কুমিল্লার মাকের্টগুলোতে ভারতীয় পণ্য বর্জনের নেতিবাচক প্রভাব পড়ছে
২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এখন ‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইনে উত্তাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান হয়ে রাজনীতি মাঠে গড়িয়েছে তাতে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবারের ঈদ বাজারে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে ক্রেতাদের একটি বড় অংশই দৃঢ় অবস্থান করছে। কুমিল্লার ঈদ বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
ঈদের আরও ১৬/১৭দিন বাকি। কিন্তু নগরীর শপিংমল, দেশিয় ব্র্যান্ডের বিভিন্ন হাউজ ও মার্কেটের দিকে তাকালে মনে হবে এই বুঝি ঈদ এসে গেলো। এবারে ঈদকে সামনে রেখে দশ রোজার পর থেকেই নগরীর মার্কেট ও দেশি ব্র্যান্ডের ফ্যাশন হাউজে শুরু হয়েছে অভিভাবকসহ তরুণ-তরুণীদের ড্রেস ও প্রয়োজনীয় পন্যসামগ্রী কেনাকাটার ধূম। এবারে পোষাক থেকে শুরু করে জুতা, কসমেটিকস, গহনা সহ ঈদ আনুষঙ্গিক সকল জিনিষপত্রের দাম গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। দাম বাড়লেও কেনাকাটা তো থেমে নেই। কারণ মুসলমানদের সর্ববৃহৎ ঈদোৎসব বলে কথা।
ঈদকে সামনে রেখে কুমিল্লায় একদিকে বাহারি পোষাকের সম্ভার নিয়ে সেজেছে বিভিন্ন দেশিয় ব্য্যান্ডের শো-রুমগুলো। আরেকদিকে নগরীর বড় ছোট শপিংমলগুলোতে ভারতের মুম্বাই ও কোলকাতার থ্রিপিসসহ মেয়েদের বিভিন্ন আইটেমের পোষাক বেচাবক্রিতে এবারে ‘ইন্ডিয়া আউট’ প্রভাব পড়েছে। ভারতের আইস্তা, রাখী, বর্ষা, কাভি, কোরা, কিলল, জিবা, রিলেসা, সামার, মিলান, আনজারা ব্র্যান্ডের কটন ও জর্জেট কাপড়ের থ্রিপিসের জায়গা থেকে কুমিল্লার তরুণীদের দৃষ্টি ফিরেছে পাকিস্তানের গুলজি, মর্জা, আগানূর, তায়াক্কাল, রাঙরাসিয়া, রুহাই সাকুন, মাহাজাল, বিনসাইদ, বিনহামিদ, মার্শাল, আলিয়াসহ আরো বেশকিছু ব্র্যান্ডের থ্রিপিসের দিকে। তবে সব য়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের একটি বড় অংশ দেশিয় ব্র্যান্ডের হাউজগুলোর দিকে ঝুঁকেছে। শুক্রবার ও শনিবার ছুটিরদিন হওয়ায় দেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন হাউজ ও শপিংমলের দোকানগুলোতে জমে ওঠে ঈদের কেনাকাটা। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশিব্র্যান্ডের হাউজগুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। সন্ধ্যার বৃষ্টিতে ক্রেতা সমাগম কমে যায়।
তরুণ-তরুণীদের আকৃষ্ট করতে নগরীর নজরুল এভিনিউতে দেশি ব্র্যান্ডের আড়ং, ফড়িং, জেন্টেল পার্ক, রঙ, অঞ্জনস, কে-ক্রাফট, টুয়েলভ, বাদুরতলায় ইনফিনিটি, সেইলর, আর্ট, ক্যাটসআই, লাকসাম রোডে টপটেন, ইজি, ঝাউতলায় দর্জিবাড়িসহ আরও বেশকিছু ফ্যাশন হাউজের শো-রুমে নানা ডিজাইনের ড্রেস প্রদর্শন করা হয়েছে। নগরীর মনোহরপুর নূর মার্কেটে থ্রিপিস কিনতে আসা নগরীর কান্দিরপাড় এলাকার সালমা, বাগিচগাঁও এলাকার রোকসানা সূচি, গাংচরের তাবাসসুম, আনজুম জানান, ফেসবুকে ভারতীয় পণ্যবর্জনের যে ক্যাম্পেই চলছে তাতে আমরাও সাড়া দিয়েছি। প্রায় ঈদে তো ইন্ডিয়ান থ্রিপিস কিনি, এবারে আড়ং থেকে কিনেছি এবং বিদেশি পণ্যের প্রতি মোহ থাকায় পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিস কিনেছি রিলেশান থেকে।
দেশি-বিদেশি থ্রিপিস সেন্টার রিলেশানের পরিচালক আলী হায়দার কামাল জানান, ভারতীয় পণ্য বর্জনের ডাকে সম্ভবত ক্রেতারা সারা দিচ্ছেন, বেচাবিক্রির গতিতে এমনটাই মনে হচ্ছে। তবে এবারে উন্নত মানের দেশি থ্রিপিস ভাল বিক্রি হচ্ছে, আবার মেয়েরা এবারে পাকিস্তানি ব্যান্ডের থ্রিপিস বেশি পছন্দ করছে। কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের থ্রিপিস গত ঈদের তুলনায় এখন পর্যন্ত বিক্রির পরিমান কম হচ্ছে।
এবার ঈদে ডিজাইনে বৈচিত্র্যতা, নান্দনিকতা আর দেশীয় ভাবধারার পোশাকের সমারোহ ঘটেছে কুমিল্লায় বিভিন্ন দেশি ব্র্যান্ডের হাউজগুলোতে। কুমিল্লায় আড়ং এর ইনচার্জ শওকত জাহান রোজী জানান, এবারে রোজার শুরু থেকেই ক্রেতাদের ভালো সাড়া মিলছে। কুমিল্লায় অঞ্জনস’র ব্যবস্থাপক মাজিদ নূর জানান, বেশ সাড়া মিলছে ক্রেতাদের। মনে হচ্ছে, এবার ঈদে অন্য সময়ের তুলনায় ভালো বেচাবিক্রি হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ