বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবরে অবরোধ তুলে নিল শ্রমিকরা
০২ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ পিএম

অবশেষে বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর সেনাবাহিনীর কাছ থেকে পেয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধ প্রত্যাহার করে সড়ক থেকে সরে গিয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মহাসড়ক থেকে সরে যায় শ্রমিকরা। এর আগে গত সোমবার সকাল নয়টার দিকে সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরনের পাওনাদি পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। সেসময় পুলিশ, সেনাবাহিনী ও মালিকপক্ষের উপস্থিতিতে সব পাওনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়। শ্রমিকরা বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের জন্য সোমবার সকালে কারখানায় এলে মালিকপক্ষ ফের ৩ মাসের সময় চায়। পরে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।
এদিকে শ্রমিক সংগঠনের নেতাদের মোটা অংকের টাকার বিনিময়ে শ্রমিকদের বুঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বার্ডস গ্রুপ থেকে ভাউচারের মাধ্যমে লেবার ফেডারেশনের নামে টাকা নেওয়ার কপি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে বিষয়টি নিয়ে শ্রমিক নেতারা কথা বলতে রাজী হয়নি। এমনকি বার্ডস গ্রুপের কেউ কথা বলতে চায়নি।
বুধবার দুপুরের দিকে সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মাইকে শ্রমিকদের জানান, বার্ডস গ্রপের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে আমরা বসে আলোচনা করে সকল সমস্যা সমাধান করা হবে। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধের টানা ৫৩ ঘন্টা পর মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেয়।
নাম প্রকাশ না করার শর্তে বার্ডস গ্রুপের এক শ্রমিক বলেন, আমাদের চুক্তির দিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশ্বাসযোগ্য লোকজন ছিলেন। কিন্তু সেই চুক্তিও ভঙ্গ করেছি মালিকপক্ষ। ফলে আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আমাদের অনেক শ্রমিক চাকরি না পেয়ে গ্রামে চলে গিয়েছিলেন। তারা বকেয়া পাওনাদির জন্য গ্রাম থেকে এসেছেন।
এব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম ও কারখানা কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। সড়কে যানচলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ইস্যু করা নোটিশের মাধ্যমে গত ২৮ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সকল কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এসময় শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়। চুক্তিমতো শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের টাকা প্রদানের জন্য আরও তিন মাস সময় চান প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

পাঁচবিবিতে জামায়াত কর্তৃক বিএনপি নেতাকর্মীর উপর হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন

চোর খুঁজতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবক নিহত

সংবিধান পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের ভাগ্যের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়

কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি, ঈদের ৯ দিনে ৯ লাখ পর্যটক আগমনের আশা

নতুন বাংলাদেশ গড়ে তুলতে চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই: ড. ইউনূস

ঈদে ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে,স্বস্তিতে বাড়ী ফিরছে হাজারো ঈদ যাত্রী

ভারতে রাস্তায় নামাজ পড়লে পাসপোর্ট বাতিল, প্রতিবাদে সরব ফারুকী

মহানগর উত্তর বিএনপির অভিনব কর্মসূচি নামাজ পড়ে সাইকেল পেলো ৩২ কিশোর

সন্তানদের জন্য ঈদ শপিং করতে গিয়ে পুলিশের হাতে আটক কারা নির্যাতিত বিল্লাল

লঞ্চে একবার ব্যবহার্য প্লাস্টিক ও পলিথিন বহন না করার অনুরোধ, আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা!

দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

সিলেটের কেন্দ্রিয় বাস টার্মিনালে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

শ্রীনগরে অটোরিক্সা ছিনতাইকালে আটক ৩, গণপিটুনিতে নিহত ১

বিক্রয়মূল্যের চেয়ে ব্যয় বেশি:তুলার দাম বাড়ানোর দাবি চাষিদের

সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের সকল অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে-হামিদুর রহমান সোহাগ

মার্কিন প্রতিরক্ষা সচিবের জাপান সফরে ঐতিহাসিক মুহূর্ত

রামগড়ে জুলাই আন্দোলনে শহীদ মজিদ পরিবার পেল সরকারি সহায়তা

সাভারে ভুল চিকিৎসায় পোশাক শ্রমিকের মৃত্যু, তালা ঝুলিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ

ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া