ভুয়া ওয়ারেন্টে ট্রেনের টিকিট নিতে এসে পঞ্চগড়ে যুবক আটক
০৮ মার্চ ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ১২:১০ এএম
পঞ্চগড়ে সেনাবাহিনীর ওয়ারেন্টে (সেনাবাহিনীর রেল টিকিটের বিশেষ চাহিদাপত্র) ট্রেনের ৪২টি টিকিট কালোবাজারির অভিযোগে আব্দুস সুবহান (২৫) নামের এক যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে তাকে আটক করা হয়। পরে বিকেলে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
আটক আব্দুস সুবহান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ঠাকুরগাঁওয়ের একটি কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। রেল পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও আব্দুস সুবহান সেনাবাহিনীর ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে ৪২টি টিকিট নিয়েছিলেন। পরে তিনি তা কালোবাজারে বিক্রি করে দেন। তার এই জালিয়াতির বিষয়টি জানতে পেরে তাকে হাতেনাতে ধরতে গত চার দিন ধরে অপেক্ষা করছিল পঞ্চগড়ের রেল বিভাগের লোকজন।
আজ বৃহস্পতিবার সকালে তিনি একই ধরনের ওয়ারেন্ট নিয়ে আবারও ৪২টি টিকিট নিতে স্টেশনে এলে সন্দেহ হয়। পরে স্টেশনমাস্টার মাসুদ পারভেজকে জানালে তাকে আটক করা হয়। পরে তাকে রেল পুলিশের হেফাজতে রাখার পর বিকেলে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী রেজাউন সিদ্দিক জানান, সকালে ওই যুবক সেনাবাহিনীর ওয়ারেন্ট দেখিয়ে কাউন্টারে ৪২টি টিকিট নিতে এলে সন্দেহ হয়। বিষয়টি সঙ্গে সঙ্গে স্টেশনমাস্টারকে জানালে তাকে আটক করে পঞ্চগড় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মাসুদ পারভেজ বলেন, আমাদেরকে ইতিপূর্বে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সতর্ক থাকতে বলেছিল যে সেনাবাহিনীর ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে রেল বিভাগের টিকিট জালিয়াতি করা হয়। তাই আমরা বিষয়টি নিয়ে সজাগ ছিলাম। আটক হওয়া সুবহান এর আগেও সেনাবাহিনীর ওয়ারেন্ট দেখিয়ে ৪২টি টিকিট নিয়েছিলেন। আব্দুস সুবহান টিকিট নিতে এসে জানায়, আগামী ১৭ মার্চ সেনাবাহিনী ও নৌবাহিনীর ৪২ জনের একটি দল পঞ্চগড়ের একটি হাসপাতাল ভিজিট করতে আসবেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি, পঞ্চগড়ে এ ধরনের কোনো প্রোগ্রাম নেই। এরপর তাকে আমরা আটক করে দিনাজপুর রেল পুলিশের হাতে সোপর্দ করি।
দিনাজপুর রেলওয়ে থানা পুলিশের এসআই জেসমিন আক্তার সাংবাদিকদের বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রেলওয়ের পুলিশ ফোর্সসহ পঞ্চগড় স্টেশনে ছুটে আসি। সেনাবাহিনীর একটি অসম্পূর্ণ ওয়ারেন্ট ও কিছু কাগজপত্র জব্দসহ প্রতারণার অভিযোগে আব্দুস সুবহান নামের ওই যুবককে আমাদের কাছে সোপর্দ করা হয়। তাকে দিনাজপুর রেলওয়ে থানায় নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে