শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর পেয়ে পালিয়েছে ৬ জন এমপি সহ কয়েকশ নেতা
২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর পেয়ে পালিয়েছে ৬ জন এমপি সহ যশোর আওয়ামী লীগের কয়েকশ’ নেতা। নির্যাতন নিপীড়ন, সন্ত্রাসী কর্মকান্ড ও কালো টাকার সাথে জড়িত নেতারা ওই দিনই গা ঢাকা দেয়। আত্মগোপানেই থেকে গেছেন নেতৃত্বস্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, ছোট-বড় মিলে যশোরের কয়েকশ’ আওয়ামী সন্ত্রাসী যশোর ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে অন্যত্র। শহরের পাড়া-মহল্লায় মাস্তানির দৃশ্য দেখা যাচ্ছে না। ডাকসাইটের আওয়ামী লীগের নেতারা এখন আন্ডারগ্রাউন্ডে। সময় যত গড়াচ্ছে তারা স্থান বদল করে বেশি নিরাপদ স্থানে চলে যাচ্ছেন। কেউ কেউ স্বেচ্ছায় দেশান্তরি হচ্ছেন। অনেকেই মোটা অংকের অর্থের বিনিময়ে চোরাই পথে পারিয়েছে ভারতে।
বিগত আওয়ামী লীগ সরকারের বেশ ক’জন দাপুটে সংসদ সদস্য জেলার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, শার্শার শেখ আফিল উদ্দীন, বাঘারপাড়ার রণজিৎ কুমার রায়, স্বপন ভট্টাচার্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন বলে খবর রটেছে। তবে এসব খবরের সাথে গোয়েন্দা সূত্রের খবরের কোনো মিল পাওয়া যাচ্ছে না।
নানা অভিযোগে অভিযুক্ত বিতর্কিত কাউন্সিলর হাজী আলমগীর হোসেন সুমন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলার ক্ষমতাচ্যুত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথ, বিতর্কিত ইউপি চেয়ারম্যান শাহারুলসহ অনেকেই বারবার ঠিকানা বদল করছেন।
খোজ নিয়ে জানা যায়, যশোর আওয়ামী লীগের প্রথম সারির এসব নেতাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে দেশ ছেড়েছেন। এরমধ্যে দলটির জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ৫ আগস্ট যশোরেই অবস্থান করছিলেন। ওইদিন বিকেলের পর তার দেখা মেলেনি। চাউর আছে তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দিয়েছেন। অন্য একটি সূত্র বলছে, অ্যাম্বুলেন্সে চড়ে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে গেছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে শাহীন চাকলাদার চোরাই পথে ভারতে গেলেও তার স্ত্রী ও সন্তানরা বিমানযোগে ভারতে গেছেন। তবে এই মুহূর্তে তাদের অবস্থান কোথায় সেটি কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। এদিকে গোয়েন্দা সূত্র বলছে, দেশ ত্যাগের খবর প্রচার করে শাহীন চাকলাদার নিজ দেশেই আত্মগোপনে আছেন।
শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দীনের দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লেও গোয়েন্দা সূত্রগুলো এটি মানতে নারাজ। গোয়েন্দাদের দাবি শেখ আফিল উদ্দীন দেশ ছাড়ার খবর ছড়িয়ে পালানোর চেষ্টা করছেন। মূলত তিনি এখনো ঢাকায় আত্মগোপনে আছেন। শেখ আফিল উদ্দীনের ঘনিষ্টজনদের সূত্রে জানাগেছে, তিনি হোয়াটসঅ্যাপে নিয়মিত এলাকার নেতাকর্মীদের সাথে কথা বলার পাশাপাশি ব্যবসায়ীক কাজ চালিয়ে যাচ্ছেন। সে কারণে ধারনা করা হচ্ছে তিনি দেশের অভ্যন্তরে আছেন।
আরেক প্রভাবশালী সাবেক এমপি রণজিৎ কুমার রায়ের বিষয়ে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লেও সেটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। রণজিৎ রায়ের ঘনিষ্টজনরা জানাচ্ছেন গণ-অভ্যূত্থানের পরদিন ৬ আগস্ট তিনিসহ তার বড়ছেলে রাজিব রায় চোরাই পথে ভারতে চলে যান। আর ছোট ছেলে সজিব রায় ও স্ত্রী নিয়তি রায় দেশেই আত্মগোপনে আছেন। তবে অন্য একটি সূত্র বলছে, রণজিৎ রায় এখনো দেশে আছেন। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি দেশ ছাড়ার সুযোগ খুঁজছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যুবলীগ নেতা মোস্তফা ফরিদ আহমেদ, আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথ, ফন্টু চাকলাদার, আনোয়ার হোসেন বিপুলসহ আওয়ামী লীগের অন্যসব নেতারা দেশেই আত্মগোপনে আছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
যুবলীগ নেতা সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ৫ আগস্টের আগেই ভারতে অবস্থান করছিলেন। আওয়ামী লীগ আমলে আর্থিকভাবে সবচেয়ে বেশি সুবিধাভোগী রেন্টু চাকলাদার দেশের বাইরে নিরাপদেই আছেন।
জেলার ৮ উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানসহ শীর্ষ নেতাদের অধিকাংশরাই আত্মীয় স্বজনদের বাড়িতে আত্মগোপনে আছেন। এদের অনেকে এলাকায় থাকলেও দিনের বেলায় প্রকাশ্যে আসছেন না বলে জানা গেছে।
যশোর শহর আওয়ামী লীগের প্রথম সারির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের যেসকল নেতা-কর্মী বিগত দিন অত্যাচার-নিপীড়ন করেছেন তাদের কেউ প্রকাশ্যে আসছেন না। সীমিত সংখ্যক নেতা ও জনপ্রতিনিধি দেশ ছেড়ে চলে যেতে পারলেও সিংহভাগ নেতারা আত্মগোপনে আছেন।
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো.আহসানুল কাদের বলেন, যারা গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পলায়নের চেষ্টাকালে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সহ ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

অভয়নগরে সিগনাল পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চলক নিহত-১জন আহত

একটি শক্তি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে- আমীর খসরু

নতুন সঙ্কটে রাজনীতি!

রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে- ব্যারিস্টার নওশাদ জমির

পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষনের আসামীদের দ্রুত বিচার করার দাবিতে জেলা বিএনপির মানববন্ধন

ইবিতে প্রক্টরিয়াল বডির উদ্যোগে ইফতার আয়োজন

নীল পাখির বাসা বদল, নিলামে উঠল টুইটারের লোগো

পিজি হাসপাতালের নাম পরিবর্তন হলেও লীগের দোসররা এখনও বহাল তবিয়তে"- ডা. আউয়াল

আওয়ামী লীগকে পূর্নবাসন করার কোন সুযোগ নেই : আমিনুল হক

গফরগাঁওয়ে চৈত্র মাসে শীতের আমেজ ঃ ঈদ বাজারে স্বস্তি

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০

সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে-কামরুল হুদা

ওসমানীনগরে ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা আনলো সিটি ব্যাংক ও সেলেক্সট্রা