ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

উন্নয়ন ও শান্তির স্বার্থে লাঙ্গল মার্কায় ভোট দিন ফেনীতে নির্বাচনী পথসভায় লে.জে.মাসুদ উদ্দিন চৌধুরী

Daily Inqilab ফেনী জেলা সংবাদদাতা

০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ১২:০২ এএম


 উন্নয়ন এবং শান্তির স্বার্থে লাঙ্গল মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি দিন। আপনারা যদি আগামী ৭ জানুয়ারি আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেন তাহলে আমার নির্বাচনী এলাকায় যেসব উন্নয়নমূলক কাজ বাকি আছে সব আমি করব। এ জনপদে শান্তি,শৃঙ্খলা ও শিক্ষার উন্নয়ন করব। আমরা আগামীর প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবো। স্কুল-কলেজ,মাদ্রাসা গুলোতে শিক্ষার মান বৃদ্ধি করা হবে ইনশাআল্লাহ। ফেনী-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, জাতীয় পার্টি থেকে মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লে.জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা দাগনভূঞা উপজেলায় আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী গণসংসযোগকালে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ নির্বাচনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনেক বেশি চাপ সৃষ্টি করা হয়েছিল। অভ্যন্তরীণ চাপ,বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশী শক্তিও চাপ সৃষ্টি করেছে। বরাবরের মতোই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়েছেন। আমি মরে দেখাবো নির্বাচন কাকে বলে, এটা মানতে বাধ্য হবে যে এ সরকারের আমলে সরকারকে পদত্যাগ করতে হবে না। শেখ হাসিনাকে কোথাও যেতে হবে না। এ সরকারের আমলে আমি নির্বাচন করে দেখাবো যে কতটুকু সন্দর, সুষ্ঠু নির্বাচন হয়। এ জন্য তাকে আমরা সকলে মিলে সহযোগিতা করতে হবে। আমরা কোন রকমে চাইনা বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন চ্যালেঞ্জ নিয়ে পরাজিত হন। তিনি আরও বলেন, নির্বাচনে এ আসনে আমার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী অনেকে আছেন,আমি আপনাদেরকে বলছি গত পাঁচ বছরে আমার নির্বাচনী এলাকায় যত কাজ করেছি সে কাজগুলো একটু পর্যবেক্ষন করে দেখবেন। আমার আমলে কোন চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যকলাপ,কোন অন্যায় কাজ হয়নি। আমি জেনারেল মাসুদ উদ্দিন কথা দিচ্ছি আমার দ্বারা এলাকায় আগেও কোন অন্যায় হয়নি এবং ভবিষ্যতেও হবে না। আমি সেনাবাহিনীতে কাজ করেছি ৪০ বছর, আল্লাহ পাক আমাকে সর্বচ্চ মর্যাদা দিয়েছেন। এরপরে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছি খুবই সম্মানের সাথে। ভোটারদের উদ্দেশ্যে মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, গতবার আপনারা আমাকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছিলেন আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য। আমি অক্লান্ত পরিশ্রম করেছি যাতে দাগনভূঞা-সোনাগাজীতে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। এ দুই উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে বিগত পাঁচ বছরে কি পরিমাণ উন্নয়ন হয়েছে আপনারা নিজেরা দেখেছেন। আমি সবসময় মানুষের উন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়নের কথা চিন্তা করেছি। নিজের উন্নয়নের কথা কখনো চিন্তা করিনি। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমর্থন দিয়েছেন, জেলা আওয়ামীলীগের কান্ডারী নিজাম উদ্দিন হাজারী সমর্থন দিয়েছেন, উপজেলা আওয়ামীলীগ সমর্থন দিয়েছে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী ৭ জানুয়ারি আপনাদের কাছে একটি ভোট ভিক্ষা চাচ্ছি।
দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেন, জাতীয় পার্টির লাঙ্গলকে আওয়ামী লীগ যখন সমর্থন দিয়েছে তাহলে নির্বাচনী মাঠে এ প্রার্থীর সাথে খেলা করার হিম্মত কারো নেই। আমাদের নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাংলাদেশে ৮০ ভাগ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে এটা আন্তর্জাতিক ভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে। লাঙ্গলের সমর্থনে পূজা উদযাপন পরিষদ দাগনভূঞা শাখা কমিটির সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত নির্বাচন বয়কট করেছে। এখন তারা লিফলেট বিলি করে ভোটারদেরকে বলছেন আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। এখন তারা প্রতিরোধ করবে বলেছে, আমি বলতে চাই তাদের এখন আর সে ক্ষমতা নেই। তারা বিদেশীদের বুঝাতে চাচ্ছে বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে নাই। তিনি বলেন এবারের নির্বাচনী মাঠে আমাদের প্রার্থীর সাথে খেলা করার মতো সে পার্টনার নেই। তিনি আগামী ৭ তারিখে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
এদিকে নির্বাচনী গণসংযোগ শেষে সন্ধ্যায় দাগনভূঞায় লাঙ্গল মার্কার সমর্থনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় করেন। এর আগে বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাগনভূঞা উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি আজ কাঁকডাকা ভোর থেকে দাগনভূঞা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ভোটারদের সাথে কথা বলেন,ভোট চান। তাঁর সাথে নির্বাচনী গণসংযোগ ও অনুষ্ঠানে সকাল থেকে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন,পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। এছাড়াও তাঁর নির্বাচনী গণসংযোগে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

নোয়াখালীতে জামায়াতের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ ‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান