ফেরিতে বাড়তি ভাড়ার প্রতিবাদে আরিচা-কাজিরহাট নৌরুটে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ
০৬ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম
আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরিতে বাড়তি ভাড়া দিতে নারাজ ট্রাক শ্রমিকরা। এ নিয়ে কাজিরহাট ঘাটে ফেরির বুকিং স্টাফ ও যানবানহ শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন স্থানীয়রা। ফেরিতে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে বুধবার সকাল ১০টা সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজিরহাট ঘাটে পারের জন্য ট্রাক শ্রমিকরা কোন গাড়িই বুকিং দিতে দেয়নি। এসময় উক্ত নৌরুটে ৯ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়তে হয় আরিচা ও কাজিরহাট ঘাটে ফেরি পারাপার হতে আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে।
ভুক্তভোগী ট্রাক শ্রমিকরা জানিয়েছেন, ২০টন পর্যন্ত সরকার নির্ধারিত ট্রাকের ভাড়া রয়েছে ২০৪০টাকা। ওভারলোড হলে তা বেড়ে ৩ হাজার থেকে ৩২শ’ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তুু এখন সেই ভাড়া বেড়ে ৪ হাজার থেকে ৪ হাজার ৫শ’টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এটি যেন মড়ার উপর খড়ার ঘা ছাড়া আর কিছু নয়। বাড়তি ভাড়া না দিলেই তাদেরকে টিকিট দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ট্রাক চালকরা। অধিকাশং ট্রাক শ্রমিকরা একটু বাড়তি সুবিধা নেওয়ার জন্যই আরিচা-কাজিরহাট নৌরু ব্যবহার করে থাকে। সেই সুযোগ-সুবিধা যদি না থাকে তাহলে তাড়া উক্ত নৌরুট ব্যবহার করবেন বলে জানিয়েছেন তারা।
এছাড়া ঘাট এলাকাগুলোতে দালালের উৎপাত বেড়েই চলছে। এদের কারণে ঘাটে কোন নিয়ম-শৃংখলা নেই বললেই চলে। কাজিরহাট ফেরি ঘাটে এসব দালালদের হাতে জিম্মি হয়ে পড়েছেন ট্রাক শ্রমিকরা। দালালের মাধ্যমে ফেরির টিকিট না কাটলে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হয় ফেরি পারের জন্য।
ট্রাক চাল রাসেল শেখ বলেন, আগে আমরা সরকার নির্ধারিত ২০৪০টাকার ভাড়া ৩২০০টাকা দিয়ে পার হতাম। সেই ভাড়া এখন নাকি বাড়িয়ে ৪২০০টাকা করা হয়েছে। এর প্রতিবাদে কাজিরহাট থেকে ট্রাক শ্রমিকরা ফেরিতে গাড়ি লোড দিচ্ছে না। যে কারণে ঐ পার থেকে ফেরি আসছে না। আমরা বুধবার সকাল থেকে আরিচা ঘাটে এসে ফেরি পারের জন্য বসে আছি।
ট্রাক চালক আব্দুর রউফ মিয়া বলেন, আমি রাত ৩টা থেকে আরিচা ঘাটে এসে বসে আছি, বুধবার বিকেলেও ফেরি পার হতে পারিনি। কখন পার হবো তাও বলতে পারছি না। সকাল বেলায় ১/২টি ফেরি আরিচা থেকে ছেড়ে যাওয়ার পর আর কোন ফেরি আসেনি। শুনেছি ঐ পারে নাকি যে ভাড়া আমরা ৩২শ’ টাকা দিতাম সেটা এখন বাড়িয়ে ৪২শ’ টাকা করা হয়েছে। ট্রাক শ্রমিকরা এ বাড়তি ভাড়া দিতে চাচ্ছে না বলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া আমরা চালকরা টিকিট পাইনা আর দালালেরা এক সাথে ৮/১০টি করে টিকিট নিয়ে যায়। এতে আমরা খুব কষ্টের মধ্যে আছে।
ট্রাক চালক রাজু আহাম্মেদ বলেন,বুধবার সকলে আরিচা ঘাট থেকে ফেরিগুলো ছেড়ে গেলেও কাজিরহাট থেকে কোন আরিচা আসেনি। শুনেছে ওপার না কি ফেরির বাড়তি ভাড়া নিয়ে গাড়ি আর ফেরি স্টাফের মধ্যে ঝগড়া হয়েছে। যে কারণে কাজিরহাট থেকে ফেরি ছেড়ে আসছে না। আমরা ভোর বেলা থেকে আরিচা ঘাটে ফেরি পারের জন্য বসে আছি। কখন ফেরি পার হবো তাও বলতে পারছি না।
এব্যাপারে বিআইডব্লিউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে চলাচলকারি ফেরিতে পাথর বোঝাই যে সকল ট্রাক পারাপার হয় সেসব ট্রাকের অধিকাংশই ওভারলোড। আর এই ওভারলোডের জন্য বাড়তি টাকা দিতে হয়। ২০টন ওজনের একটি ট্রাকের সরকার নির্ধারিত ভাড়া রয়েছে ২০৪০টাকা। এর অতিরিক্ত হলেই প্রতি টনের জন্য বাড়তি ভাড়া ১৬০টাকা করে দিতে হবে। বাড়তি এই টাকা দিতে চাচ্ছে না ট্রাক চালকরা। আজ বুধবার কাজিরহাট ঘাট থেকে ওভারলোড ট্রাক চালকরা নিজেরাও ফেরিতে ট্রাক বুকিং দিচ্ছে না এবং অন্যান্য যানবাহগুলোকেও বুকিং দিতে দিচ্ছে না। যে কারণে আরিচা থেকে ছেড়ে যাওয়া ৪টি ফেরিই দীর্ঘ সময় কাজিরহাট ঘাটে গিয়ে নোঙর থাকে। এতে ফেরি চলাচলে সাময়িক বিঘœ ঘটেছে। তবে বুধবার সন্ধা ৭টার পর ট্রাক চালকদের সাথে একটি সমাঝোতা হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে