নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়
২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পিএম
১৭৩ রানের লক্ষ্যে ১৩ ওভারেই স্কোরবোর্ডে রান বিনা উইকেটে ১২০। শেষ ১৮ বলেও হাতে ৭ উইকেট নিয়ে দরকার ছিল কেবল ২৯ রান। টি-টোয়েন্টির যুগে সমীকরণটা কঠিন নয় নিশ্চয়। সেই ম্যাচও জিততে পারল না শ্রীলঙ্কা। চার বলে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন জ্যাকব ডাফি। শেষ দিকে দ্যুতি ছড়ালেন ম্যাট হেনরি। সফরকারী দলটিকে চমকে দিয়ে অবিশ্বাস্য জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গুনুইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার লঙ্কানদের ৮ রানে হারিয়েছে কিউইরা। তাদের করা ৮ উইকেটে ১৭২ রানের জবাবে ৮ উইকেটে ১৬৪ রানে আটকে যায় শ্রীলঙ।কার ইনিংস।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল।
ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ডাফি। এই পেসার ৪ ওভারে ২১ রান দিয়ে পান ৩ উইকেট। ১৯তম ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া হেনরির বোলিং বিশ্লেষণ, ৪-০-২৮-২। জ্যাকরি ফুকস ৪১ রান দিয়ে ধরেন দুই শিকার।
ব্যাট হাতেও নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না। দশম ওভারে ৬৫ রানে তারা হারিয়ে বসে পঞ্চম উইকেট। এরপর রেকর্ড জুটি গড়েন ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েল। মিচেল করেন ৪২ বলে ৬২ রান। ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে ৩৩ বলে চারটি করে ছক্কা-চারে ৫৯ রান করেন ব্রেসওয়েল।
দুজনের ৬০ বলে ১০৫ রানের জুটি ষষ্ঠ উইকেটে নিজেদের সর্বোচ্চ। তারা ছাড়িয়ে যান ব্রেন্ডন ম্যাককালাম ও লুক রনকির ৮৫ রানের আগের জুটি।
শ্রীলঙ্কার তিন বোলার নেন ২টি করে উইকেট।
জবাবে ১৩.১ ওভার শেষেও ইএসপিএনক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা ছিল ৯৮.১৩ শতাংশ। জ্যাকোব ডাফির এক ওভারেই সবকিছু অনেকটা পাল্টে যায়। ওভারের তৃতীয় বলে কট-বিহাইন্ড হন কুসল মেন্ডিস, ৩৬ বলে ৪৬ রান করে। এক বল পর রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন কুসল পেরেরা। পরের বলে একই পথ ধরেন কামিন্দু মেন্ডিসও। তিনটি ক্যাচই পিছন থেকে নেন মিচেল হেই।
তখনও উইকেটে ছিলেন পাথুম নিশাঙ্কা। ১২ বলে যখন ২০ রানের দরকার তখন ম্যাট হেনরির প্রথম বলে রান নিতে পারেননি। পরের বলে কাভারে ধরা পড়েন ৬০ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ৭ চার ও ৩ ছক্কায় গড়া তার ইনিংসটি দিন শেষে কেবল হতাশাই উপহার দিয়েছে।
দুই ওপেনার ছাড়া বাকি আট ব্যাটারের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ৮ রান ভানুকা রাজাপাকশের।
যে ম্যাচের নায়ক হতে পারতেন নিশাঙ্কা, সেখা নিউজিল্যান্ডের অবিশ্বাস্য এই জেয়র নায়ক ডাফিই।
একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৮ (রবিনসন ১১, রাভিন্দ্রা ৮, চ্যাপম্যান ১৫, ফিলিপিস ৮, মিচেল ৬২, হে ০, ব্রেসওয়েল, স্যান্টনার ১*, ফুকস ১; তুষারা ৪-০-২৮-০, বিনুরা ৪-০-২২-২, থিকশানা ৪-০-২৯-২, পাথিরানা ৪-০-৬০-১, হাসারাঙ্গা ৪-০-৩৩-২)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৪/৮ (নিসাঙ্কা ৯০, মেন্ডিস ৪৬, পেরেরা ০, কামিন্দু ০, আসালাঙ্কা ৩, রাজাপাকসা ৮, হাসারাঙ্গা ৫, থিকশানা ১, বিনুরা ৪*, পাথিরানা ০*; হেনরি ৪-০-২৮-১, ডাফি ৪-০-২১-৩, ফুকস ৪-০-৪১-২, স্যান্টনার ৪-০-২৬-০, ব্রেসওয়েল ৩-০-৩০-০, রাভিন্দ্রা ১-০-১৪-০)
ফল: নিউজিল্যান্ড ৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জ্যাকব ডাফি
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা