ্জে বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে
২৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম
সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ, ফতুল্লা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিবন্ধকতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ ও আড়াইহাজারে পুলিশ হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে বিএনপি কেন্দ্রিয় নেতাসহ জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জেলার বিভিন্ন থানা গুলোতে। মামলা হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ অনেকটা বিএনপিশূন্য। গ্রেপ্তার এড়াতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মৎস্যজীবী দলের প্রায় সব নেতাই গা ঢাকা দিয়েছেন। ২৮ অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশ হওয়ার পর থেকে পুলিশি অভিযানের মুখে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে নতুন নতুন মামলায় গ্রেপ্তার হয়েছেন। বাকিরা আত্মগোপনে রয়েছেন।
বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ, কারাবন্দী অবস্থা থেকে নির্বাহী আদেশে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভারপ্রাপ্ত চেয়ারর্পাসন তারেক রহমান দেড় দশক ধরে যুক্তরাজ্যে, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। মহাসচিব মির্জা ফখরুলসহ ইতিমধ্যে ২০ জন কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। নারায়ণগঞ্জে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতারা আত্মগোপনে, মহানগরের আহ্বায়ক আত্মগোপনে থাকলেও দলকে মাতিয়ে রাখা সদস্য সচিব পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ দুই পদের (সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্যসচিব) নেতার সংখ্যা খুবই স্বল্প। বিএনপি ও তিন অঙ্গ-সহযোগী সংগঠনসহ যুগপৎ শরিক দলের শীর্ষ পদে থাকা ৫শ’ ১৪জন নেতা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অনেক নেতা আত্মগোপনে আছে, তবে এদের মধ্যে কাউকে মাঝেমধ্যে দেখা যাচ্ছে, তবে সবাই বাসায় কম থাকেন বলে সূত্রগুলো জানিয়েছে। তবে মাঝে মাঝে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের জটিকা মিছিলে দেখা মিলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ি, গত ২৮ অক্টোবর থেকে বিএনপির টানা হরতাল-অবরোধ চলাকালে সহিংসতার ঘটনায়, নারায়ণগঞ্জের ৭টি থানায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপি ও যুগপৎ শরিক দলের ৫১৪জন নেতাকর্মী।
নির্দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে টানা এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল বিএনপি। কিন্তু ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও সহিংস ঘটনার পর দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেও টানা কেন্দ্র ঘোষিত কয়েকটি কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। কর্মসূচি পালনে আড়াইহাজার পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে সংর্ঘষ তৈরী হয়, মহাসড়তে বেশ কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর সোনারগাঁ, বন্দর, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও নারায়ণগঞ্জ সদর থানা এলাকা গুলোও বিএনপির বিরুদ্ধে নাশকতার অভিযোগ উঠে। এসব ঘটনায় কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর পর থেকে নেতা-কর্মীরা আত্মগোপনে থেকেই সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছেন। এসব কর্মসূচি ঘিরে যানবাহনে আগুন, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু