বরিশাল অঞ্চলে আমন আবাদ লক্ষ্য অতিক্রম করলেও ৬৫ ভাগ ধানের বেশীর ভাগই মাটিতে লুটিয়ে
১২ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ এএম | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ এএম
একের পর এক প্রাকৃতিক দূর্যোগে বরিশাল কৃষি অঞ্চলে প্রধান দানাদার খাদ্য ফসল আমনের ক্ষতিতে কৃষকের দুশ্চিন্তার মাত্রা ক্রমশ বাড়ছে। সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের ১১ জেলায় ৮ লাখ ৬০ হাজার হেক্টর আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রায় ৮ লাখ ৮২ হাজার হেক্টরে আমন আবাদ হলেও পর পর ৩টি ঘূর্ণিঝড়ে উৎপাদন বিপর্যয়ের কথা স্বীকার করে লক্ষ্য অর্জন নিয়ে যথেষ্ঠ সংশয় প্রকাশ করেছেন কৃষিযোদ্ধাদের মত ডিএই’র দায়িত্বশীল মহলেও।
অপরদিকে ঘূর্নিঝড় ‘মিগজাউম’ দূর্বল হয়ে মিলিয়ে যাবার পরে অগ্রহায়নেই তাপমাত্রার পারদ ক্রমশ নামতে শুরু করায় বোরো বীজতলা নিয়েও দুঃশ্চিন্তা বাড়ছে। গত এক সপ্তাহে বরিশাল তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেয়ে সোমবার ১৪ ডিগ্রীর কাছে পীঠে ঘোরাফেরা করছিল। তবে তাপমাত্রার এ অবস্থার চেয়েও উত্তর-পশ্চিমের কণকণে হাওয়া জনজীবনে বিপর্যয় সৃষ্টি করছে। এমনকি অনেক বেলা বাড়ার আগে কৃষক ও কৃষি শ্রমিকরা ধান কাটতে আমনের পানি ভরা জমিতে নামতেও পারছেন না। সাথে শেষরাত থেকে মাঝারী কুয়াশা বোরো বীজতলার ঝুকি বৃদ্ধি করছে। বরিশাল অঞ্চলের ১১ জেলায় লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ ভাগ জমিতে ইতোমধ্যে বোরো বীজতলা তৈরী হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, এ অঞ্চলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত আবাদ হলেও প্রায় ৫০ ভাগ ধানই মাটিতে লুটিয়ে পরায় উৎপাদন লক্ষ্য অর্জনই দুরুহ হয়ে পরতে পারে। সদ্য সমাপ্ত খরিপ-২ মৌসুমে দেশে ৫৯.৯০ লাখ হেক্টরে আমন আবাদের মাধ্যমে ১ কোটি ৭২ লাখ টন চাল পাবার লক্ষ্য স্থির করে কৃষি মন্ত্রণালয়। কিন্তু আবাদ লক্ষ্য অতিক্রম করলেও একের পর এক প্রকৃতিক দূর্যোগে উৎপাদন কোন পর্যায়ে পৌঁছবে সে হিসেব নিশ্চিত হবে বরিশাল অঞ্চলের পুরো আমন ঘরে তোলার পরে।
গত ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ‘হামুন’এর মাঝারি বর্ষণে আমনের কোন ক্ষতি না হলেও আগাম সবজি আবাদ পিছিয়ে যায়। কিন্তু গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘মিধিলি’ প্রায় ৭৫ কিলোমিটার বেগের ঝড় নিয়ে বরিশাল উপকূলে আছড়ে পড়ায় আমনের যথেষ্ঠ ক্ষতি হয়েছে। ঐ ঝড়ের প্রভাবে মাত্র ১২ ঘন্টায় বরিশালে ২শ’ মিলি বৃষ্টি হয়েছিল। এর ২২ দিনের মাথায় চলতি মাসের প্রথম সপ্তাহে আরেক ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আমাদের দক্ষিণ উপকূল থেকে সাড়ে ১২শ’ কিলোমিটার দূরে উপকূলে আঘাত হানলেও তার প্রভাবে টানা ৫ দিনের মেঘলা আবহাওয়ার সাথে অগ্রহায়নের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমনের আগের ক্ষতিকে আরো তড়ান্বিত করেছে বলে মাঠ পর্যায়ের কৃষিবিদগণ জানিয়েছেন।
সোমবার পর্যন্ত বরিশাল অঞ্চলের ১১ জেলার মধ্যে ৫ জেলায় আবাদকৃত ১ লাখ ৮০ হাজার হেক্টর আমনের প্রায় ৯৫ ভাগ ধান কর্তন হলেও অবশিষ্ট ৬ জেলায় যে ৭ লাখ ২ হাজার হেক্টরে আবাদ হয়েছে, সেখানের মাত্র ৩৫ ভাগ ধান কর্তন সম্ভব হয়েছে। মাঠে থাকা অবশিষ্ট ৬৫ ভাগ ধানের অন্তত ৮০ ভাগই মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে এসব ধানের উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হবার আশংকার কথা বলেছেন কৃষক সহ কৃষিবিদগণ।
এমনকি পর পর ৩টি ঘূর্ণিঝড়ের কারণে বরিশাল অঞ্চলে আগাম শীতকালীন সবজির প্রায় পুরোটাই ক্ষতিগ্রস্থ হবার সাথে সবজি সহ অন্যান্য রবি ফসলের আবাদ যথেষ্ঠ পিছিয়ে গেছে। ফলে এবার বরিশাল অঞ্চলের কৃষকরা আমনের ক্ষতি পুষিয়ে নিতে রবি ফসল আবাদের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়ার সম্ভবনাও ক্রমশ ক্ষীন হয়ে আসছে।
এসব ব্যাপারে ডিএই’র বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানান, আমরা রবি মৌসুমে ১ লাখ ৭০ হাজার কৃষককে সার, বীজ সহ বিভিন্ন ধরনের প্রনোদনা দেবো। সেখানে আমনের ক্ষতিগ্রস্থ কৃষকদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি।
তবে সরেজমিনে ঘুরে মাঠ পর্যায়ের একাধিক কৃষিবিদ পর পর ৩টি ঘূর্ণিঝড় এবার বরিশাল অঞ্চলের কৃষি অর্থনীতিকে যথেষ্ঠ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে আশংকা প্রকাশ করেছেন। এর পরেও চলতি রবি মৌসুমে বোরো এবং গমের আবাদ লক্ষ্য অর্জিত হলে ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিবিদগন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
চার হাজার কোটি টাকা আত্মসাত অনুসন্ধানে দুদক
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৫
রাজধানীর সাইনবোর্ডে এলাকায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
৭ মাসেও মালয়েশিয়াগামী কর্মীরা টাকা-পাসপোর্ট ফেরত পায়নি
জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার দাবিতে জাবি শিক্ষার্থীর আমরণ অনশন
উচ্চ স্বরে হইচই করায় সারদা পুলিশ একাডেমির ৮ এসআইকে তলব
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু
তারেক রহমানের ৩১ দফায় শিক্ষকদের সুখবর আছে -ডা. মাজহার
মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশিকায় ট্রান্সজেন্ডার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত
জাবিতে শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর মাফরুহী সম্পাদক প্রফেসর বোরহান
নগরবাসীকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়
মতলবে নুরুল হুদা স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে ওমর সানি
ফুলবাড়িয়ায় ২ দুই কর্মকর্তাকে বরখাস্ত ও ঠিকাদারে লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গুরুদাসপুরে অবৈধ ৯টি ইট ভাটায় ২৮ লাখ টাকা জরিমানা
না ফেরার দেশে জুলিয়েট, স্তব্ধ হলিউড
বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্ত্রী মারা গেছেন
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন
কেরানীগঞ্জে আটিবাজারে জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের, অবরোধ অব্যাহত
নগরবাসিকে পানিতে কষ্ট দিতে সরকারবিরোধী চক্র সক্রিয়