কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে দেশের অর্থনীতি অনেক গুণ এগিয়ে যাবে- সিলেটে দিনব্যাপী কর্মশালায় বক্তারা
০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ পিএম

সিলেট চেম্বার বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) এর উদ্যোগে এবং দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি বিষয়ক এক সচেতনতামূলক কর্মশালা আজ (সোমবার) সকাল ১১ টায় চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বিইএফ এর হেড অফ ট্রেনিং জোহা জামিলুর রহমান এর পরিচালনায় কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, বিশ্বের উন্নত দেশসমূহের তুলনায় আমাদের দেশে কর্মক্ষেত্রে নারী সমাজ অনেকটাই পিছিয়ে আছে। এর মূল কারণ সামাজিক দৃষ্টিভঙ্গি ও কর্মক্ষেত্রে নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ না থাকা। আমরা দেখি পাশ্চাত্য দেশগুলোতে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহ সমাজের সর্বক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছেন। এজন্যই পাশ্চাত্যের সমাজব্যবস্থা আমাদের থেকে অনেক উন্নত। তিনি বলেন, যে কোন দেশের অর্থনৈতিক বিকাশে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উদাহরণ স্বরূপ বাংলাদেশের পোষাক শিল্পের কথা বলা যেতে পারে। পোষাক শিল্প বাংলাদেশের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার। উল্লেখ্য যে, এই শিল্পের ৮৫% শ্রমশক্তি হল নারী সমাজ। এছাড়াও আমাদের কুটির শিল্পগুলো বেশিরভাগই নারী কেন্দ্রিক। তাই কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ নিশ্চিত করা সম্ভব হলে দেশের অর্থনীতি অনেক গুণ এগিয়ে যাবে। স্বাগত বক্তব্যে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এর হেড অফ ট্রেনিং ও কর্মশালার মডারেটর জোহা জামিলুর রহমান বলেন, কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কর্মশালাটি আয়োজন করেছি। আইএলও এর প্রগ্রেস প্রজেক্ট আর আওতায় এ বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি। তিনি বলেন, কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ বজায় রাখা এবং নারীদেরকে স্বতস্ফূর্তভাবে কাজের সুযোগ করে দেওয়া এমপ্লয়ার্স প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। কারণ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পেছনে রেখে কখনই দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। তিনি কর্মশালাটি আয়োজনে সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। কর্মশালার মূল পর্বে তিনি কর্মক্ষেত্রে জেন্ডার ফ্রেন্ডলি পরিবেশ সৃষ্টি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় আরো বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল সন্তোষ চন্দ্র দেবনাথ, সিলেট চেম্বারের পরিচালক এবং সেমিনার, ওয়ার্কশপ সাব কমিটির ডাইরেক্টর ইনচার্জ ফাহিম আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, ফাহিম আহমদ চৌধুরী, সায়েম আহমদ, মোঃ মাহদী সালেহীন, আরিফ হোসেন, মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, উপ-সচিব সানু উদ্দিন রুবেল ও মোঃ আজিজুর রহিম খান, চেম্বারের কর্মকর্তাবৃন্দ এবং কর্মশালার অংশগ্রহণকারীবৃন্দ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা