স্বাধীনতার ৫২বছর পেরিয়ে ঠাকুরগাঁওয়ে ১৩২ মাদ্রাসায় স্থাপিত হয়নি শহীদ মিনার
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০০ পিএম
ঠাকুরগাঁও জেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মিলে মোট ১৩২ টি মাদ্রাসায় শহীদ মিনার নেই এ সকল প্রতিষ্ঠানে প্রায় বেশিরভাগ মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে ক্ষমতাশীন ও জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকলেও, স্বাধীনতার ৫২বছর পেরিয়ে গেলেও শহীদ মিনার স্থাপন হয়নি।
জেলার রানীশংকৈল উপজেলার ভবানীপুর গ্রামের শিক্ষক ও অভিভাবক মোঃ ওহিদুল হক আমাদের প্রতিনিধিকে জানান, মাতৃভাষা বাংলাকে পাবার জন্য আমাদের অনেক সাধনা করতে হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে ছাত্র/ছাত্রীদের স্বাধীনতার কথা মনে হবে। এই উঁচু স্তম্ভটির দুই পাশে সমান ছোটো-বড় আরও চারটি স্তম্ভ। মনে করা হয়, অতন্দ্র প্রহরী চার সন্তানকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছেন মা। পেছনে উদীয়মান লাল টকটকে সূর্য। অর্থাৎ, মাতৃভাষার অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অকাতরে জীবন দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত।
অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসার বীরমুক্তিযোদ্ধা ডা. এস,কে জাকারিয়া আমাদের প্রতিনিধি মাসুদ রানা পলক এর সাথে কথা হলে জানান, ৫২ এক সক্রিয় স্মৃতি বাংলাদেশে। বছর যায়, আর ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আরও দূরে চলে যায়, শহীদদের কবরের মাটি আরও পুরোনো হয়। কিন্তু প্রতিবছর নতুন নতুন শহীদ মিনার দাঁড়ায় বাংলাদেশজুড়ে। এখন বাংলার ভাষাশহীদদের স্মরণে নির্মিত মিনার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানবীয় সাংস্কৃতিক স্থাপত্য। একই চেতনায় একই আদলে আর কোনো সাংস্কৃতিক স্থাপত্য এত বেশি সংখ্যায় বিশ্বে আর বানানো হয়নি। পৃথিবীর আর কোনো দেশে আর কোনো জাতীয় ঘটনার স্মরণে এত বেশি অসাম্প্রদায়িক ও মানবিক স্থাপত্য নির্মিত হয়নি। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কল্যাণে শহীদ মিনার ও একুশে আজ বিশ্বায়িত। আমি মনে করি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই শহীদ মিনার থাকা উচিৎ।
ঠাকুরগাঁও জেলায় ১৩২ টির মধ্যে সদর উপজেলায় ৪৬ টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এর মধ্যে দাখিল পর্যায়ে ৩১ টি মাদ্রাসা হলো দেহন রৌশনপুর দাখিল মাদ্রাসা, মন্ডলাদাম, মাদারগঞ্জ পাগলাপীর, সিংগিয়া ইসলামিয়া, কেয়ারীগাঁও আলহাজরবিউল্লা ভুইয়া, ডোডাপাড়া নেছারিয়া দরুচ্ছুন্নাত, আখানগর বলিতাপুকুর, লাউধুতি দারুল উলুম, খোশবাজার কুমারপুর উন্মুহাতুল মোনৌন (রা:) মহিলা, আখানগর বলিতাপাড়া আদর্শ, পূর্ব বেগুনবাড়ী নতুনপাড়া, পুরাতন ঠাকুরগাঁও, বাঁশগাড়া সিরাজুল হুদা, বরুনাগাঁও দাখিল, ঝাড়গাঁও রহমানিয়া, আসান নগর কাদেরিয়া ইসলামিয়া, মধুপুর ঈদগাঁহ, ফেরসাডাঙ্গী, কিশমত চামেশ্বরী ঈদগাহ, সিন্দুর্না পাঁচপীর, পূর্ব ফকদনপুর, কাচনা তালতলী, রুহিয়া উন্মুল মোমেনিন হযরত আ:- কোঃ (রা:) বালিকা, ছিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন, দেওগাঁও ইসলামিয়া, হারাগাছ পাড়া জান্নাতুল ফেরদৌস, কশালগাঁও একরামিঞা, কিসমত দৌলতপুর,চৌরঙ্গী, কলিকাগাঁও ডি-হাট, বালিয়ারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসাগুলো হলো শশরগুন আলিম মাদ্রাসা, ভেড়ভেড়ী, রহিমানপুর ইউআই, বড়গ্রাম, উত্তর হরিহরপুর, শিবগঞ্জ সিনিয়র, বালিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। ফাজিল মাদ্রাসাগুলো হলো রম্মাহিয়া ছালেহিয় দাঃ ফাজিল মাদ্রাসা, ভেলাজান আনছারিয়া, গড়েয়া, বেগুনবাড়ী ও দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা। কামিল মাদ্রাসাগুলো হলো সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ও খোশবাজার এস.ডি কামিল মাদ্রাসা।
বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ২৫টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ১৯টিতে ভানোর দাখিল মাদ্রাসা, নাগেশ্বরবাড়ী, বড় পলাশবাড়ী, রতœাই উদয়পুর, বালিয়াতঙ্গী দারমুল উলুম, মধ্য চাড়োল আজিজিয়া, সনগাঁও ইসলামিয়া, বালিয়া বেলসারা জাওনিয়া ছোট লাহিড়ী, মাছখুরিয়া কালডাঙ্গা, ধনতলা, বিশ্রামপুর, দোগাছি ইসলামিয়া, ডালিমপাড়া সাপটি, চোচপাড়া ইসলামিয়া, বামুনিয়া হযরত কালুপীর', পারস্ময়া কিসমত, দুর্গাপুর ও পারদের্শীপাড়া দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে মধুপুর নয়াদিঘী এম রফিক, লাহিড়ী সিনিয়র, বড় পলাশবাড়ী ইসলামিয়া ও ভানোর আলিম মাদ্রাসা। ফাজিল মাদ্রাসাগুলো হলো কালমেঘ ঈদগাহ ফাজিল মাদ্রাসা ও লাহিড়ী ফাজিল মাদ্রাসা।
রানীশংকৈল উপজেলায় মোট ২২টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ১৯টি হলো পাঁচপীর দাখিল মাদ্রাসা, ভরনিয়া, বাংলাগড়, কাউনসিল হাট ঈদগাহ, মুন্সি আব্দুল্লাহ, মুরাদ বঙ রহমানিরা, বনগাঁও, চাপোড় পাব্বর্তীপুর, রানীশংকৈল, গোগর আদর্শ, ভেলাই, রাতের (আর) এফ এস, কাদিহাট বেগুনবাড়ী, হোসেনগাঁও, সি এস দাখিল, রাউতনগর আদর্শ, চন্দনচহট আলহাজ্ব ইমার উদ্দীন, দুল্লভপুর ও লক্ষীরহাট নুর আলা দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে নেকমরদ পীর নাছেরিয়া ইসলামিয়া ও আরজি কিসমত সিন্দাগড় আলিম মাদ্রাসা এবং কামিল পর্যায়ে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা। পীরগঞ্জ উপজেলায় মোট ২৪টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ২০টির মধ্যে ভেলাতৈড় দরবগাজী দাখিল মাদ্রাসা, রনশিয়া হামিদিয়া, গুয়াগাঁও মহিলা, সূর্যপুর, আমবালা, আলাহাজ্ব শাশোর মন্ডল, চন্দরিয়া ঈদগাঁহ বেগুনগাঁও, কোষাডাংগীপাড়া, মহাম্মদপুর, বেলদহী, মহেষপুর দারুলহুদা, ইসলামপুর, নারায়নপুর গোয়াল্পাড়া মহিলা, কানাড়ী, বড়বাড়ী বোলদিয়ারা, ভোমরাদহ ইসলামিয়া, থুমনিয়া হাজিপাড়া, লোহাগাড়া দাখিল মাদ্রাসা ও শিমুলবাড়ী দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে মাদ্রাসাগুলো হলো ভামদা আলিম মাদ্রাসা ও ভেবড়া আলিম মাদ্রাসা। কামিল পর্যায়ে হাটপাড়া ফাজিল মাদ্রাসা ও পীরডাংগী এস আই ফাজিল মাদ্রাসা।
হরিপুর উপজেলায় মোট ১৫টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ১১টির মধ্যে খামার ঈদগাহ দাখিল মাদ্রাসা, শিহিপুর সাখাওয়াৎ, গেনুড়া মারাধার, বরমপুর ইসলামিয়া, তিনুয়া কাদেরিয়া, জামুন হাজী নৈমুদ্দিন, তোররা ইউসুফিয়া, গেদুড়া ইউনিয়ন কেন্দ্রীয়, বকুয়া, তোররা বালিকা দাখিল মাদ্রাসা ও ভাতুরিয়া আদর্শ দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে হরিপুর আলিম মাদ্রাসা, বীরগড় ডি.এস. আলিম মাদ্রাসা ও আসলেউদ্দীন প্রধান সিনিয়র মাদ্রাসা এবং ফামিল পর্যায়ে বনগাঁও ফাজিল মাদাসায় এ পর্যন্ত কোন শহীদ মিনার স্থাপন করা হয়নি।
জেলা শিক্ষা অফিসার মো: শাহিনআকতার জানান, ঠাকুরগাঁও জেলার ১৩২ টি মাদ্রাসায় এখনও শহীদ মিনার স্থাপিত হয়নি। আমি উদ্ধতন কর্মকর্তাদের সাথে এ ব্যাপারে কথা বলবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মোঃ রাফিউল আলম জানান, বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে অবগত হলাম। উদ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার-শাখাওয়াত হোসেন
যুদ্ধবিরতি চুক্তি : প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
কালবিলম্ব না করে অবাদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
গাজার 'মানবিক অঞ্চল' নিয়ে উদ্বেগ ,ইসরায়েলি আক্রমণ অব্যাহত
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন