বরিশালে অর্থ বছরের প্রথম ৬ মাসে কৃষি ব্যাংক ৭শ কোটি টাকা ঋণ বিতরন করল
১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৭ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৭ এএম
অর্থ বছরের প্রথম ৬ মাসে বরিশাল অঞ্চলে রাষ্ট্রয়ত্ব কৃষি ব্যাংকের ১৩০টি শাখা প্রায় ৭শ কোটি টাকা কৃষি, শষ্য, এসএমই এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋন বিতরনের পাশাপাশি প্রায় ৬৫৫ কোটি টাকা আদায়ে সক্ষম হয়েছে। এমনকি মাত্র ৪% সুদে মসলা জাতীয় ফসল উৎপাদন আরো কয়েকটি খাতে ঋণ বিতরন করেও রাষ্ট্রয়ত্ব বিশেষায়িত এ ব্যাংকটির বরিশাল বিভাগের ১৮টি শাখা লোকশান কাটিয়ে মুনফায় ফিরে এসেছে। ব্যাংকটি বরিশাল অঞ্চলে গত জুনে ২৮ কোটি ১১ লাখ টাকার লোকশান মাত্র ৬ মাসে ৯১ লাখ টাকায় হ্রাস করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। লাভজনক শাখার সংখ্যা ৪১টি থেকে ৬০টিতে উন্নীত হয়েছে ইতোমধ্যে। অর্থ বছরের শেষে বরিশাল অঞ্চলে কৃষি ব্যাংক পরিচালন মুনফার লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে জানিয়েছেন বরিশাল বিভাগের জেনারেল ম্যানেজার ও প্রধান নির্বাহী গোলাম মাহবুব।
বর্তমানে বরিশাল অঞ্চলের কৃষকদের কাছে কৃষি ব্যাংকের বিতরনকৃত ঋণের পরিমান প্রায় ৩ হাজার ১শ কোটি টাকা হলেও আদায়যোগ্য অনাদায়ী ঋণের পরিমান মাত্র ৩৪৫ কোটি টাকা। যা ১০ ভাগের কিছু বেশী। অথচ দেশের বানিজ্যিক ব্যাংকগুলোর খেলাপী ঋনের পরিমান প্রায় ২৫ ভাগের কাছে।
এসএমই খাতেও ব্যাংকটি গত ছয় মাসে ১৬১ কোটি টাকা ঋণ বিতরন ছাড়াও শহরমুখি মানুষকে নিজ আবাসস্থলে ফিরিয়ে আনার লক্ষ্যে ‘ঘরে ফেরা’ কর্মসূচীর আওতায় মাত্র ৪% সুদে ১৩ কোটি টাকারও বেশী ঋন বিতরন করেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারী এ প্রনোদনা ঋণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল অঞ্চলের ১৩০টি শাখায় বর্তমানে প্রায় ২ হাজার ৭শ কোটি টাকা আমনত স্থিতির পাশাপাশি চলতি অর্থবছরে প্রায় ৫ লাখ গ্রহিতার মাঝে ঋন বিতরন করছে। যারমধ্যে অর্থ বছরের প্রথম ৬ মাসেই ৯০% গ্রহিতার মাঝে ঋন বিতরন সম্ভব হয়েছে বলে জানা গেছে। পল্লী এলাকার ‘কৃষক বন্ধু’ এ ব্যাংকটি চলতি অর্থ বছরে ৩৭০ কোটি টাকার বৈদেশিক রেমিটেন্স আনার লক্ষেও কাজ করছে। গত অর্থ বছরে রাষ্ট্রয়ত্ব এ বিশেষায়িত ব্যাংকটির মাধ্যমে বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে ১৩২ কোটি টাকারও বেশী বৈদেশিক মুদ্রা দেশে এসেছে।
অর্থ বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটি নতুন প্রায় ৩৫ হাজার সঞ্চয়ী ও চলতি হিসেব খোলা ছাড়াও প্রায় ১৫ হাজার নতুন গ্রহিতার মাঝে ঋণ বিতরন করেছে। এছাড়া আরো প্রায় ৪১ হাজার গ্রাহকের ঋণ নবায়ন সহ বর্তমানে বরিশাল অঞ্চলে ব্যাংকটির মোট ঋণ গ্রহিতার সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। গত ৬ মাসে ব্যাংকটির বরিশাল অঞ্চলের ১৩০টি শাখা পুণঃতফসিলকৃত ঋন থেকে প্রায় দেড়শ কোটি টাকা আদায়েও সক্ষম হয়েছে।
প্রায় ১২ লাখ টন খাদ্য উদ্বৃত্ত কৃষি নির্ভর বরিশাল অঞ্চলে এখনো কৃষক ও কৃষির অধুনিকায়ন না হলেও কৃষি ব্যাংক সরকারী সব সহায়তা নিয়ে কাজ করছে। রাষ্ট্রয়ত্ব বিশেষায়িত এ ব্যাংকটি কৃষি ও শষ্য ঋনের বাইরে সরকারের করোনা প্রনোদনা প্যাকেজের আওতায় মাত্র ৪% থেকে ৭% সুদে গত অর্থ বছরে প্রায় ২০ হাজার উদ্যোক্তার মাঝে প্রায় ২শ কোটি টাকা ঋন বিতরন করেছে।
অর্থ বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটি বরিশাল অঞ্চলে বিতরনকৃত ৬৯৫ কোটি টাকার মধ্যে ৫৩৩ কোটি টাকাই কৃষি ও শষ্যঋণ। এর বাইরের মৎস্য খাতে প্রায় ২১ কোটি, প্রাণি সম্পদ খাতে ২৪ কোটি এবং সরাসরি দারিদ্র বিমোচন খাতে প্রায় ১৫ কোটি টাকা ঋণ বিতরন করেছে। এছাড়াও কৃষি ভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপনেও প্রায় ৫০ লাখ টাকা ঋণ বিতরন করা হয়েছে।
তবে দক্ষিণাঞ্চলে দেশের সর্ববৃহত বিশেষায়িত রাষ্ট্রীয় এ ব্যাংকটির সার্বিক কার্যক্রমে প্রধান অন্তরায় জনবল সংকট। বরিশাল বিভাগে ব্যাংকটির ১৩০টি শাখা সহ বিভাগীয় ও আঞ্চলিক অফিসগুলোর জন্য কৃষি ব্যাংকের ১ হাজার ৬২৮ জনের মঞ্জুরিকৃত জনবলের অর্ধেকেরও বেশষী এখনো শূণ্য।
এদিকে সরকার এসডিজি অর্জনে ‘ক্ষুধা মুক্ত ও দারিদ্র মুক্ত বাংলাদেশ’ এর লক্ষ্যে দুটি বিষয়ে প্রাধান্য দিচ্ছে বলে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান জানিয়েছে। তার মতে, ‘জিডিপি’তে কৃষি সেক্টরের অবদান ১২-১৩% এবং কর্মসংস্থানে কৃষি সেক্টরের অবদান ৪১%। কিন্তু এখনো কৃষকের ঋন চাহিদার মাত্র ২৪% ব্যাংক পুরন করে। অবশিষ্ট ৭৪%-ই মহাজনের কাছ থেকে চড়া সুদে কৃষকদের সংগ্রহ করতে হয়। ফলে কৃষকের দারিদ্রতা আরো বেড়ে যায়’ বলে উল্লেখ করে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ‘এসব কৃষকের পাশে দাড়াতে কৃষি ব্যাংক ছাড়া কেউ নেই’ বলেও জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি