নানা অপকর্মের হুোতা ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম সরদার গ্রেপ্তার।
২৮ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৪, ০৫:৫২ পিএম
নারায়ণগঞ্জ পুলিশের সাবেক এসপি এবং মহানগর ডিবির সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ও নিকলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোকাররম সরদার মোকাররম কে (৪৫) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ সোমবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাধারণ লেবার থেকে শত কোটি টাকার মালিক বনে যাওয়া মোকাররমের বিরুদ্ধে একাধিক হত্যাসহ মামলা রয়েছে অসংখ্য ।
সূত্র জানায়, মোকাররম পেটের দায়ে মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের কাজ শুরু করে ফতুল্লার আলীগঞ্জ এলাকার বুড়িগঙ্গায় জাহাজ থেকে লোড-আনলোডের মাধ্যমে। ওই সময় চুরি করে রাখা চাল, ডাল, গম, পাথর, কয়লা, সার বিক্রি করতেন মোকারম সরদার। এরপর জাহাজের পণ্য চোরাইয়ের সিন্ডিকেট গড়ে তুলে। সেই সিন্ডিকেট থেকে মোকারম সরদার যে পরিমাণের টাকা আয় করতেন তার অর্ধেক স্থানীয় একজন নেতাকে দিয়ে তুষ্ট রাখতো । ওই নেতার শেল্টারে পরবর্তীতে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে নেতা বনে যান চোরাই কারবারী মোকাররম।
এরপর আর পিছনে তাকাতে হয় নাই মোকাররম কে। সেই পুলিশের এসপি এবং সাবেক ডিবি প্রধান পলাতক নানা অপরাধের হোতা হারুন অর রশীদের ক্যাশিয়ার হিসেবে অবৈধ সম্পদের কেয়ারটেকার ছিলেন মোকাররম। সেই প্রভাবে মোকারম এলাকায় প্রতিষ্ঠিত করতে বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত করান পুলিশ কর্মকর্তা ওই হারুন।
কোন ধরণের ন্যূনতম যোগ্যতা না থাকার পরেও মোকাররমকে চেয়ারম্যান বানানো হয় শুধু হারুনের অবৈধ সম্পদ পাহারা দেয়া ও সকল অপরাধ রক্ষনাবেক্ষন করতে ।
এরপর রাজনীতি করেই এখন কয়েকশ কোটি টাকার মালিক তিনি। আর ডিবি প্রধান হারুনের ছত্রছায়ায় নানা অপকর্ম করতেন মোকাররম।
ফতুল্লার আলীগঞ্জের অনেকেই বলেন, পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বিশাল বহর নিয়ে নারায়ণগঞ্জে আলীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে মোকারম সরদারের লেবার অফিসে আসতেন এবং খোজ খবর রাখতেন ।
আর এই মোকাররমের ব্যাবসায়িক প্রতিষ্ঠান টর্চার সেল হিসেবেও ব্যবহার করতো মোকাররম ও তার বাহিনী সেই ডিবি প্রধান হারুনের কারণে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম মোকাররম সরদারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আলীগঞ্জ এলাকায় দৈনিক ৮০ টাকা মজুরির বিনিময়ে কাজ করতেন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে মোকাররম।
কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো সেই মোকাররম রাতারাতি দিন মজুর থেকে বনে যান শ্রমিকলীগ নেতা। হয়ে ওঠেন
অঢেল সম্পদের মালিক। আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনের ছত্রছায়ায় শত শত কোটি টাকার মালিক হয়ে যাওয়া মোকাররম সরদার শুধু অবৈধ উপায়ে অঢেল সম্পদের মালিক হয়ে বসে থাকেননি।
সমাজে প্রতিষ্ঠিত হতে প্রায় ১৫-২০ কোটি টাকা খরচ করে গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন।এলাকার জনগনের কাছে শোনা যায় তিনি তার কালো টাকা ও ডিবি হারুন এর আশীর্বাদে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের ছত্রছয়ায়
আর টাকার গরমে নিকলী উপজেলার আওয়ামীলীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতা-কর্মীকে নিজের আয়ত্তে নিয়ে যান।
তবে ৫ আগষ্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মোকাররম সরদার আত্মগোপন করেন।স্থানীয়দের দাবি শিক্ষা নাই, নাম লিখতে পারে না, সে আবার কিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
অভিযোগ রয়েছে আলীগঞ্জে জাহাজে করে আসা চাল, ডাল, গম, পাথর, কয়লা আনলোড করতেন মোকাররম সরদার।
এসবের আড়ালে সে কয়লা,গম,সার ব্যবসার সিন্ডিকেটও নিয়ন্ত্রন করতেন তিনি।
হারুনুর রশিদ নারায়ণগঞ্জ পুলিশ সুপার থাকাকালীন আলীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীরে মোকাররম সরদারের লেবার অফিসে মাঝে মাঝে এসে সময় দিতেন। ডিবি হারুন এর প্রশ্রয়ে পাগলা, আলীগঞ্জসহ সারা নারায়নগঞ্জ এলাকায় বিভিন্ন অবৈধ ব্যবসার দেখাশুনা করতো মোকাররম সরদার। তিনি এই কালো টাকা দিয়ে পাগলা আলীগঞ্জ এলাকায় নামে বেনামে আট থেকে দশটি প্লট কিনেছেন মোকাররম সরদার। রয়েছে চারটি বহুতল ভবন।
তবে সূত্র মতে জানা গেছে, এসব সম্পদের মালিক ডিবি হারুন। কিশোরগঞ্জের উকিলপাড়ায় তিন কোটি টাকা মূল্যের একটি বাড়ি ক্রয় করেছেন মোকাররম সরদার।
কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় নামে বেনামে তার ৮ টি ব্রিক ফিল্ড রয়েছে বলেও কথিত আছে। নিকলির দামপাড়া মৌজায় তিন কোটি টাকার ২৫ শতাংশ জায়গা আছে আর এতে আনুমানিক পাঁচ কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স ভবন করছেন তিনি।
এলাকার পূর্বপাড়া সংলগ্ন দামপাড়া টু নোয়াপাড়া রোডে তিন কোটি টাকার ফসলি জমি কিনে মাছের পুকুর করেছেন । ভৈরব বাজার পূবালী ব্যাংক শাখা হতে কোটি টাকার একটি জিপ গাড়ি ক্রয় করেন। তার টাকায় তার ভাইদের নামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এলাকায়। কয়েক কোটি টাকার বিনিময়ে নির্মিত সরদার অটো রাইস মিল মোকাররম তার ছোট ভাই দামপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার এর নামে করেছেন।
জনশ্রুতি আছে এই আনোয়ারকে দামপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে বিজয়ী করতে প্রায় ৫-৬ কোটি টাকা নাকি ব্যয় করেন মোকাররম সরদার।
আর এগুলো ডিবি হারুনের আশীর্বাদেই হয়েছে বলে জানা যায় । আর পাগলা আলীগঞ্জে কয়লার ও পাথরের ইমপোর্ট ব্যবসাসহ নানাবিধ ব্যবসায় ডিবি হারুনের কালো টাকার অংশিদারিত্ব রয়েছে।
কালো টাকা সাদা করতে ২০১৩ সালে এক কোটি ৭০ লাখ টাকায় ইভটিজিং নামে একটি ছবি প্রযোজনা করেন মোকাররম। নিকলী উপজেলা নির্বাচনে হলফ নামায় সরদার উপস্থাপন করেন- তিনি স্বশিক্ষিত তার কোন ঋণ নাই, ৯০ হাজার টাকা ও ব্যবসা থেকে ২০ লক্ষ ৪০ হাজার টাকা বাৎসরিক দেখানো হয়। তার কাছে নগদ টাকা রয়েছে ২ কোটি ২০ লাখ ৯০০০০ ও ১০ ভরি স্বর্ণ অলংকার। স্থানীয়দের অভিযোগ নির্বাচনী হলফ নামায় সম্পদের তথ্য গোপন করেছেন তিনি।
শেখ হাসিনা সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন মোকাররম সর্দার,কিছুদিন আত্নগোপনে থাকার পর এখন আবার নতুন পন্থা অবলম্বন করে প্রকাশ্যে আসেন মোকাররম সরদার। বর্তমান তত্বাবধায়ক সরকার এর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এর বাবা বদরুল ইসলাম জমির সাহেবের সাথে যোগাযোগ করে বুঝিয়ে তার অপকর্ম ঢাকার চেষ্টা করছেন।
উপদেষ্টা নাহিদের বাবা শিক্ষক জমির সাহেব এর সরলতার সুযোগ নিয়ে সম্প্রতি তাকে মোকাররম আলীগঞ্জের বাড়িতে দাওয়াত করেন।
তার অপরাধ ধামাচাপা দিতে ও ডিবি হারুন এর অপকর্মের সাথে সংশ্লিষ্টতার ছায়া থেকে বাঁচতে নিজ উপজেলা ও জেলা বিএনপি নেতাদেরও বিভিন্ন সময় প্রচুর টাকা পয়সা দিয়ে হাত করেন। তিনি একসময় প্রকাশ্য বড় গলায় বলে বেড়াতেন- তার নিজ উপজেলায় তিনি বিএনপি এবং উপজেলার সীমানা হতে বাহির হলেই তিনি আওয়ামীলীগ এর লোক। তাইতো বিগত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ডিবি হারুন এর কালো ইশারায় নিজ উপজেলার সকল আওয়ামীলীগকে তার জন্য প্রকাশ্য সমর্থন ও নির্বাচনী মাঠে থাকতে দেখা গিয়েছে।
এমনকি টাকার বিনিময়ে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রপতিকে তার জন্য পর্দার অন্তরালে থেকে সমর্থন করতে শোনা গিয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার