ইবি শিক্ষার্থীর জীবন থেকে ঝড়ে গেলো চার বছর, হাইকোর্টের নির্দেশনার পরেও ছাত্রত্ব নিয়ে আশঙ্কা
৩০ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুবেল হোসেন। তিনি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের পরীক্ষা দেওয়ার পর বিভাগ থেকে তাকে জানানো হয়, তিনি প্রথম বর্ষে অনুত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে আর পরীক্ষা দিতে পারেননি ওই শিক্ষার্থী। পরে বিভাগীয় একাডেমিক কমিটি তাকে পরবর্তী শিক্ষাবর্ষে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০২২ সাল থেকে প্রশাসন ভবনে ধরনা দিলেও তাকে পুনঃভর্তি নেয়নি কর্তৃপক্ষ। এছাড়াও হাইকোর্টের নির্দেশনার পরও পুনঃভর্তি করানো হয়নি ওই শিক্ষার্থীকে। প্রশাসন ভবনে ঘোরাঘুরি করেও লাভ হয়নি তার। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর জীবন থেকে চার বছর ঝরে গেলেও পরবর্তীতে শিক্ষাজীবনে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তার।
তথ্য সূত্রে, ২০২২ সালের মার্চ মাসে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় রুবেল জানতে পারেন তিনি প্রথম বর্ষে ফেল করেছেন। পরে ১৬ মার্চ ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুনঃভর্তির জন্য বিভাগের কাছে আবেদন করেন তিনি। এক মাস পর তাকে পুনঃভর্তির সুপারিশ করে বিভাগীয় একাডেমিক কমিটি। এদিকে ইতোমধ্যে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে যায়। তবুও সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে তাকে ওই শিক্ষাবর্ষেই রাখার সুপারিশ করা হয় বিভাগ থেকে।
এ দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে আটকে যায় ওই শিক্ষার্থীর পুনঃভর্তির ফাইল। পরবর্তীতে তাকে আর পুনঃভর্তি নেয়নি একাডেমিক শাখা। পরে বছর ৩ এপ্রিল বিভাগীয় একাডেমিক কমিটির সভায় তাকে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সুপারিশ করা হলে এবারও একাডেমিক শাখা থেকে ভর্তির সুযোগ দেওয়া হয়নি তাকে। পরে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। ২০২৩ সালের ২৫ জুন হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ ও বশির উল্লাহ ওই শিক্ষার্থীকে ২০২১-২২ শিক্ষাবর্ষের পুনঃভর্তি করাতে নির্দেশনা দেন।
হাইকোর্টের নির্দেশনার পরও পুনঃভর্তি করানো হয়নি ওই শিক্ষার্থীকে। প্রশাসন ভবনে ঘোরাঘুরি করেও লাভ হয়নি তার। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর জীবন থেকে চার বছর ঝরে গেলেও পরবর্তীতে শিক্ষাজীবনে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে তার।
ভুক্তভোগী শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, আমি প্রথম বর্ষে অকৃতকার্য হয়েছিলাম কিন্তু আমি তা জানতাম না। পরে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ায় আর আমি রেজাল্টও দেখিনি। কিন্তু পরবর্তী সেমিস্টারে পরীক্ষায় আমাকে বলা হয় আমি ফেল করেছি তাই আমাকে পুনঃভর্তি হতে হবে। এর পরে বছরের পর বছর বিভিন্ন দপ্তরে ঘুরেছি কিন্তু আমাকে আর ভর্তি নেয়নি। আমাকে প্রথমেই দ্বিতীয় বর্ষে ভর্তির সময়ে বিষয়টি জানালে আমি তখনি ভর্তি হতে পারতাম। কিন্তু পরে হাইকোর্টের নির্দেশনার পরেও আমাকে ভর্তি নেওয়া হচ্ছে না। এর ফলে আমার ছাত্রজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। আমার শিক্ষাজীবন থেকে ইতোমধ্যে অনেকগুলো বছর চলে গেছে। আমি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের নিকট আমার শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বিভাগটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. সঞ্জয় কুমার সরকার গণমাধ্যমকে বলেন, অসচেতনতার কারণে সে প্রথম বর্ষের ফলাফল না দেখেই দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরবর্তীতে সে যখন বিষয়টি জানতে পারে আমরা তাকে পুনঃভর্তি হতে বলি। তার পুনঃভর্তির বিষয়ে বিভাগ থেকে যত ধরনের সুপারিশ ও সহযোগিতা দরকার আমরা তাকে করেছি। কিন্তু পরবর্তীতে কেনো যে আর ভর্তি হতে পারেনি সে। এখন বিশ্ববিদ্যালয়ে বর্তমান উপাচার্য তার প্রতি সদয় হয়ে তাকে পুুনঃভর্তির সুযোগ দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান গণমাধ্যমকে বলেন, প্রথম বর্ষে অনুত্তীর্ণ হওয়ার পরেও একজন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এ বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের কাজ। একাডেমিক শাখা শুধু একজন শিক্ষার্থীর ভর্তি ও পুনঃভর্তির বিষয়টি দেখে। তবে রুবেল হোসেনের পুনঃভর্তি না করানোর বিষয়টি জানতে চাওয়া হলে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, প্রথম বর্ষে অনুত্তীর্ণ হওয়া সত্ত্বেও দ্বিতীয় বর্ষের ফরম ফিলাপের সময় তার অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি খেয়াল না করে তাকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া ঠিক হয়নি। এ ঘটনার দায় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর স্বীকার করছে। তবে বিভাগ থেকে যেহুতু ফরম নেওয়া হয় সেক্ষেত্রে বিভাগেরও দায় রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সওদী আরবে সড়ক দূর্ঘটনায় নিহত রেমিটেন্সযোদ্ধা আবদুর রহিম রনির লাশ এক মাস পর দেশে আনার পর দাফন
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হলেন নাহিয়ান রহমান রোচি
স্পেনে ভারী বর্ষণে আকস্মিক বন্যা, জনজীবন বিপর্যস্ত
জাগপার নতুন সভাপতি লুৎফর, সাধারণ সম্পাদক রিয়াজ
চাহিদার অর্ধেক বিদ্যুৎ ঘাটতিতে বরিশাল অঞ্চলের জনজীবনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে বিপর্যয়
জুলাই-আগস্টে হামলা, ভাংচুর ও লুটপাটে চাঁদপুরে ৪ মামলায় ৩৬ জন আটক
সমাপনী বক্তব্যে যে বার্তা দিলেন হ্যারিস ও ট্রাম্প
মানিকগঞ্জে সমিতির সদস্যদের নামে মামলা করায় এনজিও’র ম্যানেজারকে মারধর
জাবিতে ‘ক্যাম্পাসে আমিও জিততে চাই’ ক্যাম্পেইন অনুষ্ঠিত
পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ ৩ কোটি টাকা জব্দ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সবুজসহ ৪ আ.লীগ নেতা গ্রেফতার
শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার
মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল
সাতক্ষীরায় মারধরে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
টর্চার সেলে বন্দী করে শিবচরে মাদ্রাসা শিক্ষককে নির্যাতন
মোদির নেতৃত্বে ভারত বিশ্ব শান্তির জন্য হুমকি
হাসিনার ‘ফ্যাসিস্ট পার্টি'র দেশে কোনো জায়গা নেই : ড. ইউনূস
খুলনার রূপসায় অস্ত্র, মাদকসহ ৪ ডাকাত আটক
'যাত্রী' নিয়ে ফের বড় পর্দায় ফিরতে যাচ্ছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী
আশুলিয়ায় ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, ৭টি গরুসহ ট্রাক উদ্ধার