ঢাকা   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | ১৩ আষাঢ় ১৪৩১

বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জে-নেত্রকোনা-মৌলভীবাজার : লাখো পানিবন্দির দুর্ভোগ, বন্যার মুখে উত্তরাঞ্চল

Daily Inqilab শফিউল আলম

১৮ জুন ২০২৪, ০৬:৩২ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৪, ০৬:৩২ পিএম



সিলেট ও সুনামগঞ্জ জেলায় চলমান বন্যা আরো বিস্তৃত হয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোনা এবং মৌলভীবাজার জেলাও এবার বন্যা কবলিত হয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলে তিস্তা, ধরলাসহ বিভিন্ন নদ-নদীর পানি ক্রমেই বাড়ছে। বন্যার মুখে রয়েছে উত্তরাঞ্চল। দেশের প্রধান নদ-নদীসমূহের উৎসস্থলে উত্তর-পূর্ব ভারতে অতি বৃষ্টিপাতের ফলে ভারতের উজান থেকে হু হু করে নেমে আসছে ঢল-বানের পানি। তাছাড়া দেশের অভ্যন্তরে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে অব্যাহভাবে অতি বর্ষণের কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে।
পবিত্র ঈদের এই সময়ে বন্যা কবলিত এলাকাগুলোতে পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। তাদের নানামুখী দুর্ভোগে পড়তে হচ্ছে। বন্যার মুখোমুখি জেলাগুলোর মানুষ রয়েছে উদ্বেগ-উৎকণ্ঠায়। আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষত সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলায় প্রধান নদ-নদীসমূহের পানি ক্রমাগত বৃদ্ধির দিকেই ছিল। এ অঞ্চলে ৫টি নদ-নদী ৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদী তিন’টি পয়েন্টে, কুশিয়ারা দু’টি পয়েন্টে, যাদুকাটা এবং সারিগোয়াইন নদী একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে, সিলেটে ২২ সে.মি. উপর দিয়ে এবং সুনামগঞ্জে বিপদসীমার ৬৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি আমলশীদে বিপদসীমার ১৫ সে.মি. উপর দিয়ে এবং মারকুলিতে ১২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার ৩৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা নদীর পানি লরেলগড়ে বিপদসীমার ৪৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ^রী নদীর পানি কমলাকান্দায় ২২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ অবস্থায় ইতোমধ্যে বন্যা কবলিত সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা আরো বিস্তৃত হচ্ছে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার নি¤œাঞ্চলও বন্যা কবলিত হয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিস্তার উজানে উত্তর-পূর্ব ভারতের সিকিম রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ভারতের উজান থেকে ধেয়ে আসছে ঢল-বানের পানি। আজ বিকাল পর্যন্ত তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধির দিকেই ছিল। এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। আজ বিকাল পর্যন্ত তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার যথাক্রমে মাত্র ২৯ ও ২২ সে.মি. নিচে কাছাকাছি অবস্থানে রয়েছে। তাছাড়া দুধকুমার নদীর পানি পটেশ^রীতে ১৭ সেন্টিমিটার নিচে পৌঁছে গেছে। বাড়ছে ধরলা নদীর পানি।
পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ দেশের নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাস বুলেটিনে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি অব্যাহতভাবে পানি বৃদ্ধি পেতে পারে। মনু, খোয়াই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।
বৈশি^ক আবহাওয়া সংস্থাসূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল (বিশেষত সিলেট ও নেত্রকোনা অঞ্চল), উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ^রী, যাদুকাটা, ঝালুখালী, পুরাতন-সুরমা নদীসমূহের পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ কারণে সিলেট, সুনামগঞ্জ জেলার আরও কিছু নি¤œাঞ্চল প্লাবিত হয়ে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। নেত্রকোনা জেলার কতিপয় নি¤œাঞ্চল এবং মৌলভীবাজার জেলার কুশিয়ারা সংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
অন্যদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করে সংলগ্ন নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নদ-নদীর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে পাউবো জানায়, পাউবো’র পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে আজ ৭৯টিতে পানি বৃদ্ধি পায়, ২৭টিতে হ্রাস পায়। ৫টি নদী ৮টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা কবলিত হয়েছে সিলেট, সুনামগঞ্জ এবং নতুন করে নেত্রকোনা ও মৌলভীবাজার জেলা।
আজ সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পাউবো উল্লেখযোগ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে সিলেটের লালাখালে ৩৩৩ মি.মি., জাফলংয়ে ৩২৭ মি.মি., পঞ্চগড়ে ১৯৯ মি.মি., সিলেটের কানাইঘাটে ১৯১ মি.মি., জকিগঞ্জে ১৮৮ মি.মি., সুনামগঞ্জের লরেলগড়ে ১৫৯ মি.মি., কুড়িগ্রামের পাটেশ^রীতে ১২৫ মি.মি., শেরপুর সিলেটে ১০৮ মি.মি., সিলেটে একশ’ মি.মি., কুড়িগ্রামে ৯৮ মি.মি., সুনামগঞ্জে ৯৫ মি.মি., ছাতকে ৯৫ মি.মি, কাউনিয়ায় ৯২ মি.মি.।
একই সময়ে উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৩৯৮ মি.মি., পশ্চিমবঙ্গের কোচবিহারে ১৩১ মি.মি., আসামের ধুবরিতে ১২১ মি.মি., আসামের গোয়ালপাড়ায় ১১৪ মি.মি.।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে পূর্বাভাসে জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলা ইতোমধ্যে বন্যা কবলিত হওয়ার পাশাপাশি নেত্রকোনা ও মৌলভীবাজার জেলাও বন্যা কবলিত হয়েছে। অন্যদিকে রংপুর বিভাগ তথা দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী সংলগ্ন চারটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম আকস্মিক বন্যা কবলিত হতে পারে। মেঘাললের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে সিলেট ও সুনামগঞ্জ জেলা দ্রুত বন্যা কবলিত হয়। সেখানে ভারী বর্ষণ হচ্ছে। আগামী ৫ দিনের মধ্যে চেরাপুঞ্জিতে গড়ে একশ’ থেকে দুইশ’ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সাথে অভ্যন্তরে আগামী ৫ দিনে সিলেট ও এর সংলগ্ন এলাকায় ৩শ’ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানা গেছে।
গত ১২ জুন থেকে থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে অতি ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে সিকিমের অনেক জায়গায় ব্যাপক বন্যা কবলিত হয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে উজানে তিস্তা নদীর পানি। যেহেতু ভারতের সিকিম তিস্তা নদীর অববাহিকার উজানের অংশ, সেখানে ভারী বর্ষণ হলে তার প্রভাব সরাসরি তিস্তা নদীতে পড়ে। তিস্তা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বেড়ে গেলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর নি¤œাঞ্চল বন্যায় প্লাবিত হয়।
অন্যদিকে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারতের উজানের অতি বৃষ্টির সঙ্গে অভ্যন্তরীণ মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের নি¤œাঞ্চল বন্যা কবলিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১০ দিনের পূর্বাভাসে জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানির সমতল আগামী ১০ দিনে অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলতি জুন মাসের শেষ সপ্তাহের দিকে বিপদসীমা অতিক্রম করতে পারে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ব্যাটিংয়ে শীর্ষে হেড, অলরাউন্ডারদের তালিকায় ছয়ে সাকিব

ব্যাটিংয়ে শীর্ষে হেড, অলরাউন্ডারদের তালিকায় ছয়ে সাকিব

প্রশ্ন : জুমা মসজিদে মাগরিবের আজান এবং নামাজ না হওয়া প্রসঙ্গে।

প্রশ্ন : জুমা মসজিদে মাগরিবের আজান এবং নামাজ না হওয়া প্রসঙ্গে।

পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত : সিলেটে সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত : সিলেটে সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের স্মরণিকা নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের

কেনিয়ায় কর বৃদ্ধি বিরোধী বিক্ষোভে নিহত ২২

কেনিয়ায় কর বৃদ্ধি বিরোধী বিক্ষোভে নিহত ২২

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

তারেককে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী

তারেককে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর-নবায়ন করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর-নবায়ন করা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

কালীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড

১০ বছর পর ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ভারত

১০ বছর পর ফাইনালে খেলার স্বপ্নে বিভোর ভারত

গৌরীপুরে ৩দিন ধরে নিখোঁজ কৃষক, পরিবারে উদ্বেগ-উৎকন্ঠা

গৌরীপুরে ৩দিন ধরে নিখোঁজ কৃষক, পরিবারে উদ্বেগ-উৎকন্ঠা

সার্বজনীন নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : স্থানীয় সরকার মন্ত্রী

সার্বজনীন নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি : স্থানীয় সরকার মন্ত্রী

ফার্মেসিগুলোর অনৈতিকতা বন্ধ করা হোক

ফার্মেসিগুলোর অনৈতিকতা বন্ধ করা হোক

বোরো ধানের যত কথা

বোরো ধানের যত কথা

দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স : কাদের

দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স : কাদের

বিনিয়োগের বাধা দূর করতে হবে

বিনিয়োগের বাধা দূর করতে হবে

রেল ট্রানজিটে ভারতের লাভ, বাংলাদেশের ঝুঁকি

রেল ট্রানজিটে ভারতের লাভ, বাংলাদেশের ঝুঁকি

এমবাপে ফেরায় স্বস্তিতে দেশ্যম

এমবাপে ফেরায় স্বস্তিতে দেশ্যম

মার্কিন আদালত থেকে মুক্তি পেয়ে মাতৃভূমিতে জুলিয়ান অ্যাসাঞ্জ

মার্কিন আদালত থেকে মুক্তি পেয়ে মাতৃভূমিতে জুলিয়ান অ্যাসাঞ্জ

ভারতে বিরোধী নেতা হচ্ছেন রাহুল গান্ধী

ভারতে বিরোধী নেতা হচ্ছেন রাহুল গান্ধী