কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তা, আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০৩ মে ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২১ এএম

 

 

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী শওকত আলীকে (৫০) কুপিয়ে হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবীর পারভেজ অভিযোগ পড়ে শোনান। এ সময় আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ এবং ন্যায়বিচার দাবি করেন। এর আগে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে দেন বিচারক। মামলার বিচার শুরুর জন্য আগামী ৯ জুলাই সাক্ষ্যের দিন ধার্য করেন আদালত। আসামিরা বর্তমানে জামিনে মুক্ত আছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জুলাই রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শওকত আলীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাতিজা আইনজীবী মো. আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে ১১ জুলাই মিরপুর থানায় ১০ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। থানা পুলিশের অসহযোগিতার কারণে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্তভার গ্রহণ করে। মামলার তদন্ত শেষে ১৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা ১৫ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। একই সঙ্গে প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আওয়ালের বিরুদ্ধে ২ নম্বর আসামি ওয়াকিবুল ইসলাম লিপসনের মোবাইল ফোন গায়েবের অভিযোগের সত্যতা পায়। এ ঘটনায় এসআই রবিউল আওয়ালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনসে সংযুক্ত আছেন। এ ছাড়া হত্যা মামলার তিন নম্বর আসামি পুলিশ সদস্য হাবিবুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে সংযুক্ত আছেন।

আদালত সূত্রে আরও জানা যায়, আলোচিত শওকত হত্যাকাণ্ডের ঘটনাস্থলে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি ওয়াকিবুল ইসলাম লিপসনের মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাদীপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আওয়ালকে দেয়। মামলার গুরুত্বপূর্ণ আলামত মোবাইল ফোন নিজ হেফাজতে নিয়ে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত না করে এসআই উক্ত মোবাইল ফোন মিরপুর থানার ডেস্ক থেকে চুরি হয়েছে মর্মে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেন। তিনি অসৎ উদ্দেশ্যে মামলার অন্যতম আলামত ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি সুকৌশলে সরিয়ে ফেলেন। পরবর্তীতে মামলার ভুক্তভোগী অ্যাডভোকেট মারুক বিষয়টি কুষ্টিয়া পুলিশ সুপারকে অবগত করলে রবিউল আওয়ালের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয় এবং একই সঙ্গে বিষয়টি আদালতের নজরে আনলে আদালত কুষ্টিয়ার সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করলে ২০২৩ সালের ২ আগস্ট কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী সুলতানা পলি তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। এসআই রবিউল আওয়ালের বিরুদ্ধে দণ্ডবিধি ২০১ ধারায় অপরাধ আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। এই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী আইনজীবী মো. আব্দুল্লাহিল মারুফের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় প্রথম থেকেই বিভিন্ন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে। বিজ্ঞ আদালতে প্রবেশের সময় গতবার আমাকে ভাড়াটিয়া লোক দিয়ে ছুরিকাঘাত করা হয়। আসামিরা বিজ্ঞ আদালত হতে তাৎক্ষণিক জামিন পেয়ে এলাকায় মহড়াসহ ভীতিকর পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আপোষের জন্য চাপ সৃষ্টি করছে। একটি হত্যা মামলায় তাৎক্ষণিক জামিন পাওয়ায় এবং বিচার বিভাগ নিয়ে আসামিরা তুচ্ছতাচ্ছিল্য কথাবার্তা বলায় এলাকাবাসীসহ সাক্ষীদের মাঝে হতাশা বিরাজ করছে। এই মামলাটিতে আসামিদের প্রতি বিজ্ঞ আদালত যে সহানুভূতি দেখিয়েছেন, সেটাও নজিরবিহীন। এই মামলার ৬ জন আসামি মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে ২ সপ্তাহ ও ৪ সপ্তাহের স্যারেন্ডারের ডাইরেকশন নিয়ে সেটাকে আগাম জামিন উল্লেখ করে বিপুল সংখ্যক আইনজীবী দাঁড় করিয়ে বিজ্ঞ আদালতের ওপর প্রভাব বিস্তার করে জামিন পান বলে ভুক্তভোগীদের অভিযোগ আছে। এই বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে বাদীপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সুদৃষ্টি কামনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই ন্যায়বিচারের জন্য লড়াই করে চলেছি এবং সর্বশেষ আমরা বিজ্ঞ আদালত হতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে দ্রুত ন্যায়বিচার পাব বলে আশা করছি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, ব্যবসায়ী শওকত আলীকে কুপিয়ে হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালত মামলার বিচার শুরুর জন্য আগামী ৯ জুলাই সাক্ষ্যের দিন ধার্য করেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জার্মানিতে বিস্ফোরণের পরে বাড়িতে আগুন, নিহত তিন

জার্মানিতে বিস্ফোরণের পরে বাড়িতে আগুন, নিহত তিন

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

শিগগিরই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট

শিগগিরই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো

মেরুকরণই হাতিয়ার মোদির! ভারতে ধর্মের কার্ড খেলার ট্র্যাডিশন চলছেই

মেরুকরণই হাতিয়ার মোদির! ভারতে ধর্মের কার্ড খেলার ট্র্যাডিশন চলছেই

অত্যাধুনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

অত্যাধুনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক

স্বামীর উপহারের টাকায় লটারি কিনে কোটিপতি স্ত্রী

স্বামীর উপহারের টাকায় লটারি কিনে কোটিপতি স্ত্রী

হাজীগঞ্জে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

হাজীগঞ্জে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

রাজধানীর বাসাবোয় ১০ তলা বিল্ডিংয় থেকে পড়ে ২ শ্রমিক নিহত

রাজধানীর বাসাবোয় ১০ তলা বিল্ডিংয় থেকে পড়ে ২ শ্রমিক নিহত

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

সব বিষয়ে পাস, বাস্তব প্রশিক্ষণে নম্বর না দেয়ায় ফেল ১৩ শিক্ষার্থী

সব বিষয়ে পাস, বাস্তব প্রশিক্ষণে নম্বর না দেয়ায় ফেল ১৩ শিক্ষার্থী

হজ পালনে সউদী গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

হজ পালনে সউদী গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

২২ মে থেকে বাজারে নওগাঁর আম, সবশেষে আম্রপালি

২২ মে থেকে বাজারে নওগাঁর আম, সবশেষে আম্রপালি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ