কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক -ভাঙা অংশে শিগ্গীরই কাজ শুরু করবে সেনাবাহিনী
০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

দীর্ঘদিন পর অবশেষে জোড়া লাগছে সাগরের ঢেউয়ের আগ্রাসনে বিলীন হওয়া কক্সবাজার- টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। সাগরের ঢেউয়ের তুড়ে মেরিন ড্রাইভ থেকে বিচ্ছিন্ন ছিল কলাতলীর দুই কিলোমিটার এলাকা। সেনাবাহিনী শিগগিরই এখানে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করবে জানা গেছে।
পর্যটক, ব্যবসায়ী, গাড়ি চালক ও যাত্রীদের মতে এতে করে বিকল্প পথে দীর্ঘদিনের চলাচলের ভোগান্তি থেকে রেহাই মিলবে। মিলবে মেরিন ড্রাইভের সুফল।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ শুরু কলাতলী অংশ থেকে। এই কলাতলী থেকে বেলী হ্যাচারি পর্যন্ত নির্মিত মেরিন ড্রাইভের ওই অংশ বিলীন হয়েছে সাগরের আগ্রাসনে। একই ভাবে এতে ঝুঁকির মুখে পড়ে অনেক স্থাপনা। ওই এলাকায় অনেকেই আবার ব্যক্তিগত পর্যায়ে বাঁধ নির্মাণ করে সাগরের আগ্রাসন থেকে রক্ষা পেতে। এ কারণে মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক। যা অনেকটা সরু। এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। একই সঙ্গে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। তবে মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশে শিগগিরই কাজ শুরুর কথা শুনে দারুণ খুশি চালক ও যাত্রী ও পর্যটকরা।
কয়েকজন টুরিস্ট জীপ চালক বলেন, মেরিন ড্রাইভ শুরুর কলাতলী - থেকে বেলী হ্যাচারি পর্যন্ত ভাঙা। এই অলশে বিকল্প সড়কটা অনেক ছোট। যার কারণে সবসময় যানজট লেগে থাকে। এতে পর্যটকসহ চলাচলকারীদের চরম - দুর্ভোগ পোহাতে হয়। শুনা যাচ্ছে এখন ভাঙা অংশের কাজ শুরু হবে। এটা অবশ্যই সবার জন্য ভালো খবর। ইজিবাইক চালক শফি উল্লাহ বলেন, বিকল্প সড়কে ২ কিলোমিটার যেতে এক দেড় থেকে ২ ঘণ্টা লাগে। আর সাপ্তাহিক ছুটির দিন ৩ থেকে ৪ ঘণ্টা লেগে যায়।
হোটেল সী ক্রাউনের ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ সেনাবাহিনী কাজ শুরু করছে, এটা পর্যটকদের জন্য অনেক সুবিধা হবে। কক্সবাজার বেড়াতে আসা ভ্রমণ পিপাসুদের আর দুর্ভোগ পোহাতে হবে না। সাগর সৈকত ঘেঁষে কক্সবাজার-টেকনাফ পর্যন্ত ১২০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কটি বিশ্ব দরবারে কক্সবাজার শুধু নয় গোটা বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
সাগর আর পাহাড়ের পাশদিয়ে
কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এই সড়ক কক্সবাজারের পর্যটনে বাড়িয়েছে নতুন মাত্রা। মহান আল্লাহর অপরূপ সৌন্দর্য ও
এই সড়ক দেখতে এবং এখানে ঘুরতে কক্সবাজারে আসেন হাজার হাজার ভ্রমণপিপাসু। দ্রুত সময়ের মধ্যে মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ মেরামত হলে বিকল্প পথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে রেহাই মিলবে। মেরিন ড্রাইভের সুফলও মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা।
কক্সবাজার হোটেল মোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার বলেন, মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশে অনেকগুলো স্থাপনা গড়ে উঠেছে। তার মধ্যে রয়েছে হ্যাচারি ও হোটেলসহ নানা স্থাপনা। এসব স্থাপনাও জোয়ার-ভাটার মধ্যে রয়েছে। এখন মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশে প্রতিরক্ষা বাঁধ আর সড়ক হলে একদিকে স্থাপনাগুলো রক্ষা পাবে আর পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হবে।
এদিকে সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর ১০ পদাতিক ভিডিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। তিনি জানান, সেনাবাহিনী ইতোমধ্যে শহরের যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নির্দিষ্ট পার্কিং স্পট না থাকার কারণে যেসব গাড়ি সড়কে পার্কিং করা হতো, সেসব গাড়ি পার্কিং এর জন্য আলাদা জায়গা নির্ধারণ করে দেয়ার ব্যবস্থা করেছে। যার কারণে কলাতলীর - ডলফিন মোড়ে যানজট অনেকটায় কমেছে।
মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেন, ১৯৯১ সালের পর থেকে মেরিন ড্রাইভে খণ্ডিত অংশ দিয়ে গাড়ি চলাচল করতে না পারায় - প্রায়ই যানজট লেগে থাকে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। এর কাজ শেষ হলে একটা প্রস্তাবনা পাঠানো হবে মন্ত্রণালয়ে। সেটি পাস হলে সড়কের কাজ বাস্তবায়ন করা হবে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ; নির্মিত হয় দীর্ঘ ৮০ কিলোমিটার। কিন্তু গেলো দুই দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভ শুরুর প্রায় দুই কিলোমিটার এলাকা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সা

নোয়াখালীর বিপণী-বিতানগুলোতে উপচে পড়া ভিড় হলেও মারাত্মক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের

কোচ ছাঁটাই করল লাইপজিগ

কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব

পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান

আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার কোনো ক্ষমা নেই: খোকন

যেভাবে একটি অন্যায়ের সম্মিলিত প্রতিবাদ হলো

শীর্ষ সন্ত্রাসী পলাশসহ তার বাহিনীর ১০ জন গ্রেফতার, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

শেষ মুর্হুতের কেনাকাটায় সিলেট নগরীর রাজপথ থেকে শপিংমলে ক্রেতারা

জাতীয় ঈদগাহে আসবেন না প্রেসিডেন্ট, ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে

৩৯২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরীতে, প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানে

শহীদ মীর মুগ্ধের বাসায় জামায়াত আমীর

ডিএসই, সিএসই এবং পিএসএক্স’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে চা বাগানের ভেতরে ৩ ট্রাক ভর্তি ৪৬৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালালো চালক

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে: রিজভী

অসৎ ব্যবসার অহংকার সিলেটের হরিপুরের সেই "বুঙ্গার বাজার" গুড়িয়ে দিয়েছে যৌথবাহিনী

লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ-র নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশী বন্দুক উদ্ধার

আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাই : ধর্ম উপদেষ্টা