ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

সাভার আশুলিয়া ধামরাই থানায় আগুন, লুটপাট, নিহত বেড়ে ২৫

Daily Inqilab সাভার থেকে স্টাফ রিপোর্টার

০৬ আগস্ট ২০২৪, ০৮:১৮ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১১:৫৯ এএম

আওয়ামীলীগ সরকারের পতনের দিন ঢাকার সাভার ও আশুলিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিদ্ধি হয়ে অন্তত ২৫জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় হামলা চালিয়ে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। সরকারী ভবন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা অফিসে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এছাড়াও বহু আহত ও গুলিবিদ্ধ হওয়ার খবর রয়েছে।
সোমবারের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ১৩জন মারা যায়। এরমধ্যে মাছ ব্যবসায়ী রমজান আলী (৪০) ও সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার আবু বক্কর সিদ্দিকের ছেলে রফিকুল (৩০) এর পরিচয় পাওয়া গেছে। তবে অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক জানিয়েছেন।
সাভারের গনস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে তিন জন, হাবিব ক্লিনিকে তিন জনের মরদেহ আনা হয়। তাদের সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
গনস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, কাউকে মৃত আনা হয়েছে, কেউ হাসপাতালে এসে মারা গেছেন। যারা মারা গেছেন তাদের সবার বুলেট ইনজুরি। তাদের কারও মাথায়, কারও পেটে গুলি লেগেছে। আমাদের এখানে আরও ৩০ জনের মত গুলিবিদ্ধ ভর্তি রয়েছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জুনিয়র অফিসার মো. পারভেজ বলেন, আমাদের হাসপাতালে তিন জনকেই মৃত অবস্থায় আনা হয়। তাদের সবারই মাথায় গুলিবিদ্ধ ছিল।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার সজীব রায় বলেন, ৮ জনের সবার মৃত্যুর কারণ ফিজিক্যাল অ্যাসল্ট।
এছাড়াও আশুলিয়ার হাবিব ক্লিনিকে তিন জনের মৃতদেহ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় কয়েক শতাধীক আন্দোলনকারী সড়ক অবরোধ করে। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে আশুলিয়ার বাইপাইল এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এর পর্যায়ে মাছ ব্যবসায়ী রমজান আলী গুলিবিদ্ধ হয়। পরে তাকে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
দুপুরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, গুলিবিদ্ধ রমজান নামে এক ব্যক্তিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি বাইপাইলে মাছের আড়ৎতে মাছ বিক্রি করতেন। তবে এখন পর্যন্ত অন্তত আরো ৫ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
দুপুরের পরে সাভার বাসস্ট্যান্ড, রেডিও কলোনী ও আশুলিয়ার বাইপাইলে দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকেই গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বিকালে সাভার আশুলিয়া ও ধামরাই থানার সামনে জড়ো হয়ে আন্দোলনকারীরা পুলিশ প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন।
একপর্যায়ে হামলাকারীরা ধামরাই উপজেলা, ধামরাই থানা, পৌরসভায় ভবনে আগুন ধরিয়ে দেয়। ধামরাই উপজেলা র্নিবাহী অফিসারের বাসভবনে ও গাড়িতে আগুন। ধামরাই থানায় আগুন ধরিয়ে দিলে ১০টির বেশি যানবাহন পুড়ে যায়। থানা পুলিশের রেশন লুট করা হয়। জীবন বাঁচাতে ধামরাই থানা পুলিশ সিভিল পোষাকে সাধারণ মানুষের সাথে মিশে বেরিয়ে যাওয়ায় হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়। এছাড়াও আন্দোলনকারীরা ধামরাইয়ের বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
সন্ধ্যায় আশুলিয়া থানার রান্না ঘরে বাহির থেকে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। তবে এর আগে আশুলিয়া থানা পুলিশের সাথে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানমাল রক্ষার্থে গুলি ছুড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে আশুলিয়া থানা পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।
এছাড়া সাভারের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামীলীগ অফিসে বাড়িতে হামলা, ভাংচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বিকেল ৩ টার দিকে সাভার থানা রোড়ে স্লোগান দিতে দিতে কয়েক শ’ আন্দোলনকারীরা প্রবেশ করে। এসময় সাভার প্রেসক্লাব ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। পরে তারা সাভার মডেল থানার দিকে এগিয়ে আসে। এরপর সাভার মডেল থানার এক’শ গজ সামনে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। এসময় আন্দোলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও গুলি ছোঁড়ে। এতে অন্তন ১০ গুলিবিদ্ধ হয় এবং রফিকুল নামে এক যুবক নিহত হয়। পরে সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা থানা ও পোষ্ট অফিসের ভেতরে ঢোকে আগুন দিয়ে লুটপাত ও ভাঙচুর চালায়। তখন অস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে গাড়ি নিয়ে পালিয়ে জীবন রক্ষা করেন। পরে আন্দোলনকারীরা থানার ভিতরে থাকা সকল যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
সাভার পৌর কমিউনিটি সেন্টারে থাকা পুলিশের রিজার্ভ ফোর্সদের মালামাল, রেশন লুটপাট করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।
মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইলের কাছে ফুট অভারব্রিজের দুই জনের লাশ ব্রিজের রেলিংএর সাথে উল্টো করে ঝুলানো দেখতে পেয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া বাইপাইলে একটি পোড়া লেগুনা গাড়িতে তিনটি লাশও রয়েছে যা পুরে কয়লা হয়ে গেছে।
তবেব মৃত্যের সংখ্যা আরও বাড়তে পারে এমনটা ধারনা প্রত্যক্ষদর্শীদের।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান