নোয়াখালীতে নৌকার প্রার্থী কিরণ এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ
০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৪৪ পিএম
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণ এমপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যাহর নেতৃত্বে চেয়ারম্যান পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। মামুনুর রশিদ কিরণ নোয়াখালী-৩ আসনের এমপি এবং বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে রয়েছেন ।
সংবাদ সম্মেলনে ডা. এ বি এম জাফর উল্যাহ বলেন, নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের মসজিদের টাকা আত্মসাত করার প্রমাণ পাওয়া গেছে। যা মুসল্লিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমরা তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করলাম।
‘এছাড়া সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি মামুনুর রশিদ কিরণকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তার অবর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সলসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, মামুনুর রশিদ কিরন এমপি চৌমুহনী বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। নিজের ঋণ পরিশোধে মসজিদের দুটি ব্যাংক হিসাব থেকে তিন কোটি ২০ লাখ টাকা তোলার অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৭ ডিসেম্বর দৈনিক ইনকিলাব-এ "নোয়াখালীতে ঋণ পরিশোধে মসজিদের ৩ কোটি ২০ লাখ টাকা উঠিয়ে নিলেন আ'লীগ সংসদ সদস্য প্রার্থী কিরণ এমপি"শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এর আগে বেগমগন্জ উপজেলাসাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এ বি এম জাফর উল্যাহ ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সলসহ ১৫ নেতাকে অব্যাহতি দিয়ে সংবাদ সম্মেলন করেন।
মামুনুর রশিদ কিরন ২০১৪ ও ২০১৮ সালে নৌকা নিয়ে নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মনোনয়নপত্র জমা দেয়ার পর ঋণ খেলাপির দায়ে তা বাতিল হয়ে যায়। পরে ঋণ পরিশোধ করায় তা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
মামুনুর রশিদ কিরন ২০১৪ ও ২০১৮ সালে নৌকা নিয়ে নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঋণ খেলাপির দায়ে তা বাতিল হয়ে যায়। পরে ঋণ পরিশোধ করায় তা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
নোয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ (ট্রাক) স্থানীয় অধিকাংশ নেতাকর্মীদের সমর্থন নিয়ে ভোট যুদ্ধে রয়েছেন। তিনি সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন উদ্দিন আহমেদের( ম,ইউ,আহমেদ) ছোট ভাই।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি