ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

নওফেলনামা : যেভাবে প্রিমিয়ার বিশ^বিদ্যালয় দখল

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম



গণঅভ্যুত্থানে পতিত ও জনরোষে পলাতক স্বৈরাচারী হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে অন্যায় দাপট দেখিয়েই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ^বিদ্যালয়, চট্টগ্রাম দখল করেছিলেন। তাছাড়া চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যথেচ্ছ নিয়ন্ত্রণ করেন। এই দু’টি পাবলিক বিশ^বিদ্যালয় কব্জায় নিয়ে তিনি নিয়োগ-বদলি বাণিজ্য, টেন্ডার-দখলসহ নানাবিধ উপায়ে এবং সীমাহীন আর্থিক দুর্নীতি- অনিয়মের স্বর্গরাজ্য কায়েম করেন এমন বিস্তর অভিযোগ রয়েছে নওফেলের বিরুদ্ধে। এভাবে দুর্নীতি-অনিয়ম, লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন নওফেল।
হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের এসব দুর্নীতি-অনিয়ম ও লুটপাটের তদন্ত কাজ চালাচ্ছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অন্যান্য গোয়েন্দা ও তদন্ত সংস্থা। শিক্ষা মন্ত্রণালয়ে ও সংশ্লিষ্ট বিভাগে দুর্নীতি-হরিলুটে সাবেক মন্ত্রী নওফেলের সহযোগী ও তার বরকন্দাজদের ব্যাপারেও তদন্ত কার্যক্রম চলছে। নওফেল ও তার সহযোগী দুর্নীতিবাজ, লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে দেশের শিক্ষাবিদ ও শিক্ষা-সংশ্লিষ্ট মহল থেকে।
তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ নিরস্ত্র জনতার উপর নির্বিচারে সশস্ত্র হামলা এবং একাধিক হত্যাকা-ের নির্দেশদাতা হুকুমের আসামী হিসেবে কমপক্ষে এক ডজন মামলার আসামি হয়েছেন নওফেল। চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সশস্ত্র আওয়ামী ক্যাডারদের বেশির ভাগই তার অনুসারী হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন থেকেই নওফেল পলাতক। অনেকে ধারণা করছেন, নওফেল পালিয়ে ভারতে চলে গেছেন। কেউ কেউ বলছে তিনি দেশের ভেতরে কোথাও গা-ঢাকা দিয়ে আছেন।
শিক্ষা উপমন্ত্রী, শিক্ষামন্ত্রী-এমপি থাকাকালে মহিবুল হাসান চৌধুরী নওফেল অবৈধভাবে তার ক্ষমতার অপব্যবহার এবং অন্যায় দাপট দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির হাট বসান। শুধু তাই নয়; চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিষ্ঠিত প্রিমিয়িার বিশ^বিদ্যালয় বেআইনীভাবে দখল করে নিয়েছিলেন। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত থেকেই বেরিয়ে এসেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ২০০১ সালে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ও টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করত। ২০০১ সালের ৮ মে সিটি করপোরেশনের দশম সাধারণ সভায় এই প্রতষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত গৃহিত হয়। তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ, জায়গা কেনা, বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন খাতে প্রায় ৪৩ কোটি টাকা খরচ করেছে সিটি করপোরেশন। সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর প্রিমিয়িার বিশ^বিদ্যালয় মোটামুটি ঠিকঠাক চলছিল।
অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল পরবর্তীকালে ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হওয়ার পরই তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ দখল করে অনিয়ম ও অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়টিই নিজের দখলে নিয়ে নেন। গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কিভাবে নওফেল দখলে নেন, তা তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল আলম।
চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ও অর্থায়নে ২০০১ সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উক্ত বছরের ১২ ডিসেম্বরে সরকারি অনুমোদন পাওয়ার পর থেকেই চট্টগ্রাম সিটি করপোরেশন বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে আসছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত ট্রাস্ট দলিলের মর্ম অনুসারে চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত মেয়র পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটির সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০১৫ সালের ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘাটতি দূর করার জন্য চিঠি পাঠায়। তখন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে নিজের বলেই দাবি করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির বিরুদ্ধে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী হাইকোর্ট বিভাগে রিট মামলা করেন। মামলাটি ২০১৬ সালের ১২ জুন খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মহিউদ্দিন চৌধুরী আপিল বিভাগে ৩১৪৩/২০১৭ নম্বর সিভিল পিটিশন করেন। আপিল বিভাগ ২০১৯ সালের ৭ জানুয়ারি সিভিল পিটিশনটিও খারিজ করে দেন। এভাবে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমেও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সিটি করপোরেশনের আওতায় থেকে যায়।
অন্যদিকে মহিউদ্দিন চৌধুরীর পুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হওয়ার পর নিজে নিজেই ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান নিযুক্ত হয়ে অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়টি তার দখলে নিয়ে নেন। উক্ত চিঠিতে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের ফলে বর্তমানে একটি জনকল্যাণমূলক অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি লিখিত আবেদন করেছে।
এদিকে মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ সালে রাতের ভোটের নির্বাচনে প্রথমবারের মতো চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এর পরই তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন। তখন থেকে নওফেলের সম্পদের পরিমাণ বাড়তেই থাকে। দ্বাদশ সংসদের নির্বাচনে দেয়া হলফনামা অনুযায়ী উপমন্ত্রী হয়ে নওফেলের সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় সাত গুণ। দ্বাদশ সংসদ নির্বাচনে দেয়া হলফনামায় নওফেল তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১০ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯৫৬ টাকা। যার মধ্যে অস্থাবর সম্পদের পরিমাণই ৯ কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯৫৬ টাকা। পাশাপাশি স্ত্রীর নামে এক কোটি এক লাখ ৮৯ হাজার ৪১৯ টাকার সম্পদ তিনি দেখিয়েছেন। যার মধ্যে অস্থাবর সম্পদের পরিমাণ ৬৬ লাখ ৮৯ হাজার ৪১৯ টাকা।
২০১৮ সালের নির্বাচনের আগে নওফেল এক কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৬৩১ টাকার সম্পদ দেখিয়েছিলেন হলফনামায়। তার স্ত্রীর সম্পদের পরিমাণ ছিল তখন ৫৯ লাখ টাকা, যেখানে স্বামী-স্ত্রী কারো নামেই কোন স্থাবর সম্পদ ছিল না। এবার নিজের নামেই চার লাখ টাকার কৃষিজমি এবং এক কোটি টাকার দালান, স্ত্রীর নামে ৩৫ লাখ টাকার দালানের তথ্য দিয়েছেন তিনি হলফনামায়। তবে ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনে দ্বিতীয় দফায় এমপি এবং শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে গেল ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকার পতন পর্যন্ত নওফেলের অর্থ-সম্পদের পরিমাণ বেড়ে দশগুণ ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তার অনিয়ম-দুর্নীতি, লুটপাটের নিবিড় তদন্তের জোরালো তাগিদ দিয়েছেন শিক্ষাবিদসহ সংশ্লিষ্টমহল।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ার এ্যাস্ট্রা

চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ার এ্যাস্ট্রা

করোনার সময় মাদক পার্টি, নিউইয়র্ক স্বাস্থ্য-উপদেষ্টা বরখাস্ত

করোনার সময় মাদক পার্টি, নিউইয়র্ক স্বাস্থ্য-উপদেষ্টা বরখাস্ত

মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদী থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওরে ইছামতি নদী থেকে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথমবার অ্যাড মানি করে গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

প্রথমবার অ্যাড মানি করে গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

দেড় মাসেও হদিস মেলেনি আ:লীগের দাপিয়ে বেড়ানো নেতাকর্মীদের

দেড় মাসেও হদিস মেলেনি আ:লীগের দাপিয়ে বেড়ানো নেতাকর্মীদের

গাজীপুরে কারখানাগুলোতে পুরোদমে চলছে উৎপাদন

গাজীপুরে কারখানাগুলোতে পুরোদমে চলছে উৎপাদন

‘ভারত ও চীনের মধ্যে স্যান্ডউইচ হতে চাই না’, বার্তা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের

‘ভারত ও চীনের মধ্যে স্যান্ডউইচ হতে চাই না’, বার্তা শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টের

বাইডেনের চরম ব্যর্থতা ইসরাইলের লেবানন আক্রমণের উৎসাহ

বাইডেনের চরম ব্যর্থতা ইসরাইলের লেবানন আক্রমণের উৎসাহ

ফরিদপুর কুমার নদের পাড় ধ্বসে ভেঙ্গে পড়ছে বাড়ী ঘর, হুমকির মুখে বিশাল ব্রীজ

ফরিদপুর কুমার নদের পাড় ধ্বসে ভেঙ্গে পড়ছে বাড়ী ঘর, হুমকির মুখে বিশাল ব্রীজ

বাজারে এসেছে নতুন মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট

বাজারে এসেছে নতুন মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট

আইজিপি ময়নুল ইসলামের সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

আইজিপি ময়নুল ইসলামের সঙ্গে ইউএনওডিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ

আদর্শবান নেতাকে নির্বাচিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে -গণসমাবেশে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আদর্শবান নেতাকে নির্বাচিত করে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হবে -গণসমাবেশে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আইসিসি র‌্যাঙ্কিংয়ে শান্ত ও হাসানের উন্নতি

আইসিসি র‌্যাঙ্কিংয়ে শান্ত ও হাসানের উন্নতি

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন চুক্তি

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স-গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন চুক্তি

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন

ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল মারা গেছেন

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবি

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক ৬

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় আটক ৬

চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ইলিশ ব্যবসায়ীকে জরিমানা

জোড়া খুনের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

জোড়া খুনের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম