ফ্যাসিস্টদের দোসর কর্মকর্তাদের বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
'বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বাকি কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত করে বিচারের আওতায় নিয়ে আসা জরুরি। তাদের দুর্নীতি তদন্ত করে আইনানুগব্যবস্থা গ্রহণ করতে হবে।' প্রশাসন ও পুলিশের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারী এসব কথা বলেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের মাসপূর্তি উপলক্ষে ‘অন্তর্বর্তী সরকার ও জনপ্রত্যাশা’ শীর্ষক সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র।
এসময় লিখিত বক্তব্যে ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারী বলেন, কোটা সংস্কারের মতো যৌক্তিক আন্দোলন দমন করার জন্য হাসিনা সরকার সর্বশক্তি প্রয়োগ করে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ৫ আগস্ট বাংলাদেশ ‘দ্বিতীয় স্বাধীনতা’ লাভ করে এবং শেখ হাসিনা ভারত পালিয়ে যান। পতনের দিনও তার পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে শতাধিক ছাত্র জনতা শহিদ হন। সহস্রাধিক মানুষ গুলিবিদ্ধ হয়। পুলিশ বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ পালিয়ে যান। জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং ৪৫০ টি পুলিশ স্টেশন আক্রান্ত হয়। সর্বোপরি এক ধ্বংসস্তূপের ওপর ড. ইউনুসের সরকার দায়িত্ব পালন শুরু করে।
আহতদের সুচিকিৎসার বিষয়টি উল্লেখ করে এনায়েত উল্যা বলেন, গণঅভ্যুত্থানে নৃশংসতার শিকার গুলিবিদ্ধ (চোখে, মুখে, পায়ে) মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। জীবন ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উন্নততর চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করা উচিত। শহিদ, আহত এবং নির্যাতিত ব্যক্তিদের পরিবারদের সর্বাগ্রে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
প্রশাসন ও পুলিশের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর প্রশাসনের বিভিন্ন পর্যায়ের বাকি কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্ত করে বিচারের আওতায় নিয়ে আসা জরুরি। তাদের দুর্নীতি তদন্ত করে আইনানুগব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, অনতিবিলম্বে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে এ বাহিনীকে জনবান্ধব করার কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার। পুলিশের হারানো গৌরব বিশেষ করে তাদের আইডেন্টিটি ক্রাইসিস নিরসনের ব্যবস্থা করা। দুর্নীতিবাজ সব পুলিশ কর্মকর্তা এবং সিপাহিদেরকে আইনের আওতায় নিয়ে এসে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা অত্যাবশ্যক। অনতিবিলম্বে পুলিশ বাহিনীতে সিপাহি ও কর্মকর্তা নিয়োগের বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবী।
বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য নিয়ে এই শিক্ষক বলেন, পতিত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন প্রকারের দুর্নীতি সংঘটিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বিরুদ্ধে ইউজিসি তদন্ত কমিটিও গঠন করেছিল, কিন্তু সঠিকভাবে তদন্ত হয়নি এবং কিছু বিশ্ববিদ্যালয়ের তদন্ত হলেও তদন্ত রিপোর্ট অনুসারে কোনো শাস্তি কার্যকর হয়নি। তাই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন পর্যায়ের দুর্নীতি তদন্ত করে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য ‘উচ্চশিক্ষা দুর্নীতি দমন কমিশন’ গঠন করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের পরিচালক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটোয়ারী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোর্শেদুল হক। এসময় সাংবাদিক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বরিশালের ‘শাপলা বিল’ ভ্রমনে চীনা পর্যটক
মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র?মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র?
তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে : কায়সার কামাল
২১ বছরের সম্পর্ক, হঠাৎ একদিন ব্রেকআপের কথা জানান রীতেশ
জনপ্রিয় র্যাপারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
কলাপাড়ায় নানির সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল সাংবাদিক পুত্র।
নরওয়ে-সুইডেনসহ ৩ দেশের কূটনৈতিকদের সাথে বিএনপির বৈঠক
ডিভোর্সের শুনানি চলাকালে বউকে কাঁধে নিয়ে পালানোর চেষ্টা স্বামীর
মুন্সীগঞ্জে বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা সম্পন্ন
‘ইসলামপন্থীদের ফাঁদে ফেলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা: নেতানিয়াহু
সিলেটের ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রীম সহ একটি প্রাইভেটকার আটক : পুলিশের মামলা
উত্তাল পাকিস্তান ইমরান খানের মুক্তির দাবি।
আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন শৌখিন পণ্য
গাজা যুদ্ধের বছর পূর্তিতে বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ
এমিরেটস এয়ারলাইন্সে ব্যবহার করা যাবে না পেজার ও ওয়াকিটকি!
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভ
বাজার সিন্ডিকেটবাজদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ইতিহাস! বিনা খরচে জন্মাল টেস্ট টিউব বেবি
গ্রেপ্তারের তালিকায় ৯০ পুলিশ কর্মকর্তা!'