ডিএমপিতে যুক্ত হচ্ছে ভারতের মাহিন্দ্রা গাড়ি
২৭ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
পুলিশের কাজে গতিশীলতা বাড়াতে ডিএমপির ৫০ থানায় যুক্ত হচ্ছে নতুন মাহিন্দ্রা বোলেরোর গাড়ি ও ইসুজু, ডি ম্যাক্্র গাড়ি। ইতিমধ্যে হস্তান্তর হয়েছে ১০টি মাহিন্দ্রা বোলেরোর গাড়ি। পুলিশের কাজে আগে বেশিভাগই জাপানী গাড়ি ব্যবহার করা হতো। যে ভারত সীমান্তে বাংলাদেশীদের হত্যা, ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে সেল্টার দেয়া, পানি ছেড়ে বাংলাদেশে বন্যার সৃষ্টিসহ নানাভাবে অনৈতিক হস্তক্ষেপ করে সেই ভারতে থেকে গাড়ি আনা বর্তমান সরকারের নীতির পরিপন্থী বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিএমপির ক্ষয়ক্ষতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তারা জানান, আন্দোলনকালে ডিএমপির ১৮৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭ টি গাড়ি পুড়ে গেছে যা মেরামত যোগ্য নয়। এ ছাড়াও যে সকল থানায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের কাজ চলমান রয়েছে। বর্তমানে ডিএমপির সবগুলো থানার কার্যক্রম পুরোদমে চালু রয়েছে।
রাজধানীর প্রায় দুই কোটি বাসিন্দার নিরাপত্তায় ৫০টি থানায় বরাদ্দ গাড়ির সংখ্যা ৩৫৭টি। সব মিলিয়ে মহানগরে পুলিশের গাড়ির সংখ্যা এক হাজার ৫৫৩টি। এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, রেকার, প্রিজনভ্যান, আর্মার পুলিশ ক্যারিয়ার (এপিসি), লাশবাহী ভ্যান ইত্যাদি। এসব গাড়ির মধ্যে ৫ আগস্টের আগেই নষ্ট হয়ে পড়ে আছে ১১৫টি।
ভারতে মাহিন্দ্রা বোলেরোর গাড়ি ও ইসুজু,ডি ম্যাস্ক গাড়িগুলো নি¤œমানের হওয়ায় খুবই অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। এই গাড়িগুলো রক্ষনাবেক্ষনের খরচও বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরে সব জায়গায় সংস্কার হচ্ছে। কিন্তু পুলিশের এই নিম্মমানের গাড়ি দিয়ে পুলিশের কাজে গতিশীলতা আনা সম্ভব নয় বলে মনে করছে পুলিশের ভিতরেরে অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির একটি থানার ওসি বলেন, অপরাধীকে ধরতে যাওয়ার মত ভালো গাড়ি তো নেই। ভিআইপি ডিউটি দিতে গেলেও বিব্রত হতে হয়। থানায় ২০ থেকে ৩০ বছর বয়সী গাড়িও চলছে। লক্কড়ঝক্কড় গাড়িগুলোর ফিটনেস মেয়াদ ফুরিয়ে গেছে আগেই।
পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে, গত তিন অর্থবছরে ১ হাজার ১৭টি যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে মোটর সাইকেলই ৬৬৫টি। সব মিলিয়ে পুলিশের গাড়ি আছে ১১ হাজার ৯২৩টি। এর মধ্যে মোটর সাইকেল ৬ হাজার ৪৪৫টি। বাকি ৫ হাজার ৪৭৮টি যানবাহন দিয়ে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ। পুলিশের কেনাকাটা সংক্রান্ত একটি প্রতিবেদনের তথ্য বলছে, গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে পুলিশের কেনাকাটা স্থগিত রাখার পর জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তত ২০০ ডাবল কেবিন পিকআপ কেনার সম্মতি পাওয়া গেছে। জনবলের তুলনায় এখনো ৪ হাজার ৫২৯টি যানবাহনের ঘাটতি আছে বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
ফলে শতাধিক কর্মকর্তা পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত উপমহাপরিদর্শক ও উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেলেও জিপের ঘাটতি থাকায় তাদেরকে যানবাহন বরাদ্দ দেওয়া যাচ্ছে না।
সংকটের কারণে পুলিশের অনেক কর্মকর্তাকে অনেক সময় গাড়ি ভাড়া করে বিভিন্ন স্থানে অভিযানে যেতে হয়। এছাড়া নিজ থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক টহল দেওয়ার জন্য গাড়ি রিকুইজিশন করতে হয়। রিকুইজিশন করা ফিটনেসবিহীন লেগুনায় পুলিশের টহলদৃশ্য খুবই পরিচিত।
গত ৯ অক্টোবর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ডিএমপির থানাগুলোর সক্ষমতা বাড়াতে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছিলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের যানবাহন একটি গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য ডিএমপি কমিশনারের নিজস্ব উৎস থেকে উত্তরা পূর্ব, গুলশান, তেজগাঁও, কদমতলী, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল ও নিউমার্কেট থানায় যুক্ত হয় ১০ টি নতুন গাড়ি। পর্যায়ক্রমে আরও ৪০টি থানায় নতুন গাড়ি যুক্ত হবে।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান গতরাতে ইনকিলাবকে বলেন, ইতিমধ্যে ১০টি থানায় যে ১০টি গাড়ি হস্তান্তর করা হয়েছে তা সেগুলো ভারতের মাহিন্দ্রা গাড়ি। বাকি যে ৪০টি গাড়ি আসার কথা রয়েছে তা কোন দেশের এ মুহুর্ত্যইে তিনি তা বলতে পারছেন না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জ পৌরসভার পাওনা টাকা পরিশোধ না করলে মামলা- পৌর প্রশাসক
সাদপন্থী তাবলীগের মুখপাত্র মুয়াজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পূর্বাচলে বুয়েট ছাত্রের মৃত্যু : তিন আসামি ২ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুরে সরকারি রাস্তা কেটে যুবলীগ নেতার চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
এবার পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০