গাজীপুরে শিল্প কারখানা ও বাসা বাড়িতে তীব্র গ্যাস সংকট
২০ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম | আপডেট: ২০ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
গাজীপুরে শিল্প কারখানা ও বাসা বাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এ সংকটের কারণে শিল্প কারখানায় যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে তেমনি বাসা বাড়িতে রান্না বান্না করতে না পারায় বাহির থেকে খাবার এনে খেতে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে গ্যাসের এ তীব্র সংকট চলে আসছে বলে বিভিন্ন শিল্পকারখানা কর্তৃপক্ষ ও বাসা বাড়ির মালিকরা জানিয়েছেন।
গাজীপুর জেলার কোনাবাড়ি, কালিয়াকৈর, কাশিমপুর ও এর আশপাশের এলাকার বেশিরভাগ কারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয়ে কারখানা গুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
একাধিক প্রাপ্ত তথ্য তথ্য জানা গেছে, গত এক সপ্তাহ ধরে এই সংকট চরম আকার ধারণ করেছে। শ্রমিকরা কারখানায় আসছেন ঠিকই কিন্তু গ্যাস সংকটের কারণে কাজ করতে পারছেন না। এতে কারখানা মালিকরা পড়েছেন মহাবিপদে। প্রতিদিন তাদের লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে রপ্তানি বাণিজ্যে মারাত্মক ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
গাজীপুরে একাধিক কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায় যে, কারখানায় বয়লার চালানোর জন্য প্রতি ঘনফুটে ১৫ পিএসআই গ্যাসের চাপ থাকা দরকার। কিন্তু অনেক কারখানায় চাপ কমে প্রতি ঘনফুটে ১ থেকে ২ পিএসআইতে দাঁড়িয়েছে। কোথাও কোথাও শূন্যে নেমেছে।
পাশাপাশি গ্যাস সংকটে আবাসিক গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে বাসা-বাড়িতে রান্নাবান্না করতে না পারায় বাহির থেকে খাবার এনে খেতে হচ্ছে। গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকার ইকবাল হোসেন নামে এক ব্যক্তি জানান, গত এক সপ্তাহ ধরে গ্যাসের তীব্র সংকটের কারণে তার বাড়িতে রান্নাবান্না বন্ধ রয়েছে। এ কারণে বাহির থেকে খাবার এনে খেতে হচ্ছে।
গাজীপুর জেলার কালিয়াকৈর কোনাবাড়ী শিল্পাঞ্চল (বিসিক) এলাকায় বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলোর অন্যতম উপাদান হচ্ছে প্রাকৃতিক জ্বালানি। অর্থাৎ গ্যাসের ওপর ভিত্তি করেই এসব এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলোতে চলছে তীব্র গ্যাসের সংকট।
এ সংকটে তৈরি পোশাক শিল্পগুলো বিদেশি কার্যাদেশ সময়মতো সরবরাহ করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কায় আছে। গ্যাসের এই তীব্র সংকট চলতে থাকলে এসব এলাকার অনেক শিল্পকারখানা একেবারেই বন্ধ হয়ে যাবে বলে অনেকে জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরে প্রতিষ্ঠিত এসএস নীটওয়্যারের এক কর্মকর্তা জানান, গত এক সপ্তাহ ধরে তীব্র সংকটের কারণে তাদের কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তাদের প্রচুর লোকসানের সম্মুখীন হতে হবে। বিদেশি অর্ডারের মাল সময় মত দিতে না পারলে অর্থনৈতিক সংকট দেখা দিবে। যে কারণে শ্রমিকদের বেতন সময় মত পরিশোধ করা সম্ভব হবে না।
এই গ্যাস সংকটের বিষয়ে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানায় শীতের হাওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছে। এ সমস্যা সাময়িক। এ সংকট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ