ছাত্র জনতার বিপ্লবের স্পিরিটে রুয়েটকে গড়ে তোলা হবে -রুয়েট ভিসি
৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৬ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০১ পিএম
ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সকল মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য রুয়েটেকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।
গতকাল কেন্দ্রীয় মিলনায়তনে রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।
সভায় আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।
মতবিনিময় সভায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিশ^বিদ্যালয়ে কর্মরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। ছাত্র-জনতার বিপ্লবের স্পিরিটে রুয়েটকে গড়ে তোলা হবে
ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি আরো বলেন, সকল মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য রুয়েটেকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।
বুধবার দুপুরে কেন্দ্রীয় মিলনায়তনে রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।
সভায় আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।
মতবিনিময় সভায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিশ^বিদ্যালয়ে কর্মরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
যৌনপল্লীতে ফারুক হত্যার মূল আসামীসহ দুজন গ্রেফতার
কালিয়াকৈরে পুকুরথেকেঅজ্ঞাতনারীসহশিশুর লাশ উদ্ধার
কসবায় পৌণে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার
প্রজননকৃত ডিম থেকে ইলিশ উৎপাদন নির্বিঘœ করতে আজ মধ্যরাত থেকে জাটকা আহরনে ৮ মাসের নিষেধাজ্ঞা
দিন পার করতে পারবে তো বাংলাদেশ
বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজার লেখক ইসরাইলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে বয়কটের আহ্বান
অভিযোগ,অনুরাগ, ভালোবাসা অকস্মাৎ কেমন ছিল সেইসব দিন, প্লিজ প্রাক্তনের খবর নিন:
শাহজাদপুর প্রেস ক্লাবের সহ- সভাপতি সাংবাদিক শিশিরকে প্রাননাশের হুমকি : থানায় জিডি।
নিমিষেই দূর হবে তেল চিটচিটে রান্না ঘর
দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ
দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়া শুরু
হিব্রু ভাষায় আয়াতুল্লাহ খামেনির এক্স একাউন্ট আবার সচল
টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
আবারও শুরুতেই ফিরলেন সাদমান
তাইওয়ানে আছড়ে পড়েছে সুপার টাইফুন কং-রে
সিভাসুকে নিয়ে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
১৫৯ রানে গুটিয়ে ফলো-অনে বাংলাদেশ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
কমলা হ্যারিসকে সমর্থন করায় টেইলর সুইফটকে চড়া মূল্য দিতে হবে