রাজবাড়ীতে অরক্ষিত রেল ক্রসিংয়ে এক বছরে ট্রেনে কাটা পড়ে ১২ জনের মৃত্যু
০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
নজরুল ইসলাম, ॥
রাজবাড়ীকে বলা হয় রেলের শহর। বিট্রিশ আমলে স্থাপিত রেলপথ রয়েছে জেলার ৫টি উপজেলার ওপর দিয়ে। প্রতিটি লাইন দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, বেনাপোল, টুঙ্গিপাড়াসহ নিয়মিত চলাচল করছে বেশ কিছু ট্রেন। এদিকে জেলার এসব রেলপথের ওপর দিয়ে রয়েছে ৫৭টি বৈধ ও অবৈধ রেলক্রসিং (সড়ক পথ)। যার বেশির ভাগ রেলক্রসিং অরক্ষিত হওয়ায় সামান্য অসাবধানতাসহ নানা কারণে ঘটছে ছোট বড় দূর্ঘটনা। চলতি বছর রাজবাড়ীর বিভিন্নস্থানে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে ১২জন নারী-পুরুষ। সর্বশেষ ৪ ডিসেম্বর কালুখালীর সূর্য্যদিয়ায় ট্রেন ও ব্যাটারি চালিত ভ্যানের সংর্ঘষে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়। দূর্ঘটনারোধে প্রতিটি রেলক্রসিংয়ে বেড়িয়ার অথবা গেইটম্যানের দাবি স্থানীয়দের।
রাজবাড়ী একটি ব্যাস্ততম রেলরুট এলাকা। রাজবাড়ীর ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা টু ঢাকা ও বেনাপোল টু ঢাকা টেন চলাচল করে। এছারা রাজবাড়ী হতে ট্রেনে কুষ্টিয়া, পোরাদাহ, রাজশাহী, খুলনা, টুঙ্গীপাড়া, ভাটিয়াপাড়া, ফরিদপুর, ভাঙ্গা, গোয়ালন্দ ঘাটসহ বিভিন্নস্থানে যাতায়াত করা যায়। ট্রেনে যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ায় দিন দিন বাড়ছে এসব রুটে যাত্রীদের সংখ্যা। কিন্তু সে তুলনায় এখনও রেলরুটে রয়ে গেছে অরক্ষিত রেলক্রসিং। যার কারণে মাঝে মধ্যেই ঘটছে দূর্ঘটনা।
রাজবাড়ী রেলওয়ের সহকারী প্রকৌশলী ও রেলওয়ে থানা সুত্রে জানাগেছে, রাজবাড়ী জেলা অংশের রেলপথে বিভিন্নস্থানে বৈধ ও অবৈধ মিলে মোট ৫৭টি রেলক্রসিং রয়েছে। যার মধ্যে বৈধ ৪৩টি। এরমধ্যে গুরত্বপূর্ণ ২১টিতে বেড়িয়ার ও গেইটম্যান রয়েছে এবং একটু কম গুরুত্বপূর্ণ ২২টিতে কোন বেড়িয়ার বা গেইটম্যান নাই। এছাড়া অবৈধ ১৪টি রেলক্রসিং সম্পূর্ণ অরক্ষিত। যে গুলো স্থানীয়রা তাদের সুবিধার্থে জোরপূর্বক তৈরি করেছে।
চলিত বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজবাড়ীর বিভিন্নস্থানে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে মোট ১২ জন। এরমধ্যে নারী ৪ জন ও পুরুষ ৮ জন।
পাংশা কুড়াপাড়ার আরিফুল ইসলাম, সামছুল আলম, শহিদুল ইসলাম ও মেহেদী হাসান বলেন, গত প্রায় এক বছরের মধ্যে পাংশার কুড়াপাড়া রেলক্রসিং এলাকায় ৩টি দূর্ঘটনা ঘটেছে। এতে দ্ইুজন ভ্যান ও একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এই স্থানে কোন গেইটম্যান বা বেড়িয়ার নাই, সম্পূর্ণই অরক্ষিত। পাংশা থেকে রাজবাড়ী পর্যন্ত এরকম অনেক অরক্ষিত রেলক্রসিং রয়েছে। ফলে এসবস্থানে বেড়িয়ার বা গেইটম্যান জরুরী।
তারা আরও বলেন, এখনও বেশির ভাগ মানুষ ট্রেনের সময়সুচি জানে না, যার কারণেও দূর্ঘটনা ঘটে। আর এখন ট্রেন গুলোতো খুব দ্রুত যায়, অনেক সময় বোঝা যায় না। তারপর আবার কারণ রাস্তার দুই পাশে থাকে গাছগাছলি। যে কারণে ট্রেন আসলে বোঝা যায় না। দূর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রতিটি অরক্ষিত রেলক্রসিং বেড়িয়ার বা গেইটম্যান নিয়োগ করা খুবই জরুরী। পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী, যানবাহনের চালকসহ সবাইকে সচেতন হতে হবে।
কালুখালীর মকিম মন্ডল ও বারেক মৃধা বলেন, কালুখালী জংশন স্টেশনের আগে রতনদিয়া বাজার, ইউনিয়ন পরিষদ হাসপাতাল, স্কুলসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। কিন্তু এই হাসপাতাল গেইটে রেলক্রসিংয়ে কোন গেইটম্যান বা বেড়িয়ার নাই। যারা এখান দিয়ে পারাপার হয়, তারা নিজ দ্বায়িত্বে পারাপার হন এবং তারা সতর্ক করে দেন। এই গুরুত্বপূর্ণ স্থানে গেইটসহ লোক নিয়োগ প্রয়োজন।
ভ্যান চালক তালেব ও সুকুমার বিশ্বাস বলেন, তাদের খুব সমস্যা হয়। নিজ দ্বায়িত্বে তাদের রেলক্রসিং পারাপার হতে হয়। একপাশ থেকে ট্রেন আসলে বোঝার উপায় থাকে না। আর ট্রেন দ্রুত গতিতে থাকে, তাতে একবার রেললাইনে উঠলে আর কিছু করার থাকে না। যদি এসব ক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা করা হয়, তাহলে তারা দূর্ঘটনা থেকে রক্ষা পাবে।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ওসি সোমনাথ বসু বলেন, রাজবাড়ী একটি ব্যাস্ততম রেলরুট। এখান থেকে ঢাকা, রাজশাহী, খুলনা, গোপালগঞ্জসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল করে এবং মাঝে মধ্যেই ট্রেনে কাটা পড়ে অনেকেই মারা যাচ্ছে। ট্রেনে কাটা পড়ে কেউ যেন মারা না যায়, সে জন্য সচেতনতামূলক কার্যক্রম করে থাকেন।
বাংলাদেশ রেলওয়ে পাকশীর সহকারী পরিবহন কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, দীর্ঘ দিন ধরে তারা অবৈধ রেলক্রসিং বন্ধ করে আসছেন এবং ধাপে ধাপে অনেক গুলোও বন্ধও করেছেন। অন্যান্য অবৈধ রেলক্রসিং বন্ধের চেষ্টা অব্যাহত আছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ
মাগুরার শ্রীপুরে জোড়া শিশুর জন্ম
রিক্সা ভ্যানে চলন্ত ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত ৩
পদ্মা নদীর ভয়ঙ্কর আগ্রাসনে হুমকির মুখে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
সাংবাদিক আনিসুর রহমানের মৃত্যু
নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়
রাশিয়ার উপর আজারবাইজানের বিমান ভূপাতিতের অভিযোগ : যুক্তরাষ্ট্রের ইঙ্গিত
ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান