আগামীকাল কুষ্টিয়ার অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব
২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:১২ এএম
কুষ্টিয়ার কুমারখালির ছেউড়িয়ার লালনের মাজারে আগামীকাল ২৪ মার্চ, রবিবার অনুষ্ঠিত হবে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে একদিনের লালন স্মরণোৎসব ও দোল উৎসব।
পবিত্র রমজানের কারণে এ বছর উৎসব সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে মাজার প্রাঙ্গণে লালন ভক্ত, অনুসারী, সাধু ও বাউলদের আগমন তেমন একটা ঘটেনি। যারা এসেছেন তারা মাজারের ভেতরে আসন পেতে বসেছেন।
উৎসবকে ঘিরে কালিন্দীর পাড়ে বসছেনা গ্রামীণ মেলা। থাকছে না উৎসব মঞ্চ। তারপরও মাজারে আসা সাধু সকল মাহাত্ম্য লালন সাঁইজিকে স্মরণ করবেন তাদের নিজস্ব রীতিতে।
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এই প্রতিপাদ্য নিয়ে এবার কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়া বাড়িতে অনুষ্ঠিত হবে বাউল সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে একদিনের লালন স্মরণোৎসব ও দোল উৎসব। সৃষ্টির সেরা জীব এই মানুষকে ভজন-সাধন করলে বর্তমানেই অমূল্য নিধি বা স্রষ্টার সান্নিধ্য লাভ সম্ভব বলে ভাববাদী স্রষ্টা ফকির লালন সাঁইজি তার বাণীতে বলেছেন।
তার মতে কোন জাতপাত নয়, সকলেই সমান। লালন সাঁইজি তার জীবদ্দশায় শিষ্যদের নিয়ে দোল পূর্ণিমা রাতে ছেঁড়িয়ার কালীগঙ্গা নদীর তীরে রাতভর ভাব তত্ত্বকথা আলোচনা ও বাণী পরিবেশন করতেন।
তার মৃত্যুর পরও ভক্তবৃন্দ-শিষ্যরা বিশেষ এ দিনটি পালন করে আসছেন যুগ যুগ ধরে। দোল পূর্ণিমা চাঁদের সাথে দেহচাঁদের যে সম্মিলন, যে যোগসূত্র সেটিকে খোঁজার চেষ্টা করেছেন লালন সাঁইজি। সেই যোগসূত্রের সন্ধানে সাঁইজির ধামে শিষ্যরা ছুটে আসেন আত্মশুদ্ধির পথ খুঁজতে। লালন অনুসারীদের মতে দোল উৎসব সাধুসঙ্গে সাধুদের মিলনমেলায় আত্মশুদ্ধির মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাওয়া যায়। তাদের মতে এ পথই সত্য পথ। আর এমন কথাই জানালেন উৎসবে আসা লালন ভক্তরা।
এমটি জানিয়েছেন সাঁইজির আখড়াবাড়ির উৎসবে আসা প্রবীণ সাধু বলাই শাহ।
এ বছর পবিত্র রমজান মাসের কারণে লালন স্মরণোৎসব সংক্ষিপ্ত করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন না থাকলেও সাধুসঙ্গের আয়োজন যথারীতি থাকবে। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বলে জানিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুবুল হক।
লালন একাডেমীর আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় একদিনের লালন স্মরণোৎসব রবিবার বিকেল ৩টায় লালন একাডেমী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মো. এহতেশাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া-৪ (খোকসা- কুমারখালী) আসনের এমপি আবদুর রউফ, কুষ্টিয়া পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজগর আলী।
আলোচক থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক এ্যাড. লালিম হক। আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হবে লালন স্মরণোৎসব। তবে সাঁইজির ধামে আসা লালন ভক্ত ও সাধুবৃন্দ সাঁইজিকে স্মরণ করবেন তাদের রীতি অনুযায়ী।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত