ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

৮ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

ছবি: বিসিবি/ফেসবুক

ব্যাট হাতে ব্যর্থতার ধারা অব্যহত রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনে ৩ উইকেটের পর দ্বিতীয় সেশনে ৫ উইকেট হারানো দলের সামনে উঁকি দিচ্ছে ফলোঅনের ব্যাপারটি।

চেন্নাই টেস্টে দুই দলের খেলোয়াড়রা যখন চা বিরতির জন্য মাঠ ছাড়লেন, বাংলাদেশ তখন ৮ উইকেটে ১১২। ফলোঅন এড়াতে এখনও তরকার ৬৫ রান।

দ্বিতীয় সেশনে ২৭.৫ ওভারে ৮৬ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে দুটি উইকেটের পতন ঘটে সেশনের প্রথম চার ওভারের মধ্যেই। এরপর ফিফটি জুটি গড়েন লিটন ও সাকিব। দুজনেই আউট হন জাদেজাকে অহেতুক সুইপ করতে গিয়ে। এরপর বুমরার দারুণ ডেলিভারিতে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হাসান মাহমুদ (২২ বলে ৯)। আসে চা বিরতির ঘোষণা।

 ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

রবীন্দ্র জাদেজার টানা দুই ওভারে ফিরলেন লিটন ও সাকিব। আরও দুই উইকেট হারিয়ে চেন্নাই টেস্টে ফলোঅনের শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ।

৪০ রানে ৫ উইকেট হারানোর পর এই দুজনের ব্যাটের দিকেই তাঁকিয়ে ছিল দল। চাপ সামাল দেওয়ার অভিযানে বেশ খানিকটা পথ পাড়ি দেওয়ার পর হুট করেই বাজে শটে উইকেট দিয়ে এলেন লিটন।

জাদেজার অফ স্টাম্পের বাইরের বল সুইপ করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সীমানার অনেকটা ভেতরে দারুণ ক্যাচ নিলেন বদলি ফিল্ডার ধ্রুব জুরেল।

জাদেজার পরের ওভারে স্টাম্পের ওপর করা ডেলিভারি রিভার্স সুইপ খেলার চেষ্টায় বল সাকিবের ব্যাটে লেগে জুতায় পড়ে উঠে যায় ওপরে। সামনে এসে সহজ ক্যাচ নেন রিশাভ পান্ত।

৫ চারে ৬৪ বলে ৩২ রান করেন সাকিব। ৯২ রানে ৭ উইকেট হারিয়ে কঠিন মহাবিপদে বাংলাদেশ।

৩৪.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১১০ রান। ফলো-অন এড়াতে এখনও প্রয়োজন ৬৭ রান। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ (১০*) ও হাসান মাহমুদ (৯*)।

 

সাকিব-লিটনের ব্যাটে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা

লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দল তাঁকিয়ে ছিল নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দিকে। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই ১০ বলের ব্যবধানে দুজনেই ফিরলে ধ্বংসস্তূপে পড়ে বাংলাদেশের ইনিংস। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান। সাকিব-লিটন জুটি অবিচ্ছিন্ন ১৪.১ ওভারে ৪৮ রানে। লিটন ২০* ও সাকিব ৩১* রানে ব্যাট করছেন।

এর আগে এদিন হাতের চার উইকেটে ৩৭ রান যোগ করে নিজেদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে গুটিয়ে যায় ভারত।

মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত (৩০ বলে ২০)। একটু পরেই বুমরাহর সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের হাতে। ১৪ বলে ৮ রান করে ফেরেন মুশফিক। বাংলাদেশ পঞ্চম উইকেট হারায় ৪০ রানে।

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশের

ভারতকে চারশর আগে গুটিয়ে দেওয়ার স্বস্তি উবে যেতে বেশি সময় লাগল না বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদে সফরকারীরা।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। প্রথম ইনিংসে এখনও তারা ৩৫০ রানে পিছিয়ে। ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত (১৫*) ও মুশফিকুর রহিম ৪*।

ইনিংসে প্রথম ওভারেই সাদমান ইসলামকে (৬ বলে ২) হারায় বাংলাদেশ। খুব বাজেভাবে আউট হন এই ওপেনার। জাসপ্রিত বুমরাহর বল ছেড়ে দিয়ে হারান স্টাম্প।

এই ধাক্কা সামাল না দিতেই জোড়া আঘাত হানেন আকাশ দীপ। টানা দুই বলে জাকির হাসান ও মুমিনুল ঞকের স্টাম্প ছত্রভঙ্গ করে দেন এই পেসার। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাবধানী ব‍্যাটিংয়ে ঠেকিয়ে দেন আকাশের হ্যাটট্রিক।

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান।

 

দিনের শুরুতে ১১.২ ওভারে হাতের ৪ উইকেটে এদিন ৩৭ রান যোগ করতে পারে ভারত। তাদের ইনিংসে শেষ হয় ৩৭৬ রানে।

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

চেন্নাই টেস্টের প্রথম দিন ভারতীয় ইনিংসে ধ্বস নামিয়েছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিন শেষটাও টানলেন এই পেসার। টানা দ্বিতীয় ইনিংসে পেলেন ৫ উইকেট। তবে দ্বিতীয় দিনে আসল কাজ করলেন তাসকিন আহমেদ। একে একে তিন ব্যাটারকে ফেরালেন এই ডানহাতি পেসার। চারশর আগেই গুটিয়ে গেল ভারতও।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পানি পানের বিরতির দুই বল পরেই ভারত গুটিয়ে গেল ৩৭৬ রানে। ঘরের মাঠে এ নিয়ে চতুর্থবার ভারতের দশ ব্যাটারই ক্যাচ আউট হলেন।

ব্যাক টু ব্যাক ৫ উইকেট নিলেন হাসান। সবশেষ পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে নেন ৪৩ রানে ৫ উইকেট। এবার নিলেন ৮৩ রানে ৫টি। ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন এই ডানহাতি মিডিয়াম পেসার।

৫৫ রানে ৩ শিকার ধরেন তাসকিনের।

দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে শুরুটা করেছিলেন তাসকিনই। আগের দিন অপরাজিত জাদেজাকে ৮৬ রানেই ফেরান এই পেসার। জাদেজার ইনিংসে ছিল ১০ চার ও ১ ছক্কা। তার বিদায়ে ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

জাদেজার ক্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে চারবার এক ইনিংসে ৪ ক্যাচ নিলেন লিটন। বাংলাদেশের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এই কীর্তি গড়লেন লিটন। প্রথমজন- মুশফিকুর রহিম।

৩০ বলে ১৭ রান করা আকাশকে খানিক পর মিড-অফে ক্যাচ বানান তাসকিন। নিজের পরের ওভারে ফেরাদ বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা রবিচন্দ্রন আশ্বিনকে। ভারতকে ১৩৩ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন আশ্বিন। তার ইনিংসে চার ১১টি, ২টি ছক্কা।

এরপর পানি পানের বিরতিতে যায় দুই দল। ফিরে দ্বিতীয় বলেই বুমরাহকে তৃতীয় স্লিপে জাকির হাসানের ক্যাচ বানান হাসান।

১১.২ ওভারে বাকি থাকা ৪ উইকেট নিয়ে নিল সফরকারীরা। আগের দিনের স্কোরের সঙ্গে ৩৭ রান যোগ করে গুটিয়ে গেল ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৯১.২ ওভারে ৩৭৬ (আগের দিন ৩৩৯/৬) (জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাস ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*; তাসকিন ২১-৪-৫৫-৩, হাসান ২২.২-৪-৮৩-৫, নাহিদ ১৮-২-৮২-১, মিরাজ ২১-২-৭৭-১, সাকিব ৮-০-৫০-০, মুমিনুল ১-০-৪-০)


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

ঈশ্বরদীতে সাপের কামড়ে ১ ব্যাক্তির মৃত্যু

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

৭ দিনের রিমান্ডে মশিউর রহমান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়নের দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

দক্ষিণাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রী বেশী মধ্য শরতের দুঃসহ গরমে জনজীবন বিপর্যস্ত

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

নামাজের আগে বায়তুল মোকাররমে নাটকীয়তা

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

জয়সয়ালকে ফেরালেন নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

সরকারের শিক্ষা-গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ

তাসকিনের শিকার রোহিত

তাসকিনের শিকার রোহিত

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

কারাগার থেকে পালিয়ে যাওয়া ফাঁসির আসামি গ্রেপ্তার হলো ধামরাইয়ে

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

দুই বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে চাটমোহরে ছাত্র-জনতার মানববন্ধন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

বায়তুল মোকাররমের অপ্রীতিকর ঘটনা নিয়ে যা বললেন খতিব রুহুল আমীন

গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।

গোদাগাড়ী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক, সাবেক এমপি লুৎফুন নেসা হোসেন মারা গেছেন।