ময়মনসিংহে ২০ হাজার পরিবহনে দৈনিক কোটি কোটি চাঁদাবাজি, অভিযানেও বন্ধ হচ্ছে না
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫০ পিএম
ময়মনসিংহ জেলার বিভিন্ন সড়কে চলাচল করা প্রায় ২০ হ্জাার পরিবহনে দৈনিক কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এতে ব্যবসায়ি ও সাধারন যাত্রীরা ক্ষতিগ্রস্থ হলেও দৈনিক কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চাঁদাবাজ সিন্ডিকেট।
এনিয়ে ভুক্তভোগী থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্যরা প্রকাশ্যে নিষেধ করলেও সড়ক মহাসড়কে বন্ধ হচ্ছে না
এই অবৈধ চাঁদাবাজি বাণিজ্য।
ভুক্তভোগী সূত্র জানায়, জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে প্রতিদিন চলাচল করছে প্রায় ২০ হাজার বাস, ট্রাক, পিকআপ, মাহিন্দ্র ও সিএনজি। এসব যান থেকে বিভিন্ন ভাবে ভুয়া রশিদের মাধ্যমে আদায় করা হয় বিপুল অংকের চাঁদা। আর এসব চাঁদা ভাগ-বাটোয়ারা হচ্ছে শ্রমিক থেকে শুরু করে একটি প্রভাবশালী মহল পর্যন্ত। বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা ও সমালোচনার সৃষ্টি হওয়ায় প্রতিবাদ ও ক্ষোভ-অসন্তোষ সৃষ্টি হয়েছে সর্বমহলে। ইতোমধ্যে থানা পুলিশ ও র্যাব-১৪ এর অভিযানে পৃথক পৃথক ভাবে অর্ধশতাধিক চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে। কিন্তু এসব মামলায় চাঁদাবাজরা জামিনে ছাড়া পেয়ে আবারও জড়িয়ে পড়ছে চাঁদাবাজি বাণিজ্যে।
অভিযোগ উঠেছে, নগরীর পাটগুদাম ব্রীজ এলাকা মোড়, শম্ভুগঞ্জ বাজার এলাকা, রহমতপুর ও আকুয়া বাইপাস, গৌরীপুর, মুক্তাগাছা, নান্দাইলসহ জেলার সব কয়টি উপজেলার সড়ক ও মহাসড়কে প্রকাশ্যে চলছে এই চাঁদাবাজির ঘটনা। এতে দৈনিক কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চাঁদাবাজ সিন্ডিকেট।
সূত্রমতে, পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পৌরসভাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে ভুয়া রশিদে আদায় করা হচ্ছে এই চাঁদা। এতে জড়িত রয়েছে প্রায় পাঁচ শতাধিক সদস্যের একটি প্রভাবশালী সিন্ডিকেট। ফলে চাঁদাবাজির ঘটনায় বিচ্ছিন্ন অভিযানে এই চক্রের অর্ধশতাধিক কর্মী ইতোমধ্যে গ্রেপ্তার হলেও প্রশাসনিকভাবে কঠোর অবস্থান না নেওয়ায় বন্ধ হচ্ছে না এই চাঁদাবাজি।
সূত্রমতে, জেলার ফুলবাড়ীয়া উপজেলায় বিগত সংসদ সদস্যের আমলে আলম এশিয়া বাস থেকে দৈনিক ৫৫০ টাকা হারে চাঁদা আদায় করা হত। তবে এই এলাকায় নতুন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কমেছে চাঁদার হার। বর্তমানে প্রতিটি বাস থেকে দৈনিক চাঁদা নেওয়া হয় ৪ শত টাকা করে। সেই সঙ্গে ট্রাক, সিএনজিসহ ছোট ছোট যান থেকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নামে আদায় করা হচ্ছে দৈনিক চাঁদা। এই অবস্থায় এ ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ সাধারন মানুষ।
র্যাব-১৪ এর অধিনায়ক মো. মহিবুল ইসলাম খান জানান, একটি চক্র র্দীঘদিন ধরে জেলার সড়ক ও মহাসড়ক গুলোতে সবজিসহ অন্যান্য পণ্যবাহী পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করে আসছে। এসব ঘটনায় দেশের জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে জনমনে এবং ভুক্তভোগী ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এই অবস্থায় জনদুর্ভোগ লাগবের লক্ষ্যে গতকাল বুধবার টানা ৩ঘন্টা অভিযান চালিয়ে ৫০ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার ৮৬১ টাকা, বিপুল পরিমান চাঁদা আদায়ের রশিদ ও ৪৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা প্রশাসনের কারো বক্তব্য জানা যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, সড়ক ও মহাসড়কের চাঁদাবাজি বন্ধ করতে জেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে। তবে খুব দ্রুত এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা