কক্সবাজারে হোটেলে রোহিঙ্গা দম্পত্তির বিয়ে পণ্ড করে দিল পুলিশ, আটক ৬৩, ১৯ বিদেশির পাসপোর্ট জব্দ
১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
কক্সবাজারের একটি আবাসিক হোটেলে প্রশাসনের অনুমতি না নিয়ে সামাজিক অনুষ্ঠান করায় ৬৩ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। ওই অনুষ্ঠানে যোগ দেওয়া ১৯ জন বিদেশি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কলাতলীর হোটেল সী পার্ল-২ তে এ অভিযান চালানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, হোটেল সী পার্ল-২ তে প্রশাসনের অনুমতি না নিয়ে আশ্রয় শিবিরের বেশ কয়েকজন রোহিঙ্গা মেজবান উপলক্ষে জড়ো হয়েছে এমন খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে ৬৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় ১৯ বিদেশি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় অনুষ্ঠান আয়োজনের নানা সামগ্রী এবং রান্না করা খাবার। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলটির ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে যায়।
রফিকুল ইসলাম বলেন, যাচাই-বাছাইয়ের জন্য বিদেশি নাগরিকদের পাসপোর্ট জব্দ এবং আটক রোহিঙ্গাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, বিদেশি নাগরিকদের মধ্যে- ১১ জন রোহিঙ্গা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান, ৭ জন যুক্তরাষ্ট্রের নাগরিক, একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গা আশ্রয় শিবিরের দুই তরুণীর সঙ্গে অস্ট্রেলিয়ান দুই নাগরিকের বিয়ে উপলক্ষে ওই সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর আব্দুল হামিদ (৩২) ও মোহাম্মদ ইলিয়াছ (২৪)। তাঁরা মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। তাঁদের আত্মীয়-স্বজনেরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। আর কনে খতিজা বেগম (১৬) ও হাসিনা আক্তার (১৭) উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
হোটেলটির নিরাপত্তার দায়িত্বে থাকা জয়নাল আবেদীন বলেন, বিদেশি ১৯ নাগরিক প্রায় ১ মাস ধরে হোটেলে অবস্থান করছেন। রোববার সকালে হোটেলে আসার পর দেখতে পাই রোহিঙ্গারা খাবারের আয়োজন করছে। অনুষ্ঠান উপলক্ষে এসব রোহিঙ্গারা একটি বড় আকারের গরু ও একটি মহিষ জবাই করেছে।
জয়নাল আবেদীন আরও বলেন, পুলিশ আসার পরপরই হোটেল ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে গেছেন। এটি বিয়ে না মেজবান তারাই ভালো বলতে পারবেন।
তবে বিয়ের অনুষ্ঠানের বিষয়টি অস্বীকার করে আটক উখিয়া উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদা বেগম বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে আসা আব্দুল হামিদ তাঁদের আত্মীয়। তাঁর বাবার বার্ষিক কূলখানি উপলক্ষে মেজবানের আয়োজন ছিল। মেজবানের নিমন্ত্রণ খেতে তাঁরা হোটেলে এসেছিলেন। মেজবান খেয়েই তাঁদের ক্যাম্পে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই পুলিশ হোটেলে এসে তাঁদের আটক করেছে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল
নিকলীতে ভুট্টা চাষে আশার স্বপ্ন বুনেছে কৃষক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ
মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিহত ৩, নিখোঁজ ১
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি