নওগাঁয় মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রলীগ নেতা
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ এএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ এএম
নওগাঁর বদলগাছীতে মাদক সেবনরত অবস্থায় আটক এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জিধিরপুর গ্রামে অভিযান চালিয়ে হাতেনাতে আটকের পর অভিযুক্তদের এক বছর করে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জিধিরপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে সাব্বির আহমেদ বাপ্পি (৩২)। বাপ্পি বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন।
বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন বলেন, বঙ্গবন্ধু কলেজের পাশেই জিধিরপুরে দীর্ঘদিন যাবত মাদকের কারবার করে আসছিলেন সুমন ও সাব্বির। মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গেও সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে জিধিরপুরে সুমনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশনের মাধ্যমে সেবনরত অবস্থায় পাওয়া গেলে তাৎক্ষণিক সুমন ও সাব্বিরকে আটক করে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর অভিযুক্ত সুমন ও সাব্বিরকে সন্ধ্যার আগেই কারাগারে পাঠানো হয়েছে।
এবিষয়ে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সালমান হোসেন বলেন, ছাত্রলীগে কোনো মাদক সেবনকারীর জায়গা হবে না। সহ সভাপতি সাব্বিরের মাদকসহ আটকের ঘটনার সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে ছাত্রলীগ থেকে বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগ বরাবর সুপারিশ করা হবে। সার্বিক বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনা চলছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বদলগাছী উপজেলা ছাত্রলীগের এক নেতা বলেন, ৪ বছর আগে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার অনেক আগে থেকেই নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সাব্বির আহমেদ বাপ্পি। তার বিরুদ্ধে একাধিক মামলাও ছিল। সবকিছু জেনেশুনেও জেলা ছাত্রলীগ উচ্চ পর্যায়ের এক নেতার অনুরোধে সাব্বিরকে সহ সভাপতি পদ দিয়েছেন। এই সাব্বির এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরো কলেজে মাদকের সিন্ডিকেট বিস্তার করছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা