ময়মনসিংহে আশ্রয় প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
০৭ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৮:১০ পিএম
[আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীদের রাস্তা না থাকায় দুর্ভোগে ১০৮টি পরিবার]
[সরকার ২ শতাংশ জায়গা দলিল করে দিলেও বসবাসকারীদের দখলে ১ শতাংশেরও কম]
[আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণেও হয়েছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি]
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের বয়ড়া পূর্বপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পটি গড়ে ওঠেছে। বয়ড়া ভালুকা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোট ১০৮টি পরিবার বসবাস করে। এর মধ্যে বেশিরভাগ পরিবারের লোকজন বাড়ি থেকে বের হবার রাস্তা না থাকায় এক রকম ঘরবন্দি অবস্থায় জীবনযাবন পার করছে আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারীরা। এছাড়াও আশ্রয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন বসবাসকারীরা।সরকার ২ শতাংশ জায়গা দলিল করে দিলেও বসবাসকারীদের দখলে ১ শতাংশের কম।গতকাল সোমবার (৭ অক্টোবর) সকালে নগরীর গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বয়ড়া ভালুকা আশ্রয়ণ-২ প্রকল্প সমবায় সমিতি লিঃ এর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে এসব অভিযোগ করেছে ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসক বরাবর বয়ড়া ভালুকা আশ্রয়ণ-২ প্রকল্প সমবায় সমিতি লিঃ এর সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন লিখিত আবেদন জমা দেন। লিখিত আবেদনে উল্লেখ করেন, বয়ড়া ভালুকা আশ্রয়ণ-২ প্রকল্পের ১০৮টি পরিবার বসবাস করেন। তবে এখানে আশ্রয়ণ প্রকল্পের নিজস্ব কোন রাস্তা নেই। অন্যের মালিকানাধীন জায়গার রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বর্ষা মৌসুমে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যা চলাচলের অযোগ্য। মানববন্ধনে ভুক্তভোগী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মোসাম্মৎ ফাতেমা জানান, আমাদের চলাচলের নিজস্ব কোন রাস্তা নেই। অন্যের মালিকানাধীন রাস্তা দিয়ে চলাচল করতে হয়, সেখানে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি হয়ে যায়। পানি যাওয়ার জন্য একটা ড্রেন ছিল স্থানীয়রা সেটাও বন্ধ করে দিয়েছে। আমরা খুব অসহায় অবস্থায় জীবনযাপন করছি। তিনি আরও বলেন, সরকার আমাদের আশ্রয়ণ প্রকল্পের জায়গার দলিল করে দিয়েছে প্রত্যেককে ২ শতাংশ করে। কিন্তু আমরা এখন পর্যন্ত ২ শতাংশ জায়গা পাইনি। আমি পেয়েছি ৯০ পয়েন্ট। আমরা এ বিষয়ে ইউএনও কে অবগত করলে সহকারী নায়েব কবিরকে দায়িত্ব দিলেও আমরা এখন পর্যন্ত ২ শতাংশ জায়গা বুঝে পাইনি।
অপরদিকে, ময়মনসিংহ সদরের আশ্রয়ন প্রকল্পের বেলতলীতে বসবাসকারীদেরও নানা অভিযোগ। বেলতলী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী আসমা বেগম জানান, আমাকে কাগজে পত্রে দুই শতাংশ জায়গা দিয়েছে সরকার কিন্তু বাস্তবে এক শতাংশ জায়গাও নেই। আমার জমি বুঝিয়ে দেয়া হোক। নির্মাণ কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি। ঘর বুঝিয়ে দেওয়ার ৬ মাসের মাথায় ফাটল দেখা দিয়েছে। কিছু কিছু ঘর উদ্বোধনের আগেই ফাটল ধরেছিল পরে কোনোরকম ভাবে ঠিকঠাক করে দিলেও কয়েক মাস না যাইতেই আবারো ফাটল ধরেছে। আমি বহুবার সাবেক ইউএনও শফিকুল ইসলামকে এ বিষয়ে অবগত করলে তিনি আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। পাশাপাশি বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও করা হয়নি। আমি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স জানান, আমি এ বিষয়ে অভিযোগ পাইনি বা জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জানান, আপনার মাধ্যমে এ বিষয়টি জানলাম। আমাদের প্রতি মাসে এ সংক্রান্ত বিষয়ে মিটিং হয়। এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর