মুল্ডার-মুতুসামি জুটিও ১০০ ছাড়াল
৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পিএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পিএম
প্রথম সেশনটা বাংলাদেশ বলার মতো কিছু করেছিল তাইজুল ইসলামের কল্যাণে। দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে উইকেটের দেখা পেয়েছিলেন নাহিদ রানা। এরপর দ্বিতীয় সেশনে আর উইকেটের দেখা নেই। ইতোমধ্যে শতরানের জুটিতে বাংলাদেশের হতাশা বাড়াচ্ছেন উইয়ান মুল্ডার ও সেনুরান মুতুসামি।
১১৫ বলে ৭৮ রানে ব্যাট করছেন মুল্ডার, ৫৪ বলে ৪৭ রানে মুতুসামি। দুজনে মিলে ছক্কা মেরেছেন ৫টি। সপ্তম উইকেটে ২১ ওভারে ১০২ রানের জুটি গড়েছেন এই দুজন।
১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান নিয়ে চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা।
বেদির পাশে তাইজুল
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশের অর্জন তিন উইকেট। তিনটিই নিয়েছেন তাইজুল ইসলাম। আর এর মধ্য দিয়ে কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির পাশে বসলেন তাইজুল।
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পাঁচ ও ম্যাচ ৮ উইকেট নেওয়া তাইজুল চট্টগ্রামে এখন পর্যন্ত দক্ষিন আফ্রিকার পাঁচ উইকেটই নিয়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ১৪তম পাঁচ উইকেট শিকার।
যাকে অনেকেই মনে করেন সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার, সেই বেদিও টেস্টে ১৪বার ৫ উইকেট নিয়েছিলেন।
তবে বেদির যেখানে ১৪ বার ৫ উইকেট নিয়েছিলেন ৬৭ টেস্টে। সেখানে তাইজুল তাকে এখানে ছুঁয়ে ফেললেন ৪৯তম টেস্টেই।
টেস্ট ইতিহাসে বাঁহাতি স্পিনে তাদের চেয়ে বেশি ৫ উইকেট নিতে পেরেছে আর চারজন। ৩৪ বার নিয়ে সবার ওপরে রাঙ্গানা হেরাথ, ২০ বার ড্যানিয়েল ভেটোরি। এরপরই আছেন সাকিব আল হাসান (১৯ বার)। বাঁহাতি স্পিনের আরেক গ্রেট ডেরেক আন্ডারউড এই স্বাদ পেয়েছেন ১৭ বার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল (৫২*)। এই মাঠে সাকিবের শিকার ৬৮ উইকেট।
তাইজুলের তোপেই ২ উইকেটে ৩৮৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেট ৩৯১।
প্রথম সেশনে আর অবশ্য উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে ৪১৩ রান স্কোরবোর্ডে তুলে ফেলেছে তাঁরা।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। রান হয়েছে ১০৬। বাংলাদেশ উইকেট নিয়েছে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৩.৬৬ করে।
টানা তিন ওভারে তাইজুলের তিন শিকার
প্রথম ঘণ্টা উইকেটহীন থাকার পর নিজের টানা তিন ওভারে তিনটি শিকার ধরলেন তাইজুল ইসলাম। হঠাৎ করে চাপে পড়ে গেছে দক্ষিণ আফ্রিকাও।
লং অফ দিয়ে তাইজুলকে বিশাল ছক্কা হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে যান আগের দিনের অপরাজিত ব্যাটার বেডিংহ্যাম। ৭৮ বলে ৫৯ রান এসেছে তার ব্যাট থেকে।
নিজের পরের ওভারের শেষ বলে সবচেয়ে বড় বাধা ডি জর্জিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ইনিংসকে ১৭৭ রানে নিয়ে গিয়ে থেমেছেন। ২৬৯ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২টি চার ও ৪ ছক্কায়।
নিজের টানা তৃতীয় ওভারে তাইজুলের শিকার কাইল ভেরেইনা। এই মিডলঅর্ডারও এলবিডব্লিউ থেকে বাঁচেননি রিভিউ নিয়ে।
২ উইকেটে ৩৮৬ থেকে মুহূর্তেই স্কোরবোর্ড হয়ে যায় ৫ উইকেট ৩৯১।
আগের দিনের দুটি উইকেটও নিয়েছিলেন তাইজুল। ম্যাচে ৫ উইকেট হয়ে গেল তার। সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।
ডি জর্জিকে থামানো যায়নি, বিশাল সংগ্রহের পথে দ. আফ্রিকা
আগের দিন যেখানে শুরু করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করেছেন টনি ডি জর্জি। দেড়শ’ পেরিয়ে ছুটছেন এই ওপেনার। বাংলাদেশকে হতাশ করে বিশাল সংগহের পথে রয়েছে দক্ষিণ আফ্রিকাও।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের পানি পানের বিরতি পর্যন্ত বাংলাদেশের কেটেছে উইকেটহীন। দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৯৬ ওভারে ২ উইকেটে ৩৬৬ রান।
২৫৬ বলে ১৬৬ রানে ব্যাট করছেন ডি জর্জি, ৭০ বলে ৫০ রানে ডেভিড বেডিংহ্যাম। ৭ ম্যাচের ক্যারিয়ারে ডানহাতি ব্যাটার বেডিংহ্যামের তৃতীয় ফিফটি এটি।
৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শুরু করে প্রটিয়ারা। ১৪১ রানে ছিলেন ডি জর্জি, ১৮ রানে বেডিংহ্যাম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আরও দুটি শহর মুক্ত, দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সেনা
রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু
সিংগাইরে একই দিনে সকাল-বিকেল পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
সোনালী ব্যাংকের নতুন এমডি শওকত আলী খান
চেচনিয়ায় ড্রোন হামলার প্রতিশোধ নেবেন কাদিরভ
কর্মকর্তারা বদলির তদবির করলেই শাস্তিমূলক ব্যবস্থা : ইসি
এলসি কমছে, ব্যবসা বাণিজ্যে স্থবিরতা
কাশ্মীরে আবার কেন অশান্তি বাড়ছে?
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ ৪ দিনের রিমান্ডে
উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রশিবিরকে হেয় করার তীব্র নিন্দা ও প্রতিবাদ
নর্ডিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা জেলেনস্কির
টেকনাফে জনতার কর্তৃক অস্ত্রসহ ডাকাত আটক
জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস প্রয়োজন আছে কি না দেখছি : পররাষ্ট্র উপদেষ্টা
দৌলতখানে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণা
১৬ ঘণ্টা পর আরেক এএসআইয়ের লাশ উদ্ধার
৩২ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের
আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মে মেহজাবীনের 'কাজল'
সাবেক আইনমন্ত্রীর ‘আইনি খড়গ’
শুরুতেই নড়বড়ে বাংলাদেশ
এই ভূখণ্ডে ‘মুসলিম’ শব্দ মুছে দেয়ার অন্যতম ভিকটিম জাবি : শিবির সেক্রেটারি