বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৩ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম | আপডেট: ২৩ মার্চ ২০২৫, ১২:৪৭ এএম

বাংলাদেশের ফার্মাসিস্টদের সবচেয়ে বড় ও সক্রিয় সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম (বিপিএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার রাজধানী ঢাকার বাংলামোটরে অবস্থিত ওয়াটারফল রেস্তোরা ও কনভেনশন হলে দেশবরেণ্য ফার্মাসিস্টদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপিএফের ইফতার প্রোগ্রামে দেশবরেণ্য ফার্মাসিস্টদের মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি মো আজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীরের সঞ্চালনায় বক্তারা বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়নে বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ফার্মাসিস্টদের বিশেষ ভূমিকার কথা তুলে ধরেন। বাংলাদেশে অতি দ্রুত হসপিটাল ফার্মেসী, ক্লিনিক্যাল ফার্মেসী, কমিউনিটি ফার্মেসি চালুর ব্যাপারে জোর দাবি উপস্থাপন করেন তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, বায়োফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আমিন, গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগীয় প্রধান এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মোকলেছুর রহমান সরকার ও প্রবীন ফার্মাসিস্ট বেলায়েত হোসেন।
এছাড়াও ইউনাইটেড ফার্মাকোপিয়া বাংলাদেশ প্রতিনিধি ও বিপিএফ সহসভাপতি মেহেদী হাসান, ফার্মেসি কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর আসিফ হাসান, বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সভাপতি মো: আজিবুর রহমান, রেনডক্স ল্যবরেটরিস লিমিটেড বাংলাদেশ ও পাকিস্তানের রিজিওনাল টিম লিডার ও বিপিএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর, সিলভা ফার্মাসিউটিক্যালসের কোয়ালিটি এস্যুরেন্স ডিপার্টমেন্ট প্রধান ও বিপিএফ সহসভাপতি জাকারিয়া ফারুকী, সিনিয়র সহসভাপতি এস এম আনোয়ার মজিদ তারেক, মটো লাইফ বাংলাদেশের প্রধান ও বিপিএফ সহসভাপতি সোহেল বিন আজাদ, রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালসের রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ও বিপিএফের যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আফরোজ, ফার্মাসিস্ট সিনথিয়া শারমিন ইসলামসহ অন্যান্য দেশ বরেণ্য ফার্মাসিস্টগণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হসপিটাল ফার্মেসির গুরুত্ব ও প্রয়োজনীতা তুলে ধরেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফার্মাসিস্টদের সঠিকভাবে সম্পৃক্ত করা হলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মতামত দেন। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও কমিউনিটি ফার্মেসিতে পর্যাপ্তসংখ্যক গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের বিষয়ে আলোকপাত করেন।
WHO গাইডলাইন অনুসরণ করে ফার্মাসিস্টদের যথাযথ প্রশিক্ষণ ও নিয়োগ নিশ্চিত করা হলে, স্বাস্থ্য খাত আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আলোচনা করেন। বাংলাদেশ ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে ফার্মাসিস্টদের দায়িত্ব ও ভূমিকা আরও কার্যকর করতে গুরুত্ব আরোপ করেন। সরকারের যথাযথ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ফার্মাসিস্টদের নিয়োগ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা হলে দেশের স্বাস্থ্য খাত আরও সমৃদ্ধ হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত ফার্মেসি শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা গড়ে তোলা সম্ভব, যা জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মতামত দেন।
স্বাস্থ্যসেবার অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের কার্যক্রম এর ভূয়সী প্রশংসা এবং গবেষণা ও স্বাস্থ্যখাতে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের গুরুত্ব আলোকপাত করেন গণ বিশ্ববিদ্যালয় এর ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোকলেছুর রহমান সরকার।
ফার্মেসি কাউন্সিল এর ডেপুটি ডিরেক্টর আসিফ হোসেন বলেন, বিপিএফ ফার্মাসিস্টদের অধিকার আদায়ে এক যুগেরও অধিক সময় ধরে কাজ করে দেশ ও দেশের বাইরে ব্যাপক পরিচিতি লাভ করেছে, এখন সময় এসেছে ফার্মাসিস্টদের গুনগত পরিবর্তনে কাজ করার।
WHO এর গাইডলাইন অনুযায়ী কাজ করার জন্য পরামর্শ দেন সিলভা ফার্মাসিউটিক্যালসের কোয়ালিটি এস্যুরেন্সের প্রধান জাকারিয়া ফারুকী।
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সভাপতি মো: আজিবুর রহমান বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ১০ জন গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দেয়া হয়েছে, এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতাঅ আমরা অতি সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগ দ্রুত বাস্তবায়ন এবং এ ব্যাপারে কাঠামোগত পরিবর্তন এর জোর দাবি উপস্থাপন করে এসেছিলাম, সচিব মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাবিগুলোকে গুরুত্ব দিয়েছেন আমার বিশ্বাস জারি ফলশ্রুতিতে ১০ জন ফার্মাসিস্ট নিয়োগের বিষয়টি ত্বরান্বিত হয়েছে।
বাংলাদেশ স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের কাজের সুযোগ বৃদ্ধির জন্য সরকারের উচ্চ পর্যায়ে কাজ করার ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
বিপিএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর বলেন, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ফার্মেসি প্র্যাক্টিস এর জন্য গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট বাধ্যতামূলক করতে হবে, যেনো আন্তর্জাতিক মানের ওষুধ ব্যবস্থাপনা সহজ হয় এবং রোগীরা সঠিক নিয়মে ওষুধ সেবন করতে পারে।
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালসের এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার শারমিন আফরোজ বলেন, ‘আমরা যারা ফার্মাসিস্ট আমাদের কাজ শুধু ঔষধ সরবরাহ নয়, বরং আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ। একজন রোগী যখন ডাক্তার দেখান তার চিকিৎসা ব্যবস্থা সম্পুর্ন হয় আমাদের মাধ্যমে - সঠিক গুনগতমানের ঔষধ, সঠিক ডোজ ও সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে। ফার্মাসিস্ট হিসেবে আমাদের দায়িত্ব রোগীদের নিরাপদ ও কার্যকর ঔষধ ব্যবহার নিশ্চিত করা এবং ঔষধ সম্পর্কিত ভুল প্রতিরোধ করা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সুস্থ রাজনীতির পরিবেশ তৈরীতে যুবদলের কর্মীরা একনিষ্ঠ হয়ে কাজ করবে : জিএস সুমন

অনির্বাচিত সরকার বেশী দিন ক্ষমতায় থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হয় --আফরোজা খান রিতা

বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে বিভ্রান্তির আশঙ্কা ব্রিটিশ এমপিদের

৯ এপ্রিল থেকে ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

ফের রদবদল পুলিশে, দুই ডিআইজি সহ ১৯ কর্মকর্তা বদলি

আশুলিয়ায় ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ ফেরাউনকে একত্রে করলেও হাসিনার মতো জুলুমবাজ হবে না: হাসনাত

আমার অফিসই আপনাদের অফিস : ডিসি উত্তরা

স্থানীয় সরকার বিভাগের সচিব হলেন রেজাউল মাকছুদ জাহেদী

রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

ইরাবের ইফতার মাহফিলে ইউজিসি চেয়ারম্যান সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে

আশুলিয়ায় চলন্ত বাসে ডাকাতি, মোবাইল ও নগদ অর্থ লুট

৩০ টাকা কেজিতে প্রতিদিন চার টন চাল বিক্রি করবে সরকার

রোজা রেখে ঝগড়া করা প্রসঙ্গে।

ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে : পরিকল্পনা উপদেষ্টা

দলীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হলেও বিএনপি দেশ ও জাতির স্বার্থকে প্রধান্য দেয় - প্রিন্স

গণতান্ত্রিক দেশে ভোট ছাড়া আর কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না:ব্যারিস্টার খোকন

শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত