ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না -রেলপথমন্ত্রী
২৩ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম | আপডেট: ২৩ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। এজন্য বিএনপি আস্তে-আস্তে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জোট সরকারের আমলের রেলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নতুন-নতুন রেল পথ নির্মাণ করে চলেছেন। চট্রগ্রাম-কক্সবাজার রেল পথ নির্মাণ করে পর্যটননগরী কক্সবাজারের সাথে রেলের যোগাযোগ স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী ঢাকা-বরিশাল-পায়রাবন্দর রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। তিনি রেল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করছেন। রেল জাতীয় সম্পদ। যাত্রীদের জীবনের মূল্য আনেক বেশি। যারা জাতীয় সম্পদ ধ্বংস করে ফায়দা লুটতে চায়। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। মাঝে-মাঝে রেল দুর্ঘটনা ঘটছে। তদন্ত হচ্ছে। আমরা যতটুকু বুঝার বুঝে নিয়েছি। রেল দুর্ঘটনার সাথে কারো সম্পৃক্ততা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার ঢাকা-চট্রগ্রাম রেলপথের হাসানপুর ও গুণবতী রেলস্টেশনের মধ্যবর্তী তেজের বাজার এলাকায় রেলদুর্ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় কালে মন্ত্রী এসব কথা গুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, সদস্য শফিকুর রহমান এমপি, সংরক্ষিত মহিলা এমপি নুরুন্নাহার বেগম, রেলওয়ে সচিব হুমায়ুন কবির, রেলওয়ে মহাপরিচালক সরদার সাহাদাত আলী, পূর্বাঞ্চল মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, রেলওয়ে পুর্বাঞ্চল প্রধান প্রকৌশলী আবু জাফর, রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিাসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহজাহান চৌধুরী শিপন, মনির আহমেদ, প্রত্যক্ষদর্শী কামাল প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, রেল দুর্ঘটনার সাথে কারো সম্পৃক্ততা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটি টিম ওয়ার্কে কাজ করছি। যাত্রীদের যাতে নিরাপদে পৌঁছে দিতে পারি আমরা সে লক্ষে কাজ করছি। এখানে বার বার ট্রেন দুর্ঘটানার ঘটনা ঘটছে। তাই আমরা সংসদীয় কমিটির সদস্যগণ সরেজমিনে পরিদর্শন করার জন্য ছুটে এসেছি। আজকে ঘটনাস্থলে আমরা আসার এ খবরে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। আমদের পরিদর্শন ও তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট প্রাপ্তির মাধ্যমে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করব। আপনাদের সবার সহযোগিতা নিয়ে রেলদুর্ঘটনা রোধে আমরা কাজ করবো। জনসাধারণ সচেতন হলে রেলের যাত্রা নিরাপদ হবে। রেলের যেখানে স্লিপার দুর্বল আছে সেখানে আবার কেউ রেলের রেললাইন কেটে নাশকতা করতে যায় কিনা এলাকাবাসী উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলাবাহিনীকে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আমরা সবার সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। মন্ত্রী রেলদুর্ঘটনাকালীন সময়ে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের ব্যক্তিগণ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসা প্রদান ও অন্য যাত্রীদের গন্তব্যস্থানে পৌছে দেয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য ধন্যবাদ জানান।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী বলেছেন, রেল দুর্ঘটনায় রেলের গাফিলতি আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। রেল জনগণের সম্পদ। বিএনপি জোট সরকারের সময়ে তা ধ্বংস করা হয়েছে। আমরা রেলপথের কাজে কোন ত্রুটি আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখে মেরামতের করে দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিব। এস্থানের রেলদুর্ঘটনার বিষয়টি আমরা গুরুত্বের সাথে নেওয়ায় রেলপথমন্ত্রী নিজেই ঘটনাস্থলে এসেছেন। রেলপথের যেসব স্থানে ক্রটি আছে সেগুলো যাতে দ্রুত মেরামত করা হয় আমরা সে বিষয়েও কাজ করছি।
উল্লেখ্য, গত ১৭মার্চ (রবিবার) ঢাকা- চট্রগ্রাম রেলপথের নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের হাসানপুর রেল স্টেশনের অদুরে শিহর তেজের বাজার নামক স্থানে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়ে ১৮টি কোচের মধ্যে ৯টি কোচ লাইনচ্যুত হয়। এতে অন্তত ১৫জন আহত
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত