৭৬ দিন ধরে বন্ধ চিলমারী-রৌমারী ফেরি চলাচল, ঈদেও চলাচল নিয়ে সংশয়
৩১ মার্চ ২০২৪, ০২:২১ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ০২:২১ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌপথে আড়াই মাস ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সহ কুটিরচর এলাকায় পুরাতন বক্স কালভার্টটির বিকল্প রাস্তার কাজ শেষ না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার কথা জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘ প্রায় ৭৬দিন ফেরি চলাচল বন্ধ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিকল্প রাস্তা নির্মান কাজ চলছে ধির গতিতে বলে এলাকাবাসাীর অভিযোগ। তবে রাস্তা ব্রিজ সংস্কারের দীর্ঘ সময় নিয়ে জনমনে ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন।
অনেকেই বলছেন ফেরি চলাচল বন্ধ থাকলে নৌকায় যাত্রী বৃদ্ধি সহ অতিরিক্ত ভাড়া আদায়ে ঈদের মধ্যে ফেরি চলাচল বন্ধের পায়তারা করছেন একটি সিন্ডিকেট মহল।
জানাগেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)’র উদ্যোগে চিলমারী-রৌমারী নৌপথে দীর্ঘদিন ধরে নিয়মিত বিআইডব্লিউটিসি'র দুটি ফেরিতে পণ্যবাহীসহ বিভিন্ন প্রকার পরিবহন পারাপার করে আসছে। শুস্ক মৌসুমে ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট দেখা দেয়। নিয়মিত চ্যানেল খননের মাধ্যমে নাব্যতা সংকটকে অতিক্রম করে বিআইডব্লিউটিসি নিয়মিতভাবে ফেরিতে পণ্যবাহী গাড়ী পারাপার করে আসছিল।ফলে অতি অল্প সময়ে উত্তরাঞ্চলে পণ্যবাহী পরিবহনের জন্য এই রাস্তাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।এই পথে প্রতিদিন ৩০-৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করছিল। প্রায় আড়াই মাস পূর্বে রৌমারী ঘাট থেকে ২কি.মি.পরে কুটিরচর এলাকায় একটি পুরাতন বক্স কালভার্ট ঝুকিপূর্ণ হয়ে পড়ে। ফলে ঝুকিপূর্ণ ওই কালভার্টটির জন্য গত ১৩জানুয়ারী থেকে চিলমারী-রৌমারী ঘাটে ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ সময় পরে কালভার্টের পাশ্ব দিয়ে বিকল্প রাস্তার কাজ শুরু করে এলজিইডি। দীর্ঘ ৭৬ দিনেও কালভার্টের বিকল্প রাস্তার কাজ সম্পন্ন না করায় ফেরি চলাচল বন্ধের জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গাফিলতিকে দায়ি করছেন ভূক্তভোগী ও এলাকাবাসী। এদিকে বেশীদিন ফেরি চলাচল বন্ধ থাকয় নদের খননকৃত চ্যানেল আপনা আপনি বন্ধ হয়ে গেছে বলে ধারনা করছেন অনেকে। বিকল্প রাস্তার কাজ শেষ হলে চ্যানেল নতুন করে খনন করতে হতে পারে বলে একটি সুত্র জানায়। রবিবার দুপুরে চিলমারী বন্দর ঘাট এলাকায় গিয়ে দেখা যায়,দীর্ঘ আড়াই মাস ধরে ফেরি বন্ধ থাকায় রাস্তায় পণ্যবাহী কোন পরিবহন ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে দেখা যায়নি।
নৌকা চালক নজরুল ইসলাম বলেন, ফেরি চলাচল করলে আমাদের সমস্যা নাই তবে ঈদে ফেরি চললে নৌকার যাত্রী কম হয়। তাছাড়া নদীর পানি কম থাকায় আমার মনে হয় এবার ঈদের মধ্যে ফেরি চলাচল করবেনা।
স্থানীয় লোকজন বলছেন, দীর্ঘদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় বর্তমানে এই পথে কোন পরিবহন আসছে না। ফেরি চলাচল করলে পারাপার সুবিধা সহ ঈদের মধ্যে বাড়িতে আসা যাত্রীরা অনেক সুফল পেতো।
ফেরি কুঞ্জলতার মাষ্টার অফিসার রেজাউল করিম জানান, এ বিষয়ে আমাদের কমার্শিয়াল বিভাগের সাথে কথা বলেন। আসলে বিকল্প রাস্তাটির কাজ এখনও শেষ হয়নি। রাস্তা ব্রিজের সমস্যা সমাধান করা মুলত এক সপ্তাহের কাজ ছিলো। তিনি মনে করেন আড়াই মাস সময়ের মধ্যে নদী খনন করে ফেরি চলাচলের উপযোগী করা সম্ভব ছিলো।
ফেরি ঘাট ম্যানেজার(বাণিজ্য)প্রফুল্ল চৌহান জানান, আমরা ব্রিজের কাজটি শেষ হওয়ার অবধি অপেক্ষা করছি। ব্রিজ সহ রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত ফেরি চলাচল যাবে না।
তবে ঈদের আগে ফেরি চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
রৌমারী উপজেলা প্রকৌশলী মো.মনছুরুল হক জানান, কালভার্টটির ডাইভারসন রোডের কাজ প্রায় শেষের দিকে। আশা করছি আগামী রোববার নাগাদ কাজ শেষ হবে এবং সোমবার থেকে রাস্তা খুলে দেয়া যেতে পারে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটকে তলানীতে পাঠিয়ে ঢাকার দ্বিতীয় জয়
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু