ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
উন্নয়ন বনাম ‘ভূমিখেকোদের’ লড়াই

নির্বাচনী লড়াই যেন এই শীতেও উষ্ণতা ছড়িয়েছে নারায়ণগঞ্জ—১ আসনের ভোটের মাঠে

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

 

 

 শৈত্যপ্রবাহে কাঁপছে গোটা দেশ। তবে নির্বাচনী লড়াই যেন এই শীতেও উষ্ণতা ছড়িয়েছে নারায়ণগঞ্জ—১ আসনের ভোটের মাঠে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে ভোটের লড়াইয়ে জিতবে কে, তা নিয়ে আলোচনা চলছে রূপগঞ্জ তথা গোটা জেলাজুড়ে।

বোদ্ধা মহল বলছেন, এবারের নির্বাচনে উন্নয়নের স্বপক্ষে সকলে একাট্টা হয়ে নৌকায় ভিড়লেও একটি প্রভাবশালী ভূমিদস্যু মহল রূপগঞ্জের মাটি গিলতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই মহলটি পেছনে থেকে তৃণমূল বিএনপি এবং কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর পৃষ্ঠপোষক হয়ে কাজ করছেন। ফলে রূপগঞ্জে উন্নয়ন বনাম ভূমিখেকোদের লড়াই চলছে বলে জোরালো গুঞ্জন উঠেছে স্থানীয় ভোটারদের মাঝে। তারা বলছেন, রূপগঞ্জের ভূমিরক্ষার জন্যে নৌকার বিকল্প নেই। ফলে ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে রূপগঞ্জকে রক্ষার প্রতিশ্রম্নতি দিয়ে নৌকার প্রার্থীর পাশে দাঁড়াচ্ছেন তারা।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিভিন্ন দল এবং স্বতন্ত্র মিলিয়ে মোট ৯জন প্রার্থী থাকলেও আসনটিতে সবচেয়ে হেভিওয়েট এবং সম্ভাবনাময় প্রার্থী ধরা হচ্ছে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। যদিও নানা ভাবে নিজেদের আলোচনায় আনার কসরত করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভঁূইয়া। তবে, স্থানীয়দের কাছে তারা উভয়েই একটি ভূমিদস্যু মহলের ‘পুতুল’ প্রার্থী হিসেবে পরিচিতি পাওয়ায় ভোটের মাঠে তাদের খঁুটি নড়বড়ে হয়ে উঠেছে বলে মনে করছেন সচেতন মহল।

তথ্য বলছে, পূর্বাচল সহ ঢাকার নিকটবর্তী এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে দেশের একটি প্রভাবশালী মহলের নজর পড়েছে রূপগঞ্জে। ওই মহলটি ইতিমধ্যেই রূপগঞ্জের একাংশের ফসলি জমি আত্মসাৎ করেছে, যা স্থনীয়দের কাছে অজানা নয়। গুঞ্জন চলছে, ওই মহলটি এবার নদীর আরেকপাশে দৃষ্টি দিয়েছে। তহবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তবে ওই মহলটি গাজীকে সরাতে মহাপরিকল্পনার অংশ হিসেবে ভোটের মাঠে দুই প্রার্থী নামিয়েছেন।

সূত্রের দাবি, কেটলি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভঁূইয়া এবং তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের পেছনে ওই মহলটি অর্থায়ন করছেন। সম্প্রতি তাদের দু’জনেরই আলিশান দুই নতুন গাড়ী নিয়ে তোলপাড় শুরু হয়। নির্বাচনে নামায় তারা ওই মহল থেকে গাড়ী উপহার পেয়েছেন বলেও গুঞ্জন শোনা যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, তৈমূর কিংবা শাহ—জাহানের মধ্যে কেউ একজন এমপি হলে রূপগঞ্জের ভূমি তখন ওই মহলটির তালুবন্দি হবে। স্থানীয় ভোটাররাও এই বিষয়টি এখন পরিস্কার হয়ে গেছে। তাই শাহজাহান ভঁূইয়া কিংবা তৈমূর আলম খন্দকার যতই কসরত করুক না কেন, ভোটাররা নিজেদের রক্ষায় নৌকা তথা গোলাম দস্তগীর গাজীকেই বেছে নিবে।

জানা গেছে, রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার মানোন্নয়নে আমুল পরিবর্তন হয়েছে বিগত ১৫ বছরে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই উন্নয়নের সারথি হয়েছেন। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা তা অকপটেই স্বীকার করে থাকেন। এর মধ্যে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত এবং মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা আহাম্মদ উজ্জল রূপগঞ্জে এসে মন্ত্রী গাজীর করা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেছেন, মানুষ আবারও উন্নয়নের জন্য নৌকাকেই বেছে নিবেন।

এদিকে, মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গত মঙ্গলবার রূপগঞ্জের মুড়াপাড়া এবং কাঞ্চন এলাকায় গণসংযোগ এবং নির্বাচনি সভা করেন। উভয় সভাতেই দেখা গেছে সাধারণ মানুষের ঢল। বৃহৎ ওই দুই সভায় উৎফুল্ল হয়ে উঠেন নৌকার সমর্থিত নেতাকর্মর্ীরা। ওই সভায় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমাদের রূপগঞ্জে ভূমিদস্যুরা যাতে কোন ভূমি নিতে না পারে সেই কারণে নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে। মানুষ জানে যে, নৌকা আসলে তাদের ভূমির অধিকার ঠিক থাকবে। কিন্তু ভূমিদস্যুদের পুতুল প্রার্থীরা আসলে মানুষের ঘর—বাড়িও বেদখল হয়ে যাবে। তাই মানুষ ভূমিদস্যুদের প্রার্থীকে চায় না। নৌকার পক্ষে যেই গণজোয়ার তৈরী হয়েছে, এটাই তার প্রমাণ।’ এসময় উপস্থিত জনতারাও রূপগঞ্জ রক্ষা এবং উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তাসকিনের শিকার রোহিত

তাসকিনের শিকার রোহিত

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।

গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।

দেড়শর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

দেড়শর আগেই শেষ বাংলাদেশের ইনিংস

ঝিনাইদহে ৮ মামলায় পুলিশের ৪৩ কর্মকর্তা আসামী

ঝিনাইদহে ৮ মামলায় পুলিশের ৪৩ কর্মকর্তা আসামী

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ

গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট

গণপিটুনিকে নরমালাইজ করা নিয়ে অভিনেত্রী মেহজাবীনের পোস্ট

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি

হবিগঞ্জে ৫ সাংবাদিক নাশকতার মামলায় আসামি

ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ঢাবিতে বর্বরোচিত গণপিটুনিতে নিহত তোফাজ্জলের জানাজা শেষে পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২

তারাকান্দায় প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত-২

রাঙামাটিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

রাঙামাটিতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক সহ আটক-১

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক সহ আটক-১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেলেন ড. এস এম হাসান তালুকদার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ পেলেন ড. এস এম হাসান তালুকদার

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

২০ কোটি সহায়তা দিয়ে এখনও বিএনপির ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ

২০ কোটি সহায়তা দিয়ে এখনও বিএনপির ত্রাণ তহবিলে ৭ কোটি টাকা জমা রয়েছে : ডা. জাহিদ

বায়তুল মোকাররমে তুমুল হট্টোগোল-মারামারি (ভিডিওসহ)

বায়তুল মোকাররমে তুমুল হট্টোগোল-মারামারি (ভিডিওসহ)