অনৈক্য আর অশান্তি তৈরি কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না- ড. খলীলুর রহমান মাদানী
২৭ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম
বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ড. শায়খ খলীলুর রহমান মাদানী বলেছেন, ইলম, আমল ও ঐক্যের শক্তিকে আরও সুদৃঢ় করতে হবে। ইলমে দ্বীনের রাজ্যে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। আমল আখলাক, চলাফেরা, ওঠাবসা, লেনদেন তথা চারিত্রিক মাধুর্য দিয়ে আলোর দিকে ডাকতে হবে জাতিকে। তুচ্ছ বিষয়ে নিজেদের মধ্যে অনৈক্য আর অশান্তি তৈরি কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। ঐক্যবদ্ধভাবে দাওয়াতে দ্বীনের ময়দানে ভূমিকা রাখতে হবে।
আজ বুধবার উলামা মাশায়েখ পরিষদ সিলেট আয়োজিত মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী বলেন, ইখলাসের সাথে দাওয়াতে দ্বীনের ময়দানে ভূমিকা রাখতে হবে। ইকামাতে দ্বীনের পথে যথাযথ যোগ্যতা অর্জন করে ভূমিকা পালন করা জরুরী। মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিতর্কিত বিষয় এড়িয়ে চলতে হবে। প্রদর্শনেচ্ছা থেকে নিজেদেরকে হেফাযতে রাখতে হবে।
মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সহীহ নিয়্যাত নিয়ে উলামায়ে কেরামের দায়িত্ব পালন করে যেতে হবে। আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে।
হাফিজ আব্দুল হাই হারুন বলেন, দ্বীনের প্রচার প্রসারের পাশাপাশি দ্বীনের প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমাদেরকে আরও বেশী তৎপর হওয়া উচিৎ।
মাওলানা সোহেল আহমদ বলেন, সময়োপযোগী ভূমিকা পালনে আমাদেরকে সচেষ্ট থাকা উচিৎ। সর্বস্তরের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, মানবতার কল্যাণে আমাদেরকে নিবেদিত হওয়া উচিৎ। সমাজসেবামূলক কাজকর্মে নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, প্রকৃত আলেমেদ্বীন হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রেক্ষাপটকে সামনে রেখে কুরআন-সুন্নাহ'র আলোকে পথচলা অব্যাহত রাখতে হবে।
উলামা মাশায়েখ পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা ইসহাক আল মাদানী, পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, পরিষদের উপদেষ্টা হাফিজ আব্দুল হাই হারুন, পরিষদের উপদেষ্টা মাওলানা সোহেল আহমদ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।
আলোচনা পেশ করেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, পরিষদের সেক্রেটারি ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগরীর সভাপতি মাওলানা মুহাম্মাদ অলিউর রহমান সিরাজী, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা, সিলেটের মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা মতিউর রহমান, ওসমানীনগর আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকানদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
উপস্থিত ছিলেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি আলী হায়দার, সেক্রেটারি জেনারেল মাওলানা আ স ম আলা উদ্দীন, আলেমেদ্বীন মাওলানা আব্দুন নূর, মাওলানা মাহবুবুর রহমান নোমানী, মাওলানা আবুশ শহীদ, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আসাদুর রহমান, মাওলানা আবু সালেহ মুসা, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা খলীলুর রহমান, হাফিজ মাওলানা মুখলিসুর রহমান, হাফিজ মাওলানা হাফিজুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল বাসিত ও মাওলানা হেলাল আহমদ প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে