সিংগাইরে ডাকাত গ্রেফতার, ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র-সস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার
২৯ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতি হওয়া লুন্ঠিত মালামাল ও ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র-সস্ত্রসহ ৮ জন ডাকাত ও লুন্ঠিত মালামাল হেফাজতে রাখায় আরো ২জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। বুধবার(২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-ঢাকা জেলার ধামরাই থানার চৌঠাইল দক্ষিনপাড়া গ্রামের মৃত.হেলাল ওরফে ইলা মিয়ার ছেলে সেলিম মিয়া ওরফে সলিম খান(৪৮) ও খলিল মিয়া(৪০),সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের নুরুল হকের ছেলে মালেক(২৬) ও আলেক হোসেন(২১),উত্তর জামশা গ্রামের শাজাদৎ হোসেনের মেয়ে সুমা আক্তার ওরফে সুমী(২৫),চর দূর্গাপুর গ্রামের মৃত.ইউনুছ মিয়ার ছেলে শামসুল ইসলাম(২৮),পূর্বভাকুম গ্রামের মৃত.পরান ফকিরের ছেলে সুমন ফকির(২৫),কহিলাতলী গ্রামের মৃত.ফজল শেখের ছেলে মোক্তার হোসেন(৩৩),চরদূর্গাপুর গ্রামের রজ্জব আলীর ছেলে সজিব মিয়া(২২) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার চর দৌলতপুর গ্রামের মৃত.মোজাহার মোল্লার ছেলে আয়ূব ওরফে আয়ূব মোল্লা(৩৪)
প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত ৩ টার দিকে অজ্ঞাতনাম ৯-১০ জন ডাকাত উপজেলা ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানা এর বসতবাড়ির একতলা বিল্ডিংয়ের পিছনের (উত্তরপাশের) ওয়ালে বাঁশের মই দিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে চিলেকোঠার দরজা কৌশলে খুলিয়া বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। পরে কাঠের মূল দরজা ভাঙ্গিয়া রুমে প্রবেশ করে প্রবাসী জুয়েল রানার স্ত্রী মনি বেগম, ভাই সোহেল রানা, মা জাহানারা বেগম, ভাগিনী আশা মনি-দেরকে ধারালো রাম দা, লোহার শাবল, লোহা কাটার ও লোহার রড ইত্যাদি দিয়া মারপিট করিয়া গরুতর জখমসহ ভয়-ভীতি প্রদর্শন করে ৩৩ ভরি, ১৪ আনা ওজনের স্বর্ণালংকার, ২০ ভরি ওজনের ০৭ জোড়া রূপার নূপুর, নগদ টাকা, সৌদি রিয়াল, মোবাইল ফোন ও টিভি, সর্বমোট মূল্য অনুমান ৩৫,১৮,৫০ (পঁয়ত্রিশ লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকার মালামাল লুন্ঠন করে। বাড়ির লোকজনের ফোন পেয়ে প্রতিবেশী ফারুক এগিয়ে আসলে বিল্ডিংয়ের বাহিরে থাকা অজ্ঞাতনামা ৩-৪ জন ডাকাতদের মধ্যে হইতে একজন অজ্ঞাতনামা ডাকাত ধারালো রাম দা দিয়া তাকে এলোপাথারী কোপাইয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। মালামাল লুন্ঠন শেষে ডাকাতরা বাড়ী হইতে বের হয়ে তিন রাস্তার মোড়ে গিয়ে একেক জন একেক রাস্তা দিয়া দৌড়াইয়া পালাইয়া যায়। এ ঘটনায় প্রবাসী জুয়েল রানার স্ত্রী মনি বেগম বাদী হয়ে সিংগাইর থানায় অজ্ঞাতনামা ৯-১০ জন ডাকাত-দের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব এবং সিংগাইর সার্কেলেরর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান এর দিক নির্দেশনায় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলামের সার্বিক সহযোগীতায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) মানবেন্দ্র বালো সঙ্গীয় এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই মনোহর আলী,কন্সটেবল রমজান আলীসহ অন্যান্য অফিসার ও ফোর্সদের সমন্বয়ে গঠিত চৌকশ অভিযানিক টিম উক্ত ক্লু-লেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার সহ বিশ্বস্ত সোর্স নিয়োগ করে অক্লান্ত পরিশ্রম করতে থাকেন। সকল অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় মামলা রুজুর ৩ দিনের মধ্যেই অভিযানিক টিম সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়নে অভিযান পরিচালনা করিয়া ২৪ নভেম্বর এই ক্লুলেস ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সেলিম মিয়া ওরফে সলিম খানকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশ রিমান্ডের তাহার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি মামলার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় অন্যান্য সদস্যদের গ্রেফতারপূর্বক লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম আরো জানান, অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের লক্ষ্যে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত ডাকাত সেলিম মিয়া @ সলিম খান, খলিল মিয়া, সামসুল ইসলাম, মোক্তার হোসেন, সজিব মিয়া-দের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হলুদ রঙে সেজেছে ক্ষেত
গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুল ছাত্র নিহত
অধিনায়কত্ব উপভোগ করছেন সোহান
ইসরায়েলের দখলকৃত সিরিয়ায় সাংবাদিক ও আইনজীবী নির্যাতনের অভিযোগ
উত্তরা থানা থেকে পালানো সাবেক ওসিকে ধরতে চলছে যৌথ অভিযান
মাস্কের সঙ্গে জার্মান ফার-রাইট নেত্রীর ৭৪ মিনিটের লাইভ চ্যাটে সাক্ষাৎকার
তারাকান্দায় হ্যান্ডট্রলী, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে ধরা খাবে
ভাইরাল পোস্টের প্রচেষ্টায় নিখোঁজ চীনা অভিনেতা উদ্ধার
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !
মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড