ফেনীতে আল্লাহর ৯৯ নাম সম্মলিত ইসলামিক ভাস্কর্যের উদ্বোধন
১৮ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১২:২৩ পিএম
ফেনী পৌরসভায় স্থাপিত হলো আল্লাহর ৯৯টি নাম সম্বলিত একটি ইসলামিক ভাস্কর্য। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মিজান রোড়ে সোনালী ব্যাংকের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানটিকে ‘শান্তি চত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, মিজান ময়দানে জেলার সব বড় বড় প্রোগ্রাম হয়। এখানে ঈদের জামাতসহ আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন হয়। সে ময়দানের সম্মুখে আল্লাহর নাম সম্বলিত এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদের জন্য এসব আবেগের। ফেনীর মানুষ শান্তিতে বিশ্বাসী আমরা শান্তিতে থাকতে চাই।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, ফেনী পৌরসভার অর্থায়নে ইসলামিক ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। মুসলিম দেশ হিসেবে ইসলামের বিভিন্ন নিদর্শন, আল্লাহ ও রাসূলের নাম মানুষের সামনে উপস্থাপন করা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে এ ভাস্কার্যটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এগুলো দেখে মানুষ যাতে আল্লাহ ও রাসূল এবং ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে।
এছাড়াও ফেনী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইসলামিক ভাস্কর্যের মাধ্যমে শহরকে সু-প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করছি শহরের আরও জন-গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ইসলামিক নিদর্শন স্থাপনের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের পরিচিতি এখান থেকে আরও বেশি উন্মোচিত হবে। ভাস্কর্যটির উপরে চারটি এলইডি জয়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। যার মাধ্যমে কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম ও সাংস্কৃতিক প্রোগ্রাম করা হবে বলে জানান তিনি।
পৌরসভা সূত্রে জানা যায়, দুই মাসের মধ্যে এ ইসলামিক ভাস্কর্যটির কাজ সমাপ্তি করেন নিউ স্মার্ট জেনারেল সার্ভিস নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, এই ভাস্কার্যটিতে ৭ হাজার এলইডি লাইট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: মাহমুদুল হাসান, প্যানেল মেয়র জয়নাল আবেদিন লিটন হাজারী, কাউন্সিলর সাইফুর রহমান, কাউন্সিলর হারুন মজুমদার, কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, কাউন্সিলর কহিনুর আলম, কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, কাউন্সিলর খালেদ খান, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সাইফুল্লাহ, কোর্ট মসজিদের খতিব মাওলানা মীর হোসেন, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিকে ফেনীর প্রাণকেন্দ্রে নান্দনিক এই ইসলামিক ভাস্কর্যটি উদ্বোধনের পর থেকে ধর্মপ্রাণ তৌহিদী জনতা ও বিভিন্ন পেশার মানুষ এটি দেখার জন্য ভিড় করেন। অনেকে এ ভাস্কর্যের সৌন্দর্য্য উপভোগ করেন এবং সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
আল্লাহর ৯৯ নাম সম্মলিত ইসলামিক ভাস্কর্যের সৌন্দর্য্য উপভোগ করতে আসা কয়েকজন ধর্মপ্রাণ মসল্লির অনুভূতি জানতে চাইরে তারা বলেন, ফেনীর জনপদে মহান আল্লাহ পাকের ৯৯টি নামের উপরে সুন্দর একটি ইসলামিক ভাস্কর্য স্থাপন করে ফেনীর পৌর মেয়র স্বপন মিয়াজি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এর আগেও আরো কয়েকটি সুন্দর সুন্দর ইসলামিক ভাস্কর্য স্থাপন করেছেন,তার মধ্যে এ ভাস্কর্যটি ব্যতিক্রম। ইসলাম প্রিয় মেয়রের এ উদ্যোগ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়াবে বলে তারা মনে করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত
হামাস বন্দি তালিকা না দিলে অস্ত্রবিরতি স্থগিত : নেতানিয়াহু
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা, আটক-১
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ