শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম
জমি অধিগ্রহণের পর ১০ বছর পার হলেও শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ শুরু হয়নি। ফলে ভবন সংকটের কারণে এজলাস বসাতে না পারায় বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পালাক্রমে চলছে বিচার কাজ। এতে দিন দিন মামলার জট বাড়ছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। তবে শরীয়তপুর গণপূর্ত বিভাগ অফিস সূত্রে জানা গেছে, বরাদ্দ সংকটের কারণে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ১৯৯৪ সালে নির্মাণ করা হয়েছে ৪ তলা বিশিষ্ট শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবন। এই ভবনটিতেই চলছে জেলার বিচারিক কার্যক্রম। কিন্তু এই ভবনটিতে বিচারকদের এজলাস সংকুলান না হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবন ও নারী শিশু আদলতসহ অপর ৩টি টিনসেড ভবনে চলছে বিচারিক কার্যক্রম। সরেজমিন গিয়ে দেখা গেছে, একই কক্ষের মধ্যে একদিকে চলছে বিচারিক কাজ, অন্যদিকে চলছে শেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্ট্রারসহ সকল কার্যক্রম। দেখা গেছে, একজন বিচারকের কাজ শেষ হলে একই স্থানে শুরু হচ্ছে অন্য বিচারকের কাজ। শরীয়তপুরে প্রতিদিন গড়ে অন্তত ৮০ থেকে ১০০ টি মামলার শুনানি ও নিষ্পত্তি হচ্ছে আদালতে।
পালাক্রমে বিচারিক কাজ চালানোর ফলে বেড়েছে মামলার জট। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। নথিপত্র রাখার আলমিরা দিয়ে আলাদা করা হয়েছে বিচারকের এজলাস। কক্ষ সংকটের কারণে বিচারিক আদালতের ১৬০ জন অফিস সহকারীকে হাতে গুণা ৪/৫টি কক্ষে গাদাগাদি করে বসতে হচ্ছে। মোদ্দা কথা, বিচার প্রার্থী, আইনজীবী ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নানা কোলাহলের মধ্যেই চলছে বিচারিক কার্যক্রম। এখানেই শেষ নয়। বিচারিক আদালতের মূল ভবনে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। খসে পড়ছে ভবনের পলেস্তার। জীবনের ঝুঁকি নিয়ে এই ভবনে কাজ করছেন বিচারক, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীসহ বিচার প্রার্থীরা।
শরীয়তপুর জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, নারী ও শিশু আদালত বসছে ভাঙ্গাচোরা টিনশেট ভবনে। এমনভাবে ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টিনশেড ভবনের এজলাস শেয়ারিং করে কাজ করছেন। এতে নথিপত্র খুঁজে পাওয়ার পাশাপাশি বিচারের কাজে মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। নতুন একটি ভবনের জন্য দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ হলেও ভবন এখনো কেন হচ্ছে না তা আমাদের জানা নেই। তবে সরকারের এমন গুরুত্বপূর্ণ সেক্টরের কাজ সঠিক ও সুন্দরভাবে করার জন্য দ্রুত সময়ের মধ্যে ভবন নির্মাণের জন্য অনুরোধ জানান তিনি। এ বিষয়ে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ছোট্র একটি ভবনের মধ্যেই চলছে বিচারিক কার্যক্রম। একজন বিচারকের কাজ শেষ করে একই জায়গায় বসছেন অন্য বিচারক। এভাবে কক্ষের স্বল্পতা ও জায়গা ছোট হওয়ার কারণে আমরা আইনজীবীসহ বিচার প্রার্থীরা স্বস্তি বোধ করছেন না। অন্যদিকে ভবনটি ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হলেও তার সংস্কার করছে না কর্তৃপক্ষ।
বিচারকরা যদি ভালো পরিবেশে বিচার কার্য পরিচালনা করতে না পারে, তাহলে সে সেখানে বিচারটা ভালোভাবে করতে না পারার পাশাপাশি বিচারকার্যে মনোনিবেশও করতে পারছেন না। শরীয়তপুরের বিচার প্রার্থী আইনজীবীসহ সকলেই আমরা এই ভোগান্তিতে রয়েছি। বিভিন্ন সময়ে উচ্চপদস্থদের বিষয়টি অবগত করলেও এখনো কোনো ভূমিকা নেয়া হয়নি বলে জানান তিনি।
ফাটল ধরা আদালত ভবন পরিদর্শনে এসে এ বিষয়ে শরীয়তপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জমি অধিগ্রহণ, ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট সম্পন্ন হলেও বরাদ্দ না পাওয়ায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। ভবনটি হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার চেষ্টা করছি।
এদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন নির্মাণের জন্য দেড় একর পরিমাণ জায়গা অধিগ্রহণ করা হলেও ভবন নির্মাণ কাজ কবে হবে জানেনা কেউ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
বাগেরহাটের কলাতলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার
হোয়াটসঅ্যাপ মেসেজ নিরাপদ নয়