রবিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত ইজতেমা মুখি মুসুল্লিদের ঢল অব্যাহত
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
টঙ্গীর তুরাগ তীরে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মুখি মুসুল্লিদের ঢল অব্যাহত রয়েছে। মুসুল্লিদের এ ঢল আখেরি মোনাজাতের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম জানিয়েছেন রবিবার সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাতের মুরুব্বিদের সাথে কথা বলে এ সময় নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
শনিবার বাদ ফজর থেকে ইজতেমা ময়দানে অবস্থান করা লাখো মুসুল্লির উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শুরু করেন তাবলীগের মুরুব্বিরা।
বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। ইজতেমার আয়োজকরা জানিয়েছেন বাদ জোহর বয়ান করেন মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা। তারা সবাই ভারতের মাওলানা। এছাড়া বাদ আসর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে।
সকালের বয়ানে উলামায়ে কেরাম বলেন, পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যেককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে। ঈমান আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।
ইজতেমায় মূল বয়ান উর্দুতে হলেও অংশ নেয়া বিভিন্ন ভাষাভাষী মুসলমানদের জন্য তাৎক্ষণিকভাবে তা বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি সহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। ইজতেমা ময়দানে থাকা ধর্মপ্রাণ মুসলমানরাও ধুলা-ময়লার শীত, বৃষ্টি সহ নানা প্রতিকূল উপেক্ষা করে মনোযোগ দিয়ে আলেমদের বয়ান শুনছেন। তাদের আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর
যৌতুকবিহীন ৭২ টি বিয়েঃ
বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ হলো সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলীগের রেওয়াজ অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে। ইজতেমার প্রথম পর্বে গতকাল শনিবার যৌতুকবিহীন ৭২টি বিয়ে পড়ানো হয়।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর বয়ান মঞ্চের পাশেই এ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়।
কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নবদম্পতীদের সুখ সমৃদ্ধময় জীবন কামনা করা হয়।
বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়ম অনুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমপরিমাণ অর্থ।
এবার ইজতেমায় শতাধিক জোড়া দিয়ে সম্পূর্ণ হয় বলে ইজতেমার সূত্রে জানা গেছে।
আরো মুসুল্লির ৩ মৃত্যু
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও তিন মুসুল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় ১০ ব্যক্তি মারা গেলেন।
বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ইজতেমার ময়দানে আসা এই তিন জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করা তিন মুসুল্লি হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।
এর আগে বুধবার ও বৃহস্পতিবার বিশ্ব ইজতেমায় আসা চার জন মুসুল্লি মৃত্যুবরণ করেন। এছাড়া, ময়দানে আসার পথে মৃত্যু হয়েছে এক পুলিশ সদস্যসহ তিন জনের।
তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা হচ্ছে দুই পর্বে। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে গত শুক্রবার থেকে।
এরপর ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১১ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী