মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বিজিপির ১০০ জনকে টেকনাফে প্রেরণ
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
গত কয়েকদিন যাবৎ দফায় দফায় বাংলাদেশে প্রবেশ করেছেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্য। এ পর্যন্ত তাদের সংখ্যা প্রায় ৩৩০ জন। তাদেরকে ঘুমধুম ফাঁড়ি, তুমব্রু প্রাথমিক বিদ্যালয়, পালংখালীর রহমতের বিল প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী ক্যাম্পসহ বিভিন্ন স্থানে রাখা হয়েছে। কিছু আহত বিজিপি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। আবার তাদের মধ্য থেকে ১০০ জনকে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেকনাফের হ্নীলা উচ্চবিদ্যালয় অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তারা বিজিবির তত্ত্বাবধানে আছেন। বাকি ২৩০ জন ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন বলে জানা যায়।
আজ বৃহস্পতিবার ( ০৮-ফেব্রুয়ারি-২৪) বিকেল ৪টার দিকে তিনটি বাসে করে মিয়ানমারের বিজিবি সদস্যদের একটি অংশকে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে পাঠানো হয়েছে।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরোকী বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশে তাদের সেখানে পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম পরে জানানো হবে।
এদিকে গতকাল বুধবার রাত থেকে গোলাগুলির শব্দ শোনা গেলেও সকাল থেকে এখনো পর্যন্ত গোলাগুলির শব্দ তেমন শোনা যায়নি।
তুমব্রু স্থানীয় বাসিন্দা যিনি ইতিমধ্যে সীমান্ত এলাকা ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপদ স্থানে অবস্থান করছেন এমন জনৈক শাহ আলম বলেন, 'মিয়ানমারের ওপারে গোলাগুলির ঘটনায় আমরা বসতঘর ছেড়ে উখিয়াতে আত্মীয়-স্বজনদের কাছে চলে গিয়েছি। এখন দেখতে আসলাম তুমব্রু সীমান্তের পরিস্থিতি কী রকম। তবে দেখে মনে হলো কিছুটা শান্ত। কিন্তু ভয়ের মধ্যেই আছি। কখন যে আবারও গোলাগুলি শুরু হয়। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না। সীমান্তের কাছে আমাদের চাষের জমি। সেখানেও যেতে এখন ভয়ে হচ্ছে। কাজকর্ম ছাড়া সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। সরকারের কাছে আমরা আমাদের নিরাপত্তাসহ বেঁচে থাকার মৌলিক অধিকার প্রিত্যাশা করছি।'
রহমতের বিল এলাকার মাস্টার আবুল বশর বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্টে আমার অনেক আত্মীয়-স্বজন রয়েছে। তারা নিতান্ত দরিদ্র, দিনে এনে দিনে খায়। তাদের গরু, ছাগলগুলো সীমান্তের কাছে খাবার খেতে গেলে, এগুলো আনতে যেতে তারা এখন ভয় পাচ্ছে। আঠে ধানের খেতে কাজ করতে, সার দিতে যেতেও তারা ভয় পাচ্ছে। কারণ, গত সোম ও মঙ্গলবার রহমতের বিল সীমান্ত পয়েন্টে ব্যাপক গোলাগুলি ঘটনা চলমান থাকায় মিয়ানমার বিজিপির ১১৪ জন সদস্য এপারে ঢুকে পড়ে। তখনো চলতে থাকে গোলাগুলি। এর আগেও মর্টার শেল ও গুলির শব্দে দিনের বেলায় বাড়ি থাকতে পারতনা। তুমব্রুতে মর্টার শেলে নারীসহ ২ জন নিহত হবার পর থেকে ভয়, উদ্বেগ, শংকা ও নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। বাড়িতে আসলে ঘুমাতে পারছে না তারা অজানা শংকায়। সব সময় ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে।’
উখিয়ার সীমান্ত এলাকার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর দেওয়া তথ্যমতে, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সারাদিন থেকে আজ বুধবার সকাল পর্যন্ত বাংলাদেশের পাঁচজন নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে ঘুমধুম সীমান্তে একজন, উখিয়ার পালংখালী সীমান্তে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন— পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার আয়ুবুল ইসলাম, রহমতেরবিল এলাকার আনোয়ার হোসেন, পুটিবনিয়া এলাকার মোবারক হোসেন ও মো. কালু। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, ' গত কয়েকদিন যাবৎ টানা ৫-৬দিন ধরে সীমান্তে মিয়ানমারের ওপারে গোলাগুলির কারণে আতঙ্কে আছে এলাকাবাসী। তুমব্রু পশ্চিমকুল পাহাড় পাড়া থেকে আশ্রয় কেন্দ্র উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় ওপার থেকে গুলি এসে আহত হন মো. সৈয়দ আলম নামের একজন। তিনি তুমব্রু পশ্চিমকুল পাহাড় পাড়া নিবাসী কাদের হোসেনের ছেলে। এছাড়া সীমান্তের ঘুমধুমের নজরুল ইসলামের বাড়ি, রহমতবিল সংলগ্ন অ্যাডভোকেট আবদুল মান্নানের বাড়িসহ ৫টি বাড়িতে গুলির আঘাত লেগেছে।'
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা