ঢাকা   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১ আশ্বিন ১৪৩১

রাতভর দুই হলের সংঘর্ষে রণক্ষেত্র জাবি, ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ

Daily Inqilab জাবি সংবাদদাতা

০৬ মার্চ ২০২৪, ০৬:৫৬ পিএম | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ০৬:৫৬ পিএম

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল ও শেখ রাসেল হলের মধ্যবর্তী দেয়াল ভাঙাকে কেন্দ্র করে ওই দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় হলের মধ্যে কয়েক দফা ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত সন্ধ্যা সাতটা থেকে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাত সাড়ে নয়টা থেকে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা শাখা এবং আশুলিয়া ও সাভার থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা যায়, গত বছরের জানুয়ারিতে শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন রাস্তায় স্থায়ী দেয়াল নির্মাণ করা হয়। ফলে যাতায়াতে অসুবিধাসহ বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগ করেন শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীরা। সর্বশেষ গত সোমবার থেকে দেয়াল ভাঙার দাবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু করেন শেখ রাসেল হলের শিক্ষার্থীরা। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সন্ধ্যায় দেয়ালটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি অঙ্কনের চেষ্টা করেন শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা। সে সময় শেখ রাসেল হলের শিক্ষার্থীরা দেয়ালে বঙ্গবন্ধুর গ্রাফিতি অঙ্কনে বাধা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল ভাঙা নিয়ে দুই হলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শেখ রাসেল হলের শিক্ষার্থীরা শহীদ রফিক-জব্বার হলের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে উভয় হলের মধ্যে কয়েক দফায় ইটপাটকেল ও পেট্রোলবোমা সদৃশ আগুন নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে। সংঘর্ষের মধ্যেই দেয়াল ভেঙ্গে দেন শেখ রাসেল হলের শিক্ষার্থীরা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে শহীদ রফিক-জব্বার হলের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রেজাউল ও নিশাত গুরুতর আহত হয়েছেন। আহত অন্যদের পরিচয় জানা যায়নি।

শেখ রাসেল হলের কয়েকজন শিক্ষার্থী জানান, শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন রাস্তায় স্থায়ী দেয়াল নির্মাণের কারণে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে বটতলায় খাবার খেতে যেতে হয়। তাই আসন্ন রমজান মাসে এই ভোগান্তি কমাতে একাধিকবার প্রশাসনের কাছে দেয়াল ভাঙার দাবি জানিয়েছেন। কিন্তু দেয়ালটি যাতে ভাঙা না যায়, সে জন্য শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর গ্রাফিতি আঁকা শুরু করেন।

এদিকে চার দফা দাবি জানিয়ে গত বছর দেয়ালটি নির্মাণ করা হয়েছে বলে জানান শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- শহীদ রফিক-জব্বার হলের সীমানা প্রাচীর নির্মাণ ও খেলার মাঠ নির্দিষ্টকরণ, হলের সকল অব্যবস্থাপনা দূর করে স্যানিটাইজেশন ব্যবস্থা সংস্কার ও হলের মসজিদে স্থায়ী ইমাম নিয়োগ, ডাইনিংয়ের অব্যবস্থাপনা দূরীকরণ ও কমনরুমের প্রয়োজনীয় উপকরণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলের বিকল্প রাস্তার ব্যবস্থা করা।

অন্যদিকে সন্ধ্যা সাতটা থেকে শহীদ রফিক-জব্বার হল ও শেখ রাসেল হলের মধ্যে উত্তেজনা দেখা দিলেও শেখ রাসেল হল প্রশাসনের কেউই ঘটনাস্থলে আসেননি। তারা প্রায় সাড়ে তিনঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর তাজউদ্দীন শিকদার বলেন, ‘একটা ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলাম। পরে সংঘর্ষের খবর পেয়ে এসেছি। ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছি।’

শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ প্রফেসর শাহেদ রানা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে হলে আসি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।’

এদিকে সংঘর্ষের জেরে গতকাল বুধবার (আজ) সকালে ভাঙা দেয়ালের পাশেই এক্সেভেটর এনে গর্ত খনন করেছেন শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা। এছাড়া এদিন দুপুরে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগও উঠেছে। তাদের মধ্যে, দুইজন শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক ছাত্র। এ ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সবশেষ উদ্ভূত সমস্যা সমাধানে গতকাল বিকালে শহীদ রফিক-জব্বার হল ও শেখ রাসেল হলের শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আলোচনা চলছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘দুই হলের রাস্তার মধ্যবর্তী একটি দেয়ালকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের শুরু। প্রক্টরিয়াল টিমের সদস্যরা শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেন, তবে তাঁদের থামানো যাচ্ছিল না। পরে পুলিশের সহযোগিতা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. নূরুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছি।’


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

কৃষিকেই প্রধান অবলম্বন করতে হবে

কৃষিকেই প্রধান অবলম্বন করতে হবে

দৈনন্দিন সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে হবে

দৈনন্দিন সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নিতে হবে

বাংলাদেশকে সম্মানিত করেছেন ড. ইউনূস

বাংলাদেশকে সম্মানিত করেছেন ড. ইউনূস

জবিতে ট্রেজারার পদে আলোচনায় বিবিএর তিন শিক্ষক

জবিতে ট্রেজারার পদে আলোচনায় বিবিএর তিন শিক্ষক

এভাবে চলতে দিতে পারি না আমরা : জাতিসংঘ

এভাবে চলতে দিতে পারি না আমরা : জাতিসংঘ

নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন মুফতি রুহুল আমীন উলামা পরিষদ গোপালগঞ্জ

নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন মুফতি রুহুল আমীন উলামা পরিষদ গোপালগঞ্জ

পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে গাজায় : এরদোগান

পশ্চিমা নৈতিকতার মৃত্যু ঘটেছে গাজায় : এরদোগান

ঝাড়খন্ডে বিজেপি জিতলে এনআরসি

ঝাড়খন্ডে বিজেপি জিতলে এনআরসি

তথ্য সংশোধন ও সংযোজনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের খসড়া তালিকা প্রকাশ

তথ্য সংশোধন ও সংযোজনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের খসড়া তালিকা প্রকাশ

ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ কেবল যুক্তরাষ্ট্র থামাতে পারবে : লেবানন

ইসরাইল-হিজবুল্লাহ সংঘর্ষ কেবল যুক্তরাষ্ট্র থামাতে পারবে : লেবানন

গাজায় সর্বাত্মক যুদ্ধের বিরুদ্ধে বিশ্বনেতাদের হুঁশিয়ারি

গাজায় সর্বাত্মক যুদ্ধের বিরুদ্ধে বিশ্বনেতাদের হুঁশিয়ারি

অভ্যুত্থানবিরোধীদের মৃত্যুদ- কার্যকর করছে মিয়ানমার জান্তা, উদ্বেগ

অভ্যুত্থানবিরোধীদের মৃত্যুদ- কার্যকর করছে মিয়ানমার জান্তা, উদ্বেগ

১৫তম বিসিএস ফোরামের আহবায়ক কমিটি গঠন

১৫তম বিসিএস ফোরামের আহবায়ক কমিটি গঠন

শত কোটি টাকার অবৈধ সম্পদ ভুঁইয়া পরিবারের

শত কোটি টাকার অবৈধ সম্পদ ভুঁইয়া পরিবারের

ইসলামে মানবসম্পদ ও অর্থনৈতিক গুরুত্ব

ইসলামে মানবসম্পদ ও অর্থনৈতিক গুরুত্ব

ওলিদের আল্লাহপ্রেম

ওলিদের আল্লাহপ্রেম

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে জেলা জামায়াতের সাথে পূজা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে জেলা জামায়াতের সাথে পূজা কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিদ্রোহী সীমালংঘনকারীদের জন্য কেউ কাঁদে না

বিদ্রোহী সীমালংঘনকারীদের জন্য কেউ কাঁদে না

প্রশ্ন: চিরদিন কাহারও কি সমান যায়?

প্রশ্ন: চিরদিন কাহারও কি সমান যায়?