সিলেট-২ আসনে ভোট যুদ্ধে সব প্রার্থীই লন্ডনী !
০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪, ০৪:৫১ পিএম
সিলেটের রাজনীতিতে ব্যাপক প্রভাব প্রবাসীদের। প্রধান দলগুলো তাদের অবস্থান প্রচন্ড। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিকদের একচ্ছত্র প্রভাব আওয়ামীলীগে। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতায় তাদের হিড়িক দেখা যায়। সেই সাথে জাতীয় নির্বাচনে এখন সেই প্রবাসীরা। সিলেট আ’লীগের রাজনীতি এখন যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ন্ত্রনে। দেশের মাঠিতে দীর্ঘ রাজনীতির ক্যারিয়ার থাকলেও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নৌকার টিকেট নিশ্চিত করেন যুক্তরাজ্য প্রবাসী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। এরমধ্যে দিয়ে স্থানীয় রাজনীতিকদের আশা প্রত্যাশা স্বপ্ন সবই গুড়ে হয়ে যায়। এক সাগর কষ্ট বুকে চাপা দিয়ে সময়ের কাছে পরাজিত হয়ে চুপ তারা। এরমধ্যে প্রবাসী নেতাদের দাপট বাড়ছে অন্যান্য রাজনীতিক দলেও। দ্বাদশ সংসদ নির্বাচনেও রয়েছে সেই প্রবাসীদের আধিক্য। বিশেষ করে সিলেট-২ আসনে (বিশ^নাথ-্ওসমানীনগর) প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য ছাড়াও রয়েছেন সাবেক দুই সংসদ সদস্য। তাঁরা সবাই প্রবাসী। এদের সকলেই ‘যুক্তরাজ্য প্রবাসী’।
২০০৮ সালের নির্বাচনে ‘লন্ডনি’ শফিকুর রহমান চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে এই আসন দখলে যায় প্রবাসীদের। এরপর গত দুই নির্বাচনে এখানে নির্বাচিতরা সবাই প্রবাসী। এবারও অব্যাহত থাকছে সেই ধারা। সিলেট-২ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য ও গণফোরাম প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির এবং ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন। তাঁরা সবাই যুক্তরাজ্য প্রবাসী। এর মধ্যে শফিকুর রহমান চৌধুরী সাবেক এমপি, মুহিবুর রহমান একাধিকবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, বর্তমানে বিশ^নাথ উপজেলা পৌর মেয়র। এছাড়া বর্তমান এমপি মোকাব্বির খান দেশের অবস্থান করছেন, সাব্কে এমপি ইয়াহইয়া চৌধুরীও বসবাস করছেন দেশে।
২০০৮ সালের নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে পরাজিত করে চমক দেখিয়ে সংসদ সদস্য হন প্রবাসী শফিকুর রহমান চৌধুরী। এর পর থেকে গত দুই নির্বাচনে বিজয়ীরাও প্রবাসী। ২০১৮ সালের নির্বাচনে শরিক জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগিতে সিলেট-২ আসনে প্রার্থী হয়ে বিজয়ী হন জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এরপর ২০১৮ সালে এই আসনে নির্বাচিত হন গণফোরামের মোকাব্বির খান। এবারের নির্বাচনে তিনিসহ এই তিন সাবেক ও বর্তমান সংসদ সদস্য হয়েছেন প্রার্থী। সাত প্রার্থীর সবাই প্রবাসী হওয়ায় এবারও এই আসন থাকবে প্রবাসীদের দখলে।
দুর্নীতি মুক্ত ফোরাম বাংলাদেশের সেক্রেটারী মকসুদ হোসেন বলেন, ত্যাগ তীতিক্ষার রাজনীতির বদলে ভোগের রাজনীতির চিত্র প্রবাসীদের মাধ্যমে সিলেটে প্রবেশ করেছে। সেকারনে নির্বাচনে যোগ্যতার মাত্রা হয়ে গেছে টাকা। মন মেজাজে রাজনীতি বলতেই টাকা আর টাকা। যার টাকা বেশে সে টিকেট পায়, জয় পায়। এখানে রাজনীতি চাপ্টার কোন কাজে আসে না। প্রবাসীরা মনে করে ঝুকি পূর্ণ বিনিয়োগ রাজনীতি করে সফল হতে পারলে আর ঠেকায় কে। তারা ব্যবসায়িক চিন্তায় মনোনয়ন ও ভোটের মাঠে বিনিয়োগ করে পাচ্ছেন সফলতাও।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘পুরো সিলেটেই রাজনীতির নেতৃত্বে বা জনপ্রতিনিধির আসনে উপস্থিতি বাড়ছে প্রবাসীদের। তাঁরা অর্থবিত্তের মালিক হওয়ার কারণে এবং বিদেশে থাকায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশ সফরসহ নানা কারণে সহজে যোগাযোগ বা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। এসব কারণে বিদেশে থেকেও মনোনয়ন পেয়ে যান তাঁরা।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি